A
Energetic joy
B
Heartless gloom and blankness
C
Religious ecstasy
D
Fierce anger
উত্তরের বিবরণ
কবি শুরুতেই জানান, তার ভেতর এখন এক ধরনের “grief without a pang”—ব্যথাহীন কিন্তু নিস্তেজ দুঃখ, যা শূন্যতা, অন্ধকার ও নিরানন্দে ভরা। তিনি বলেন তিনি সৌন্দর্য দেখছেন, কিন্তু অনুভব করছেন না। এটি এক গভীর বিষণ্ণতা ও নিস্তেজতার স্বীকারোক্তি, যা Romantic কাব্যের আত্মস্বীকারোক্তিমূলক সুরকে তুলে ধরে।

1
Updated: 6 days ago
What game do Death and Life-in-Death play?
Created: 1 week ago
A
Cards
B
Chess
C
Dice
D
Stones
ভূতুড়ে জাহাজে Death এবং Life-in-Death পাশা খেলে। পাশা খেলার ফলেই নাবিকদের মৃত্যু ও মেরিনারের ‘living death’-এর নিয়তি নির্ধারিত হয়। পাশা ভাগ্যের অনিশ্চয়তার প্রতীক।

0
Updated: 1 week ago
Which dramatist does Coleridge compare the wind’s softer tale to?
Created: 6 days ago
A
Shakespeare
B
Otway
C
Milton
D
Marlowe
Coleridge বাতাসের কম ভয়ঙ্কর সুরকে তুলনা করেন নাট্যকার Thomas Otway–এর কোমল ট্র্যাজিক কবিতার সাথে—“As Otway’s self had framed the tender lay।” অর্থাৎ কখনও বাতাসের সুরে তিনি মমতা ও কোমলতার ছোঁয়া পান। এই তুলনা প্রমাণ করে কোলরিজের সাহিত্যজ্ঞান এবং প্রকৃতিকে নাট্যরূপে কল্পনা করার ক্ষমতা।

1
Updated: 6 days ago
What does the “pleasure-dome” primarily symbolize in the poem?
Created: 6 days ago
A
Historical architecture
B
Political tyranny
C
The power of human imagination
D
Religious devotion
“Pleasure-dome” বা আনন্দ-প্রাসাদ আসলে কল্পনার প্রতীক। এটি কেবল ঐতিহাসিক কুবলাই খানের প্রাসাদের বর্ণনা নয়, বরং কবির মনে সৃষ্ট এক কল্পনার জগৎ। কোলরিজ দেখাতে চেয়েছেন কিভাবে কল্পনার শক্তি বাস্তবকে অতিক্রম করে এক অলৌকিক সৌন্দর্য তৈরি করে। প্রাসাদটি তাই সৃজনশীলতা, শিল্প ও কবিতার ক্ষমতার প্রতীক, যা সময় ও ইতিহাসের বাইরে দাঁড়ায়।

1
Updated: 6 days ago