A
Sir Gawain and the Green Knight
B
Sir Patrick Spence
C
Tam Lin
D
Beowulf
উত্তরের বিবরণ
Coleridge কবিতার শুরুতে “Sir Patrick Spence” নামক পুরোনো ব্যালাড থেকে উদ্ধৃতি এনেছেন। সেখানে বলা হয় নতুন চাঁদ পুরোনো চাঁদকে কোলে নিয়ে আছে মানেই ঝড় আসছে। Coleridge এই উদ্ধৃতি ব্যবহার করে প্রকৃতির ঝড় ও নিজের অন্তরের মানসিক ঝড়ের মিল দেখিয়েছেন। এতে শুরু থেকেই কবিতার বিষণ্ণ, অশান্ত ও গম্ভীর পরিবেশ তৈরি হয়।

1
Updated: 6 days ago
What is the central theme of Dejection: An Ode?
Created: 6 days ago
A
Political revolution
B
Decline of imagination and search for joy
C
Scientific exploration
D
Celebration of war
পুরো কবিতার কেন্দ্রীয় থিম হলো কবির নিজের কল্পনাশক্তির হ্রাস ও হারানো আনন্দ ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। Coleridge প্রকৃতিকে দেখছেন, কিন্তু অনুভব করতে পারছেন না। তিনি জানেন, প্রকৃতির সৌন্দর্য ভেতরের আনন্দ ছাড়া মৃত। তাই কবিতাটি এক আত্মস্বীকারোক্তি—তিনি আনন্দ হারিয়েছেন, তবে অন্যের আনন্দ কামনা করছেন। এটি Romantic কবিতার সবচেয়ে আন্তরিক ও ব্যক্তিগত সুরগুলির একটি।

1
Updated: 6 days ago
What destination does the river Alph finally reach?
Created: 6 days ago
A
A golden palace
B
A fertile valley
C
A sunless sea
D
A mountain top
Alph নদীটি গুহার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত এক “sunless sea” বা প্রাণহীন সাগরে মিশে যায়। এই সাগর প্রতীকভাবে অন্ধকার, মৃত্যু এবং চূড়ান্ত অজানার ইঙ্গিত দেয়।

1
Updated: 6 days ago
What do the seraphs (bright angelic forms) above the dead sailors symbolize?
Created: 1 week ago
A
Demons of the sea
B
The Mariner’s madness
C
Spiritual redemption and divine forgiveness
D
Death of the sailors
প্রতিটি মৃতদেহের উপরে এক একটি জ্যোতির্ময় আত্মা দেখা যায়। এগুলো হলো ঈশ্বরের আশীর্বাদ—যা মেরিনারের পাপমোচন ও মুক্তির ইঙ্গিত দেয়।

0
Updated: 1 week ago