What does Coleridge call his present grief in Section II of “Dejection : an Ode”?
A
“A pang of despair”
B
“A grief without a pang”
C
“A sorrow of love”
D
“A pain of the soul”
উত্তরের বিবরণ
কবি নিজের দুঃখকে বলেন—“A grief without a pang, void, dark, and drear।” অর্থাৎ এটি এমন শোক যার কোনো তীব্র ব্যথা নেই, বরং শূন্যতা, অন্ধকার আর নিস্তেজতা। Coleridge বোঝাতে চেয়েছেন, তার দুঃখ কোনো উচ্ছ্বাস বা কাঁদার সুযোগ দিচ্ছে না, বরং নিস্তব্ধভাবে তার মনকে অবশ করে রাখছে। এই বর্ণনা কবির মানসিক অবসাদকে গভীরভাবে প্রকাশ করে।

3
Updated: 1 month ago
What is the name of the sacred river mentioned in the poem Kubla Khan?
Created: 1 week ago
A
Ganges
B
Thames
C
Alph
D
Lethe
স্যামুয়েল টেলর কোলরিজের কবিতা “Kubla Khan”-এ উল্লিখিত পবিত্র নদীর নাম হলো “Alph”, যা সম্পূর্ণরূপে কবির কল্পনা থেকে সৃষ্ট।
-
প্রথমত, কোলরিজ এই নামটি নিজেই উদ্ভাবন (invented) করেছিলেন—এটি কোনো বাস্তব নদীর নাম নয়। তিনি এটি ব্যবহার করেন কবিতার রহস্যময় ও অলৌকিক পরিবেশ (mystical and imaginative setting) সৃষ্টি করতে।
-
দ্বিতীয়ত, কবিতায় “Alph, the sacred river” প্রবাহিত হয়েছে খানের pleasure-dome বা বিলাস-প্রাসাদের মধ্য দিয়ে, যা স্বপ্ন, সৌন্দর্য ও কল্পনার প্রতীক হিসেবে কাজ করে।
-
শেষে, “Alph” শব্দটি “Alpha” অর্থাৎ শুরু বা উৎস (origin) নির্দেশ করতে পারে—যা সৃষ্টির প্রাথমিক শক্তি ও কবির কল্পনাশক্তির গভীর উৎসের প্রতীক।
অতএব, সঠিক উত্তর হলো (c) Alph, কারণ এটি কোলরিজের সৃষ্ট এক কাল্পনিক পবিত্র নদী যা পুরো কবিতার ভাবগাম্ভীর্যকে রহস্যময় ও প্রতীকী করে তোলে।

0
Updated: 1 week ago
“He prayeth best who loveth best, all things both great and small” was quoted by-
Created: 1 month ago
A
William Wordsworth
B
P. B. Shelley
C
Lord Alfred Tennyson
D
Samuel Taylor Coleridge
Famous Quotations
From Samuel Taylor Coleridge’s poems:
-
“Alone, alone, all, all alone,
Alone on a wide sea.” -
“Water, water everywhere,
Not any drop to drink.” -
“He prayeth best, who loveth best
all things both great and small.”
Samuel Taylor Coleridge (1772–1834)
-
Coleridge ছিলেন একজন ইংরেজ কবি, সাহিত্য সমালোচক এবং দার্শনিক।
-
তিনি তার কবিতায় একটি সুরুচিপূর্ণ লিরিকাল স্টাইল প্রতিষ্ঠা করেছেন, যা পরবর্তী অনেক কবির ওপর প্রভাব ফেলেছে।
-
Lyrical Ballads (১৭৯৮) – উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে প্রকাশিত; এতে অন্তর্ভুক্ত বিখ্যাত কবিতা The Rime of the Ancient Mariner এবং Frost at Midnight, যা ইংরেজি রোমান্টিসিজমের সূচনা করেছে।
-
Biographia Literaria (১৮১৭, ২ খণ্ড) – রোমান্টিক যুগের সাধারণ সাহিত্য সমালোচনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
Notable Works
-
Biographia Literaria
-
Christabel
-
Kubla Khan
-
Dejection: An Ode
-
The Rime of the Ancient Mariner
-
Frost at Midnight
-
On the Constitution of the Church and State
Sources:
-
Britannica
-
Goodreads

0
Updated: 1 month ago
What is the overall structure of Kubla Khan often considered?
Created: 1 month ago
A
A completed epic
B
A pastoral lyric
C
A narrative ballad
D
A poetic fragment
“Kubla Khan” সাধারণত একটি fragment বা অসম্পূর্ণ কবিতা হিসেবে বিবেচিত হয়। কোলরিজ নিজেই বলেছেন যে আফিম–ঘুম থেকে উঠে তিনি স্বপ্নে যা লিখতে চেয়েছিলেন, তা অসমাপ্ত থেকে যায়। ফলে এটি একটি অসম্পূর্ণ কিন্তু বিস্ময়কর কল্পনার খণ্ডচিত্র। এই অসম্পূর্ণতাই কবিতার রহস্য ও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।

1
Updated: 1 month ago