Identify the correct quote from Kubla Khan:
“In Xanadu did Kubla Khan / A stately pleasure-dome decree”—
A
Opening lines of the poem
B
Closing lines of the poem
C
Middle lines of the poem
D
A quotation from another poet
উত্তরের বিবরণ
এই লাইন দুটি কবিতার প্রথমেই এসেছে। কবি জানান, জ্যানাডুতে কুবলাই খান এক মহিমান্বিত বিলাস প্রাসাদ নির্মাণের আদেশ দেন। লাইনটি শুধু কবিতার সূচনা নয়, পুরো কবিতার কল্পনা ও রহস্যময় আবহ তৈরি করে। পাঠক তৎক্ষণাৎ এক অদ্ভুত স্বপ্নরাজ্যে প্রবেশ করে। কবিতার এই লাইন রোমান্টিক কাব্যের অন্যতম বিখ্যাত উদ্ধৃতি হয়ে উঠেছে এবং কোলরিজের কল্পনাশক্তির স্বাক্ষর বহন করে।

1
Updated: 6 days ago
What time of day is described in Section VIII of “Dejection : an Ode”?
Created: 6 days ago
A
Dawn
B
Noon
C
Midnight
D
Evening
শেষ অংশে Coleridge বলেন—“’Tis midnight, but small thoughts have I of sleep।” অর্থাৎ এটি মধ্যরাত্রি, কিন্তু তিনি ঘুমোতে পারছেন না। মধ্যরাত্রি এখানে প্রতীক করে তাঁর মানসিক অন্ধকার, নিঃসঙ্গতা এবং জাগ্রত দুঃখকে। আবার একই সাথে প্রার্থনা ও আশীর্বাদের সময়ও বটে।

1
Updated: 6 days ago
What breaks the Mariner’s inability to pray?
Created: 1 week ago
A
Meeting the Hermit
B
Seeing the ghost ship
C
Blessing the water-snakes in love
D
Drinking rain water
সাগরের সাপগুলির সৌন্দর্য উপলব্ধি করে সে অজান্তেই তাদের আশীর্বাদ করে। এই ভালোবাসা থেকেই তার প্রার্থনা করার ক্ষমতা ফিরে আসে এবং গলা থেকে আলবাট্রসটি খসে পড়ে।

0
Updated: 1 week ago
What happens to the Mariner at the end?
Created: 1 week ago
A
He dies
B
He is freed completely
C
He is cursed to tell his tale forever
D
He becomes a hermit
আলবাট্রস হত্যার প্রায়শ্চিত্ত হিসেবে মেরিনার আজীবন ঘুরে বেড়িয়ে তার কাহিনি শোনাতে বাধ্য হয়। এটাই তার শাস্তি।

0
Updated: 1 week ago