A
Epic narrative
B
Dream poem
C
Mock-heroic
D
Pastoral elegy
উত্তরের বিবরণ
Kubla Khan একটি “Dream Poem” বা স্বপ্নকবিতা। কবি আফিমের ঘোরে এক স্বপ্ন দেখে তার কাব্য রচনা শুরু করেছিলেন। তিনি প্রায় ২০০ লাইন লিখতে চেয়েছিলেন, কিন্তু মাঝপথে বাধা পড়ায় এটি মাত্র ৫৪ লাইনে অসম্পূর্ণ থেকে যায়। তাই এটি “Poetic Fragment” নামেও পরিচিত। কবিতায় বাস্তব ও কল্পনা মিলেমিশে যায়। প্রকৃতি, অতিপ্রাকৃত দৃশ্য, রহস্যময় স্থাপত্য সবকিছু মিলে এক ভিন্ন জগতের সৃষ্টি হয়। রোমান্টিক যুগের কল্পনা, রহস্য ও অনুভূতির শ্রেষ্ঠ উদাহরণ এই কবিতা।

1
Updated: 6 days ago
Who says: “Instead of the cross, the Albatross / About my neck was hung”?
Created: 1 week ago
A
The Sailors
B
Death
C
The Mariner
D
The Wedding Guest
এই লাইনটি নিজেই মেরিনার বলেন। এটি একটি প্রতীকী স্বীকারোক্তি—যেখানে ক্রুশ (মুক্তির প্রতীক) বদলে আলবাট্রস (পাপের প্রতীক) তার গলায় ঝুলে।

0
Updated: 1 week ago
What happens to the Mariner at the end?
Created: 1 week ago
A
He dies
B
He is freed completely
C
He is cursed to tell his tale forever
D
He becomes a hermit
আলবাট্রস হত্যার প্রায়শ্চিত্ত হিসেবে মেরিনার আজীবন ঘুরে বেড়িয়ে তার কাহিনি শোনাতে বাধ্য হয়। এটাই তার শাস্তি।

0
Updated: 1 week ago
Which natural objects does the poet describe in Section II of “Dejection : an Ode” without feeling their beauty?
Created: 6 days ago
A
Sea waves and birds
B
Moon, stars, and clouds
C
Flowers and trees
D
Mountains and rivers
দ্বিতীয় অংশে কবি বলেন তিনি পশ্চিম আকাশে চাঁদ, তারা আর মেঘ দেখছেন—সব সুন্দর মনে হচ্ছে, কিন্তু তিনি তা অনুভব করতে পারছেন না। তার চোখ দেখে, কিন্তু হৃদয় অনুভব করে না। এর মাধ্যমে Coleridge দেখিয়েছেন কিভাবে বিষণ্ণতা মানুষের অনুভূতিশক্তিকে নিস্তেজ করে দেয়।

1
Updated: 6 days ago