How does Coleridge describe his own state compared to the past?
A
He feels more inspired now
B
He once had joy but now has lost it
C
He has always lacked imagination
D
He now enjoys prosperity
উত্তরের বিবরণ
Coleridge স্মরণ করেন, একসময় তিনি দুঃখের মাঝেও কল্পনা থেকে আনন্দ পেতেন। কিন্তু এখন দুঃখ তার কল্পনাশক্তি ম্লান করে দিয়েছে। তিনি বলেন—“each visitation suspends what nature gave me at my birth, / My shaping spirit of Imagination।” অর্থাৎ তিনি এখন আর আনন্দ বা সৃষ্টিশীলতা অনুভব করতে পারেন না।

2
Updated: 1 month ago
What is the central metaphor of the Aeolian harp in the poem?
Created: 1 month ago
A
The heart of the "Dear Lady"
B
The sound of the wind through the trees
C
The poet's mind, played upon by external forces
D
A symbol of ancient music
The Harp and the Mind: The Aeolian harp produces music when the wind passes over its strings. Similarly, the poet’s mind is receptive, “played upon” by external forces—nature, emotion, and divine inspiration—to produce poetry.
-
The Wind as Inspiration: The wind symbolizes the intellectual and spiritual force that animates both nature and the poet’s creative faculties, highlighting that true poetic creation comes from a higher, external source rather than deliberate effort.
-
Romantic Emphasis: This metaphor reflects the Romantic ideal that the poet is a passive vessel, connected intimately with nature and the universe, through which transcendent beauty and insight are expressed.
-
Tension with Orthodoxy: In the poem’s final stanza, the speaker tempers his pantheistic musings to align with Sara’s orthodox Christian views, showing the conflict between imaginative freedom and conventional belief.
In short, the Aeolian harp elegantly captures the interplay of passive receptivity, natural forces, and spiritual inspiration in the Romantic creative process.

0
Updated: 1 month ago
Christabel, the famous Gothic ballad, is written during -
Created: 1 month ago
A
Neoclassical period
B
Romantic period
C
Victorian period
D
Modern period
Christabel
-
এটি Samuel Taylor Coleridge রচিত একটি unfinished Gothic ballad।
-
লেখা হয় ১৭৯৭-১৮০০ সালের মধ্যে, তবে সম্পূর্ণ হয়নি।
-
গল্পে, Christabel নামের এক তরুণী এক রাতে বনে গিয়ে Geraldine নামের এক রহস্যময় মহিলাকে দেখে, যিনি বলে তিনি বিপদে।
-
Christabel তাকে নিজের প্রাসাদে নিয়ে আসে, কিন্তু ধীরে ধীরে Geraldine-এর অদ্ভুত আচরণ প্রকাশ পায়।
-
কবিতাটি Geraldine-এর প্রকৃত পরিচয় এবং Christabel-এর উপর তার প্রভাব ঘিরে রহস্যময় আবহ তৈরি করে।
-
একই সাথে এতে Sin versus Religiosity, Evil versus Devoutness, Sexuality versus Purity উপস্থাপন করা হয়েছে।
-
Christabel হলো religiosity-এর প্রতীক, অপরদিকে Geraldine হলো sin-এর প্রতীক।
-
এটি Romantic Period এর একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম।
Samuel Taylor Coleridge
-
তিনি একজন British poet।
-
ছিলেন রোমান্টিক কবি, সমালোচক এবং দার্শনিক।
-
তাঁর কবিতা বিশেষ করে The Rime of the Ancient Mariner এবং Kubla Khan আজও সাহিত্যে বিশাল প্রভাব বিস্তার করে।
Notable Works
-
Biographia Literaria (Critical Autobiography)
-
Christabel (Poem)
-
Dejection: An Ode (Poem)
-
Frost at Midnight (Poem)
-
Kubla Khan (Poem)
-
Lyrical Ballads (Book)
-
The Rime of the Ancient Mariner (Poem)
Source: Britannica; An ABC of English Literature by Dr. M Mofizar Rahman

0
Updated: 1 month ago
Which theme is central to the ending of Kubla Khan?
Created: 1 month ago
A
Loss of empire
B
Religious devotion
C
Supernatural inspiration
D
Satire on politics
কবিতার শেষ অংশে কোলরিজ বলেন, সংগীত ও কল্পনার শক্তি কবিকে এক অতিমানবীয় রূপ দেয়। Honey-dew এবং Milk of Paradise প্রতীক করে রহস্যময় অনুপ্রেরণা। এই divine inspiration–এর ফলে কবি অলৌকিক শক্তির অধিকারী বলে মনে হয়। তাই শেষ অংশের মূল থিম হলো কবির কল্পনার অতিপ্রাকৃত উৎস।

3
Updated: 1 month ago