A
John Murray
B
Thomas De Quincey
C
George Gordon Byron
D
William Wordsworth
উত্তরের বিবরণ
Kubla Khan প্রথম প্রকাশিত হয় ১৮১৬ সালে, লর্ড বায়রনের উৎসাহে। কোলরিজ কবিতাটিকে “একটি ভিশনারি ফ্র্যাগমেন্ট” বা অসম্পূর্ণ স্বপ্নকাব্য হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি নিজে প্রকাশ করতে দ্বিধায় ছিলেন, কারণ মনে করতেন এটি অসম্পূর্ণ। কিন্তু বায়রন তাকে উৎসাহ দেন এবং পাঠকরা একে অসাধারণ কল্পনা ও রোমান্টিক শক্তির নিদর্শন হিসেবে গ্রহণ করেন। তাই প্রকাশনায় বায়রনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

1
Updated: 6 days ago
What does Coleridge call his present grief in Section II of “Dejection : an Ode”?
Created: 6 days ago
A
“A pang of despair”
B
“A grief without a pang”
C
“A sorrow of love”
D
“A pain of the soul”
কবি নিজের দুঃখকে বলেন—“A grief without a pang, void, dark, and drear।” অর্থাৎ এটি এমন শোক যার কোনো তীব্র ব্যথা নেই, বরং শূন্যতা, অন্ধকার আর নিস্তেজতা। Coleridge বোঝাতে চেয়েছেন, তার দুঃখ কোনো উচ্ছ্বাস বা কাঁদার সুযোগ দিচ্ছে না, বরং নিস্তব্ধভাবে তার মনকে অবশ করে রাখছে। এই বর্ণনা কবির মানসিক অবসাদকে গভীরভাবে প্রকাশ করে।

2
Updated: 6 days ago
Water, water, everywhere,
And all the boards did shrink.
The line from which classic poem by Samuel Taylor Coleridge?
Created: 2 weeks ago
A
Christabel
B
The Rime of the Ancient Mariner
C
Dejection: An Ode
D
Ozymandias
is from “The Rime of the Ancient Mariner” by Samuel Taylor Coleridge.
About the Poem:
-
Written by Samuel Taylor Coleridge, a key figure of the English Romantic period.
-
First published in 1798 as part of Lyrical Ballads.
-
It is a narrative poem divided into seven parts.
-
Themes include sin, punishment, guilt, and respect for nature.
Important Characters:
-
The Mariner
-
Wedding Guest
-
Albatross
-
The Nightmare
-
Life in Death
Summary:
-
The mariner narrates his story to three young men.
-
He kills an albatross, bringing a curse upon the ship.
-
His companions die, and he survives alone, learning to respect nature.
-
He must wander the world to share his cautionary tale.
Famous Quotations from the Poem:
-
“Alone, alone, all, all alone, / Alone on a wide sea.”
-
“Water, water everywhere, / Not any drop to drink.”
-
“He prayeth best, who loveth best / All things both great and small.”
Source: Britannica, An ABC of English Literature by M. Mofizar Rahman.

0
Updated: 2 weeks ago
What punishment does the Mariner face after killing the Albatross?
Created: 2 days ago
A
He is drowned
B
The crew hangs the bird around his neck
C
He is left on an island
D
He loses his voice forever
আলবাট্রস পাখি হত্যার ফলে সমুদ্রযাত্রীরা দুর্ভাগ্যে পড়ে। শাস্তি হিসেবে নাবিকদের দাবি, পাখিটি তার গলায় ঝুলিয়ে রাখতে। এটি অপরাধবোধ ও বোঝার প্রতীক।

0
Updated: 2 days ago