A
1797
B
1816
C
1798
D
1802
উত্তরের বিবরণ
কোলরিজ স্বয়ং বলেছেন তিনি ১৭৯৭ সালে Kubla Khan রচনা শুরু করেছিলেন। তখন তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসার জন্য আফিম খেতেন। আফিম-প্রভাবিত স্বপ্নেই তার মনে জ্যানাডুর জাদুকরী দৃশ্য আসে। তিনি প্রায় ২০০ লাইন লিখতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ অতিথি আসায় কবিতাটি অসম্পূর্ণ থেকে যায় ৫৪ লাইন পর্যন্ত। পরবর্তীতে এটি ১৮১৬ সালে প্রকাশিত হয়। ফলে রচনার সাল ও প্রকাশনার সালের পার্থক্য বোঝা জরুরি। এটি রোমান্টিক যুগের একটি স্বপ্ন-প্রসূত সৃজনশীল কাব্যখণ্ড।

1
Updated: 6 days ago
What image does Coleridge use to describe a tender sound of the wind?
Created: 6 days ago
A
A child lost and crying in the wild
B
A bird singing at dawn
C
A lover’s whisper
D
A mother praying
Coleridge কল্পনা করেন বাতাস যেন “a little child / Upon a lonesome wild, / Nor far from home, but she hath lost her way।” শিশুটি ভয়ে ও দুঃখে কান্না করছে। এই চিত্রে প্রকৃতির ভয়ঙ্কর সুরকে এক মানবিক রূপ দেওয়া হয়েছে। বাতাসকে একই সাথে ভীতিকর ও করুণ করে তোলে।

1
Updated: 6 days ago
Which mood does Coleridge confess in the early stanzas of the poem “Dejection: an Ode”?
Created: 6 days ago
A
Energetic joy
B
Heartless gloom and blankness
C
Religious ecstasy
D
Fierce anger
কবি শুরুতেই জানান, তার ভেতর এখন এক ধরনের “grief without a pang”—ব্যথাহীন কিন্তু নিস্তেজ দুঃখ, যা শূন্যতা, অন্ধকার ও নিরানন্দে ভরা। তিনি বলেন তিনি সৌন্দর্য দেখছেন, কিন্তু অনুভব করছেন না। এটি এক গভীর বিষণ্ণতা ও নিস্তেজতার স্বীকারোক্তি, যা Romantic কাব্যের আত্মস্বীকারোক্তিমূলক সুরকে তুলে ধরে।

1
Updated: 6 days ago
Identify the correct quote from Kubla Khan:
“In Xanadu did Kubla Khan / A stately pleasure-dome decree”—
Created: 6 days ago
A
Opening lines of the poem
B
Closing lines of the poem
C
Middle lines of the poem
D
A quotation from another poet
এই লাইন দুটি কবিতার প্রথমেই এসেছে। কবি জানান, জ্যানাডুতে কুবলাই খান এক মহিমান্বিত বিলাস প্রাসাদ নির্মাণের আদেশ দেন। লাইনটি শুধু কবিতার সূচনা নয়, পুরো কবিতার কল্পনা ও রহস্যময় আবহ তৈরি করে। পাঠক তৎক্ষণাৎ এক অদ্ভুত স্বপ্নরাজ্যে প্রবেশ করে। কবিতার এই লাইন রোমান্টিক কাব্যের অন্যতম বিখ্যাত উদ্ধৃতি হয়ে উঠেছে এবং কোলরিজের কল্পনাশক্তির স্বাক্ষর বহন করে।

1
Updated: 6 days ago