The ballad quotation at the start predicts—
A
A deadly storm
B
A coming wedding
C
A royal victory
D
A spiritual blessing
উত্তরের বিবরণ
উদ্ধৃতিতে বলা হয়েছে—“We shall have a deadly storm।” অর্থাৎ প্রকৃতিতে এক ভয়ঙ্কর ঝড় আসছে। এটি শুধু বাহ্যিক ঝড় নয়, বরং কবির অন্তরের ঝড় বা মানসিক অশান্তির প্রতীক। Coleridge ঝড়ের চিত্র দিয়ে দেখিয়েছেন, প্রকৃতির আবহাওয়া ও মানুষের অন্তরের অবস্থা একে অপরের প্রতিফলন হতে পারে।

1
Updated: 1 month ago
Which mood does Coleridge confess in the early stanzas of the poem “Dejection: an Ode”?
Created: 1 month ago
A
Energetic joy
B
Heartless gloom and blankness
C
Religious ecstasy
D
Fierce anger
কবি শুরুতেই জানান, তার ভেতর এখন এক ধরনের “grief without a pang”—ব্যথাহীন কিন্তু নিস্তেজ দুঃখ, যা শূন্যতা, অন্ধকার ও নিরানন্দে ভরা। তিনি বলেন তিনি সৌন্দর্য দেখছেন, কিন্তু অনুভব করছেন না। এটি এক গভীর বিষণ্ণতা ও নিস্তেজতার স্বীকারোক্তি, যা Romantic কাব্যের আত্মস্বীকারোক্তিমূলক সুরকে তুলে ধরে।

1
Updated: 1 month ago
What lesson does the Mariner learn at the end?
Created: 1 month ago
A
Never go to sea
B
Don’t kill birds
C
Love all creatures
D
Travel safely
মেরিনার উপলব্ধি করে—সৃষ্টিকর্তার সকল সৃষ্টি সমানভাবে ভালোবাসাই প্রকৃত প্রার্থনা। এটি কবিতার নৈতিক শিক্ষা।

0
Updated: 1 month ago
Coleridge, along with which other major poet, published Lyrical Ballads (1798), a foundational text of English Romanticism?
Created: 1 month ago
A
Lord Byron
B
Percy Bysshe Shelley
C
William Wordsworth
D
John Keats
Lyrical Ballads (1798) ছিল Coleridge এবং Wordsworth-এর যৌথ প্রকাশনা, যা ইংরেজি রোমান্টিক আন্দোলনের সূচনা চিহ্নিত করে। এতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় emotion, nature, imagination এবং ordinary life in poetry-এর ওপর।
-
Lyrical Ballads (1798) joint publication ছিল Samuel Taylor Coleridge এবং William Wordsworth-এর।
-
এটি English Romantic movement-এর সূচনা হিসেবে ধরা হয়।
-
এই আন্দোলনে মূলত emotion, nature, imagination এবং common man-এর জীবন কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছিল।
-
পরবর্তীতে Lord Byron, P. B. Shelley, এবং John Keats রোমান্টিক কবি হিসেবে খ্যাতি পান, কিন্তু তারা এই original publication-এর সঙ্গে যুক্ত ছিলেন না।

0
Updated: 2 weeks ago