A
A real Ethiopian mountain
B
A battlefield of Kubla Khan
C
A mythical place of artistic inspiration
D
A religious temple
উত্তরের বিবরণ
Mount Abora সম্ভবত Abyssinian (ইথিওপিয়া) থেকে অনুপ্রাণিত। এখানে এটি একটি পৌরাণিক বা কল্পিত পর্বত, যা শিল্প ও সংগীতের উৎসকে নির্দেশ করে। Abyssinian maid যেই গান গাইছিল, তার বিষয় ছিল Mount Abora। তাই এটি pure imagination–এর প্রতীক। এটি বোঝায় যে কবিতা ও সংগীত কল্পনাকে এমন স্থানে নিয়ে যায়, যা বাস্তব নয়, বরং রহস্যময় ও অলৌকিক।

1
Updated: 6 days ago
The ballad quotation at the start predicts—
Created: 6 days ago
A
A deadly storm
B
A coming wedding
C
A royal victory
D
A spiritual blessing
উদ্ধৃতিতে বলা হয়েছে—“We shall have a deadly storm।” অর্থাৎ প্রকৃতিতে এক ভয়ঙ্কর ঝড় আসছে। এটি শুধু বাহ্যিক ঝড় নয়, বরং কবির অন্তরের ঝড় বা মানসিক অশান্তির প্রতীক। Coleridge ঝড়ের চিত্র দিয়ে দেখিয়েছেন, প্রকৃতির আবহাওয়া ও মানুষের অন্তরের অবস্থা একে অপরের প্রতিফলন হতে পারে।

1
Updated: 5 days ago
What does the phrase “glittering eye” symbolize?
Created: 1 week ago
A
Old age
B
Wisdom
C
Hypnotic power and supernatural charm
D
Anger
কবিতার শুরুতে Mariner তার “glittering eye” দিয়ে বিয়ের অতিথিকে থামায়। এই চোখ যেন এক ধরনের অতিপ্রাকৃত ক্ষমতার প্রতীক—যা কাউকে মুগ্ধ করে নিজের গল্প শুনতে বাধ্য করে।

0
Updated: 1 week ago
How does the sea appear after the Albatross is killed?
Created: 1 week ago
A
Calm and blue
B
Rotting, full of slimy creatures
C
Green and fertile
D
Covered with ice
আলবাট্রস হত্যার পর সমুদ্র পচা অবস্থায় রূপ নেয়। সাপ-বিচ্ছুর মতো ভয়ংকর প্রাণী দেখা যায়। এটি দেখায় যে প্রকৃতিকে অপমান করলে সে ভয়ংকর রূপ ধারণ করে এবং শাস্তি আনে।

0
Updated: 1 week ago