A
Simile
B
Metaphor
C
Alliteration
D
Personification
উত্তরের বিবরণ
এখানে প্রকৃতির এক অংশকে এক নারীর রূপে কল্পনা করা হয়েছে, যে তার দৈত্য–প্রেমিকের জন্য ক্রন্দন করছে। এটি Personification—অমানবিক জিনিসকে মানবিক রূপ দেওয়া। Coleridge এর মাধ্যমে প্রকৃতির রহস্যময় ও ভীতিপ্রদ চরিত্রকে শক্তিশালীভাবে প্রকাশ করেছেন। এতে প্রকৃতিকে এক জীবন্ত, আবেগময় চরিত্র হিসেবে দেখা যায়।

4
Updated: 6 days ago
Which mood does Coleridge confess in the early stanzas of the poem “Dejection: an Ode”?
Created: 6 days ago
A
Energetic joy
B
Heartless gloom and blankness
C
Religious ecstasy
D
Fierce anger
কবি শুরুতেই জানান, তার ভেতর এখন এক ধরনের “grief without a pang”—ব্যথাহীন কিন্তু নিস্তেজ দুঃখ, যা শূন্যতা, অন্ধকার ও নিরানন্দে ভরা। তিনি বলেন তিনি সৌন্দর্য দেখছেন, কিন্তু অনুভব করছেন না। এটি এক গভীর বিষণ্ণতা ও নিস্তেজতার স্বীকারোক্তি, যা Romantic কাব্যের আত্মস্বীকারোক্তিমূলক সুরকে তুলে ধরে।

1
Updated: 6 days ago
How does Coleridge create a sense of the sublime in the poem?
Created: 6 days ago
A
By using mathematical precision
B
Through the mixture of beauty and terror
C
By describing everyday events
D
Through humor and irony
“Kubla Khan”–এ sublime বা মহিমান্বিত অভিজ্ঞতা এসেছে কারণ কোলরিজ সৌন্দর্য ও ভয়ের সমন্বয় করেছেন। বাগান, ফুল, নদীর সৌন্দর্য যেমন আছে, তেমনি ফোয়ারা, খাদ, যুদ্ধের ভবিষ্যদ্বাণী ভয়ের অনুভূতি আনে। এই বৈপরীত্য মানুষকে simultaneously আকর্ষণ ও আতঙ্কিত করে। এটিই Romantic Sublime–এর মূল বৈশিষ্ট্য।

1
Updated: 6 days ago
Who are described as ‘seraphs’ in the final part of the poem?
Created: 1 week ago
A
Angels in heaven
B
Bright spirits standing above each sailor’s corpse
C
Voices guiding the Mariner
D
The Hermit and his companions
মৃত নাবিকদের দেহের উপরে আলোকোজ্জ্বল সত্তারা দাঁড়ানো থাকে। তারা seraph—স্বর্গদূতের প্রতীক। তারা নাবিকদের আত্মাকে মুক্তি দেয় এবং মেরিনারকে আধ্যাত্মিক মুক্তির দিকে ঠেলে দেয়। এটি দেখায়—পাপের পরেও ঈশ্বরের করুণা মানুষকে রক্ষা করতে পারে।

0
Updated: 1 week ago