A
It symbolizes both creation and destruction
B
It represents purity only
C
It shows Kubla’s wealth
D
It is irrelevant
উত্তরের বিবরণ
কবিতায় পানি বা জলের চিত্র দুইভাবে এসেছে। একদিকে Alph নদী উর্বর জমি ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক, অন্যদিকে ফোয়ারা আর সূর্যহীন সাগর ধ্বংস ও মৃত্যুর প্রতীক। জলের এই দ্বৈততা Romantic Sublime–এর মূল বৈশিষ্ট্য—প্রকৃতি একইসাথে জীবনদায়ক এবং ধ্বংসাত্মক। Coleridge দেখাতে চেয়েছেন কল্পনার শক্তিও একইভাবে সৃজনশীল ও ভয়াবহ হতে পারে।

1
Updated: 6 days ago
How does Coleridge create a sense of the sublime in the poem?
Created: 6 days ago
A
By using mathematical precision
B
Through the mixture of beauty and terror
C
By describing everyday events
D
Through humor and irony
“Kubla Khan”–এ sublime বা মহিমান্বিত অভিজ্ঞতা এসেছে কারণ কোলরিজ সৌন্দর্য ও ভয়ের সমন্বয় করেছেন। বাগান, ফুল, নদীর সৌন্দর্য যেমন আছে, তেমনি ফোয়ারা, খাদ, যুদ্ধের ভবিষ্যদ্বাণী ভয়ের অনুভূতি আনে। এই বৈপরীত্য মানুষকে simultaneously আকর্ষণ ও আতঙ্কিত করে। এটিই Romantic Sublime–এর মূল বৈশিষ্ট্য।

1
Updated: 6 days ago
What does Coleridge call his present grief in Section II of “Dejection : an Ode”?
Created: 6 days ago
A
“A pang of despair”
B
“A grief without a pang”
C
“A sorrow of love”
D
“A pain of the soul”
কবি নিজের দুঃখকে বলেন—“A grief without a pang, void, dark, and drear।” অর্থাৎ এটি এমন শোক যার কোনো তীব্র ব্যথা নেই, বরং শূন্যতা, অন্ধকার আর নিস্তেজতা। Coleridge বোঝাতে চেয়েছেন, তার দুঃখ কোনো উচ্ছ্বাস বা কাঁদার সুযোগ দিচ্ছে না, বরং নিস্তব্ধভাবে তার মনকে অবশ করে রাখছে। এই বর্ণনা কবির মানসিক অবসাদকে গভীরভাবে প্রকাশ করে।

2
Updated: 6 days ago
How does Coleridge describe his own state compared to the past?
Created: 6 days ago
A
He feels more inspired now
B
He once had joy but now has lost it
C
He has always lacked imagination
D
He now enjoys prosperity
Coleridge স্মরণ করেন, একসময় তিনি দুঃখের মাঝেও কল্পনা থেকে আনন্দ পেতেন। কিন্তু এখন দুঃখ তার কল্পনাশক্তি ম্লান করে দিয়েছে। তিনি বলেন—“each visitation suspends what nature gave me at my birth, / My shaping spirit of Imagination।” অর্থাৎ তিনি এখন আর আনন্দ বা সৃষ্টিশীলতা অনুভব করতে পারেন না।

1
Updated: 6 days ago