A
It is a historical account
B
It describes a real palace
C
It originated from Coleridge’s opium dream
D
It follows classical epic structure
উত্তরের বিবরণ
কোলরিজ নিজেই বলেছেন যে আফিম খাওয়ার পর ঘুমের মধ্যে তিনি স্বপ্নে এই দৃশ্যগুলো দেখেছিলেন। জেগে উঠে তিনি লিখতে শুরু করেন কিন্তু কেউ তাকে বিরক্ত করলে কবিতাটি অসম্পূর্ণ থেকে যায়। তাই Kubla Khan–কে dream vision বলা হয়। এটি মানুষের কল্পনা, স্বপ্ন ও অবচেতন মানসিক অভিজ্ঞতার এক অনন্য শিল্পরূপ।

1
Updated: 6 days ago
Which old ballad is quoted in the opening of Dejection: An Ode?
Created: 6 days ago
A
Sir Gawain and the Green Knight
B
Sir Patrick Spence
C
Tam Lin
D
Beowulf
Coleridge কবিতার শুরুতে “Sir Patrick Spence” নামক পুরোনো ব্যালাড থেকে উদ্ধৃতি এনেছেন। সেখানে বলা হয় নতুন চাঁদ পুরোনো চাঁদকে কোলে নিয়ে আছে মানেই ঝড় আসছে। Coleridge এই উদ্ধৃতি ব্যবহার করে প্রকৃতির ঝড় ও নিজের অন্তরের মানসিক ঝড়ের মিল দেখিয়েছেন। এতে শুরু থেকেই কবিতার বিষণ্ণ, অশান্ত ও গম্ভীর পরিবেশ তৈরি হয়।

1
Updated: 6 days ago
What punishment do the sailors give the Mariner?
Created: 1 week ago
A
Death
B
Imprisonment
C
Albatross hung around his neck
D
Exile
অন্য নাবিকরা আলবাট্রসের মৃতদেহ মেরিনারের গলায় ঝুলিয়ে দেয়। এটি তার অপরাধের প্রতীক ও বোঝা হয়ে দাঁড়ায়।

0
Updated: 1 week ago
“He prayeth best who loveth best, all things both great and small” was quoted by-
Created: 1 week ago
A
William Wordsworth
B
P. B. Shelley
C
Lord Alfred Tennyson
D
Samuel Taylor Coleridge
English
English Grammar
English Literature
Samuel Taylor Coleridge (1772-1834)
No subjects available.
Famous Quotations
From Samuel Taylor Coleridge’s poems:
-
“Alone, alone, all, all alone,
Alone on a wide sea.” -
“Water, water everywhere,
Not any drop to drink.” -
“He prayeth best, who loveth best
all things both great and small.”
Samuel Taylor Coleridge (1772–1834)
-
Coleridge ছিলেন একজন ইংরেজ কবি, সাহিত্য সমালোচক এবং দার্শনিক।
-
তিনি তার কবিতায় একটি সুরুচিপূর্ণ লিরিকাল স্টাইল প্রতিষ্ঠা করেছেন, যা পরবর্তী অনেক কবির ওপর প্রভাব ফেলেছে।
-
Lyrical Ballads (১৭৯৮) – উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে প্রকাশিত; এতে অন্তর্ভুক্ত বিখ্যাত কবিতা The Rime of the Ancient Mariner এবং Frost at Midnight, যা ইংরেজি রোমান্টিসিজমের সূচনা করেছে।
-
Biographia Literaria (১৮১৭, ২ খণ্ড) – রোমান্টিক যুগের সাধারণ সাহিত্য সমালোচনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
Notable Works
-
Biographia Literaria
-
Christabel
-
Kubla Khan
-
Dejection: An Ode
-
The Rime of the Ancient Mariner
-
Frost at Midnight
-
On the Constitution of the Church and State
Sources:
-
Britannica
-
Goodreads

0
Updated: 1 week ago