Who inspired Coleridge to publish Kubla Khan in 1816?
A
John Murray
B
Thomas De Quincey
C
George Gordon Byron
D
William Wordsworth
উত্তরের বিবরণ
Kubla Khan প্রথম প্রকাশিত হয় ১৮১৬ সালে, লর্ড বায়রনের উৎসাহে। কোলরিজ কবিতাটিকে “একটি ভিশনারি ফ্র্যাগমেন্ট” বা অসম্পূর্ণ স্বপ্নকাব্য হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি নিজে প্রকাশ করতে দ্বিধায় ছিলেন, কারণ মনে করতেন এটি অসম্পূর্ণ। কিন্তু বায়রন তাকে উৎসাহ দেন এবং পাঠকরা একে অসাধারণ কল্পনা ও রোমান্টিক শক্তির নিদর্শন হিসেবে গ্রহণ করেন। তাই প্রকাশনায় বায়রনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

6
Updated: 1 month ago
Which mood does Coleridge confess in the early stanzas of the poem “Dejection: an Ode”?
Created: 1 month ago
A
Energetic joy
B
Heartless gloom and blankness
C
Religious ecstasy
D
Fierce anger
কবি শুরুতেই জানান, তার ভেতর এখন এক ধরনের “grief without a pang”—ব্যথাহীন কিন্তু নিস্তেজ দুঃখ, যা শূন্যতা, অন্ধকার ও নিরানন্দে ভরা। তিনি বলেন তিনি সৌন্দর্য দেখছেন, কিন্তু অনুভব করছেন না। এটি এক গভীর বিষণ্ণতা ও নিস্তেজতার স্বীকারোক্তি, যা Romantic কাব্যের আত্মস্বীকারোক্তিমূলক সুরকে তুলে ধরে।

1
Updated: 1 month ago
Why does the Mariner finally bless the sea snakes in The Rime of the Ancient Mariner?
Created: 2 weeks ago
A
To lift the curse and end his punishment
B
Because he realises all creatures are God’s creation
C
To gain favour from the crew for leadership
D
To continue the voyage without obstacles
কবিতায় মেরিনার শেষমেশ সমুদ্রের সাপগুলোকে আশীর্বাদ করেন। এটি তার আধ্যাত্মিক উপলব্ধির প্রতীক। সে বুঝতে পারে যে সব প্রাণী ঈশ্বরের সৃষ্টি, এবং প্রত্যেকটিকে শ্রদ্ধা করা উচিত। তার পূর্বের ভুল ও অপরাধের দায়বোধ ধীরে ধীরে কমতে শুরু করে।
Coleridge এখানে মানবজীবনের নৈতিকতা, প্রকৃতির প্রতি শ্রদ্ধা, এবং আধ্যাত্মিক শিক্ষার গুরুত্ব দেখিয়েছেন। মেরিনারের এই পরিবর্তন তার মুক্তি ও আত্মার শান্তির দিকে নিয়ে যায়।

1
Updated: 2 weeks ago
Which genre best describes Kubla Khan?
Created: 1 month ago
A
Epic narrative
B
Dream poem
C
Mock-heroic
D
Pastoral elegy
Kubla Khan একটি “Dream Poem” বা স্বপ্নকবিতা। কবি আফিমের ঘোরে এক স্বপ্ন দেখে তার কাব্য রচনা শুরু করেছিলেন। তিনি প্রায় ২০০ লাইন লিখতে চেয়েছিলেন, কিন্তু মাঝপথে বাধা পড়ায় এটি মাত্র ৫৪ লাইনে অসম্পূর্ণ থেকে যায়। তাই এটি “Poetic Fragment” নামেও পরিচিত। কবিতায় বাস্তব ও কল্পনা মিলেমিশে যায়। প্রকৃতি, অতিপ্রাকৃত দৃশ্য, রহস্যময় স্থাপত্য সবকিছু মিলে এক ভিন্ন জগতের সৃষ্টি হয়। রোমান্টিক যুগের কল্পনা, রহস্য ও অনুভূতির শ্রেষ্ঠ উদাহরণ এই কবিতা।

1
Updated: 1 month ago