A
By using mathematical precision
B
Through the mixture of beauty and terror
C
By describing everyday events
D
Through humor and irony
উত্তরের বিবরণ
“Kubla Khan”–এ sublime বা মহিমান্বিত অভিজ্ঞতা এসেছে কারণ কোলরিজ সৌন্দর্য ও ভয়ের সমন্বয় করেছেন। বাগান, ফুল, নদীর সৌন্দর্য যেমন আছে, তেমনি ফোয়ারা, খাদ, যুদ্ধের ভবিষ্যদ্বাণী ভয়ের অনুভূতি আনে। এই বৈপরীত্য মানুষকে simultaneously আকর্ষণ ও আতঙ্কিত করে। এটিই Romantic Sublime–এর মূল বৈশিষ্ট্য।

1
Updated: 6 days ago
What kind of movement does the river Alph follow through the landscape?
Created: 6 days ago
A
Straight and direct
B
Rapid and downward
C
Meandering and maze-like
D
Circular and upward
কবিতায় বলা হয়েছে—“Five miles meandering with a mazy motion.” অর্থাৎ Alph নদী পাঁচ মাইল ধরে আঁকাবাঁকা, জটিল পথে প্রবাহিত হয়। এটি প্রকৃতির অনিশ্চয়তা, জটিলতা এবং রহস্যময়তার প্রতীক। নদী জীবনের অগ্রযাত্রার প্রতীক, যার পথ কখনও সরল নয়, বরং জটিল ও অনির্দেশ্য।

1
Updated: 6 days ago
What destination does the river Alph finally reach?
Created: 6 days ago
A
A golden palace
B
A fertile valley
C
A sunless sea
D
A mountain top
Alph নদীটি গুহার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত এক “sunless sea” বা প্রাণহীন সাগরে মিশে যায়। এই সাগর প্রতীকভাবে অন্ধকার, মৃত্যু এবং চূড়ান্ত অজানার ইঙ্গিত দেয়।

1
Updated: 6 days ago
What power moves the ship after the sailors’ death?
Created: 1 week ago
A
The Mariner’s prayers
B
The wind
C
Spirits or supernatural forces
D
The Wedding Guest
নাবিকদের মৃত্যুর পর জাহাজ চলতে থাকে কোনো বাতাস ছাড়াই। আসলে আধ্যাত্মিক আত্মারা জাহাজ চালাচ্ছিল। এটি কোলরিজের অলৌকিক কল্পনার শক্তিশালী উদাহরণ এবং দেখায় যে প্রকৃতি ও আত্মার অদৃশ্য শক্তি মানব জীবনের নিয়ন্ত্রণ করে।

0
Updated: 1 week ago