A
It conveys destruction and finality
B
It suggests eternal creativity
C
It shows the fertility of the land
D
It praises Kubla’s power
উত্তরের বিবরণ
Alph নদীর শেষ পরিণতি হলো সূর্যহীন সাগরে মিশে যাওয়া—“sank in tumult to a lifeless ocean।” এখানে সবকিছুর সমাপ্তি বোঝানো হয়েছে। জীবনের প্রবাহ যতই উজ্জ্বল হোক, একসময় তা মৃত্যুর অন্ধকারে মিশে যায়। এই প্রতীক কোলরিজের কবিতাকে দার্শনিক মাত্রা দেয়। আনন্দ ও সৃজনশীলতা আছে, কিন্তু শেষ আছে ধ্বংস ও সমাপ্তি।

1
Updated: 6 days ago
‘He prayeth best, who loveth best.’ —Who said it?
Created: 3 weeks ago
A
John Milton
B
John Donne
C
Lord Byron
D
S.T. Coleridge
Samuel Taylor Coleridge (1772-1834) ইংরেজি সাহিত্যের Romantic Age-এর অন্যতম প্রসিদ্ধ কবি ও লেখক। তাঁকে Poet of Supernaturalism বলা হয়ে থাকে। প্রশ্নোক্ত চরণটি S.T. Coleridge রচিত The Rime of the Ancient Mariner কবিতা হতে উদ্ধৃত। এ কবিতার কয়েকটি বিখ্যাত চরণ নিম্নরূপ:
• Water, Water, everywhere,
Nor any drop to drink
• Alone, Alone all alone
• He prayeth best who loveth best
• Alone a wide, wide seaalex
• All things both great and small

0
Updated: 3 weeks ago
Where do the following lines occur in? 'Alone, alone, all, all alone, Alone on a wide, wide sea ......'
Created: 12 hours ago
A
The Rime of the Ancient Mariner
B
Kubla Khan
C
The Nightingale
D
The Dungeon
'The Rime of the Ancient Mariner'
কবিতার উক্তি:
-
“Alone, alone, all, all alone,
Alone on a wide sea.” -
“Water, water everywhere,
Not any drop to drink.” -
“He prayeth best, who loveth best
All things both great and small.”
কবিতার বিষয়বস্তু:
-
এই কবিতার লেখক হলেন Samuel Taylor Coleridge, যিনি একজন ইংরেজি কাব্যিক কবি, সমালোচক এবং দার্শনিক।
-
কবিতায় প্রধান চরিত্র Mariner, যিনি যাত্রার সময় একটি albatross হত্যা করেন। এই পাপের কারণে তার জীবনে নানা দুঃখ-সন্ধিক্ষণ আসে।
-
Mariner এক Wedding Guest কে বাধ্য করে তার গল্প শুনতে—কিভাবে সে albatross হত্যা করেছিল, সহযাত্রীদের মৃত্যু, তার কষ্ট এবং শেষ পর্যন্ত ত্রাণ বা প্রায়শ্চিত্ত লাভ।
-
কবিতাটি ৭টি অংশে বিভক্ত এবং প্রথম প্রকাশিত হয় ‘Lyrical Ballads’ (১৭৯৮)-এ, যা William Wordsworth-এর সঙ্গে Coleridge-এর যৌথ কাজ।
প্রধান চরিত্রসমূহ:
-
Mariner
-
Wedding Guest
-
Albatross
-
The Nightmare
-
Life in Death
Samuel Taylor Coleridge :
-
তিনি ইংরেজি Romantic movement-এর একজন গুরুত্বপূর্ণ কবি।
-
তার লেখা ‘Biographia Literaria’ (1817) সাহিত্যে সমালোচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
তাকে বলা হয় Poet of Supernaturalism।
প্রধান রচনাসমূহ:
-
The Rime of the Ancient Mariner
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
Lyrical Ballads
-
On the Constitution of the Church and State
সূত্র: Britannica, Live MCQ Lecture

0
Updated: 12 hours ago
What punishment do the sailors give the Mariner?
Created: 1 week ago
A
Death
B
Imprisonment
C
Albatross hung around his neck
D
Exile
অন্য নাবিকরা আলবাট্রসের মৃতদেহ মেরিনারের গলায় ঝুলিয়ে দেয়। এটি তার অপরাধের প্রতীক ও বোঝা হয়ে দাঁড়ায়।

0
Updated: 1 week ago