A
She represents history
B
She is a goddess figure
C
She symbolizes artistic inspiration
D
She warns Kubla of danger
উত্তরের বিবরণ
কবিতার শেষাংশে Abyssinian maid একটি গুরুত্বপূর্ণ প্রতীক। সে dulcimer বাজাচ্ছিল এবং Mount Abora–এর গান গাইছিল। এই চিত্র কাব্যিক অনুপ্রেরণা ও শিল্পের উৎসের প্রতীক। কোলরিজ দেখাতে চেয়েছেন, সংগীত ও শিল্প কল্পনাকে জাগিয়ে তুলতে পারে। যদি কবি সেই সুর নিজের ভেতরে আনতে পারতেন, তবে তিনি বাতাসে প্রাসাদ গড়তে পারতেন। এটি pure imagination–এর শক্তি।

1
Updated: 6 days ago
What does Mount Abora represent in the poem?
Created: 6 days ago
A
A real Ethiopian mountain
B
A battlefield of Kubla Khan
C
A mythical place of artistic inspiration
D
A religious temple
Mount Abora সম্ভবত Abyssinian (ইথিওপিয়া) থেকে অনুপ্রাণিত। এখানে এটি একটি পৌরাণিক বা কল্পিত পর্বত, যা শিল্প ও সংগীতের উৎসকে নির্দেশ করে। Abyssinian maid যেই গান গাইছিল, তার বিষয় ছিল Mount Abora। তাই এটি pure imagination–এর প্রতীক। এটি বোঝায় যে কবিতা ও সংগীত কল্পনাকে এমন স্থানে নিয়ে যায়, যা বাস্তব নয়, বরং রহস্যময় ও অলৌকিক।

1
Updated: 6 days ago
What does Coleridge call his “shaping spirit” in “Dejection : an Ode”?
Created: 6 days ago
A
Reason
B
Memory
C
Imagination
D
Conscience
কবি তার জন্মগত শক্তি হিসেবে যে ক্ষমতার কথা বলেন, তা হলো Imagination—“My shaping spirit of Imagination।” এ শক্তি তাকে আগে প্রকৃতি থেকে আনন্দ গ্রহণে সাহায্য করত, কিন্তু এখন বিষণ্ণতা তা নিস্তেজ করে ফেলেছে। এটি Romantic যুগে কল্পনার গুরুত্বকে সবচেয়ে স্পষ্টভাবে তুলে ধরে।

2
Updated: 6 days ago
What does the Ancient Mariner shoot?
Created: 4 weeks ago
A
A swan
B
A whale
C
A dove
D
The albatross

1
Updated: 4 weeks ago