A
Classicism
B
Romanticism
C
Modernism
D
Realism
উত্তরের বিবরণ
“Kubla Khan” হলো রোমান্টিক আন্দোলনের এক শ্রেষ্ঠ উদাহরণ। এখানে কল্পনা, রহস্য, প্রকৃতির সৌন্দর্য ও ভয়, স্বপ্ন এবং অতিপ্রাকৃত সব একত্রে এসেছে। রোমান্টিক যুগের কবিরা বিশ্বাস করতেন কল্পনা সত্যকে উন্মোচন করতে পারে। কোলরিজের কবিতায় সেই দৃষ্টিভঙ্গি পরিষ্কার—প্রকৃতি যেমন সৌন্দর্যময়, তেমনি ভয়ঙ্কর; এবং কল্পনা সেই দুই দিককে একত্র করে গভীর অভিজ্ঞতা দেয়।

1
Updated: 6 days ago
How many sailors were there on board with the Mariner?
Created: 1 week ago
A
150
B
180
C
201
D
200
কবিতায় উল্লেখ আছে যে মোট ২০০ জন নাবিক এবং একজন মেরিনার মিলে ২০১ জন যাত্রা করেছিল। পরে ২০০ জনই মারা যায় এবং কেবল প্রাচীন মেরিনার জীবিত থাকে। এ কারণেই সে তার অপরাধবোধের বোঝা নিয়ে আজীবন গল্প শুনিয়ে বেড়ায়।

1
Updated: 1 week ago
According to Coleridge, what is the element that unites man with Nature?
Created: 6 days ago
A
Reason
B
Fear
C
Joy
D
Memory
কবি বারবার বলেন যে প্রকৃতির সাথে মানুষের একীভূত হবার মাধ্যম হলো আনন্দ (Joy)। Joy–কেই তিনি “the spirit and the power” বলেছেন, যা প্রকৃতিকে আমাদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করে। কেবল আনন্দপূর্ণ আত্মাই প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করতে পারে।

1
Updated: 6 days ago
Who are the crew of the spectre-ship?
Created: 1 week ago
A
Angels
B
Ghosts
C
Death and Life-in-Death
D
Fairies
ভূতুড়ে জাহাজে আসে “Death” এবং “Life-in-Death।” তারা পাশা খেলে নাবিকদের জীবন কেড়ে নেয়। “Death” নাবিকদের পায়, আর “Life-in-Death” মেরিনারকে জিতে নেয়। ফলে মেরিনার মৃত্যুর পরিবর্তে জীবন্ত মৃত্যুর যন্ত্রণায় আজীবন পুড়তে থাকে।

0
Updated: 1 week ago