A
Historical architecture
B
Political tyranny
C
The power of human imagination
D
Religious devotion
উত্তরের বিবরণ
“Pleasure-dome” বা আনন্দ-প্রাসাদ আসলে কল্পনার প্রতীক। এটি কেবল ঐতিহাসিক কুবলাই খানের প্রাসাদের বর্ণনা নয়, বরং কবির মনে সৃষ্ট এক কল্পনার জগৎ। কোলরিজ দেখাতে চেয়েছেন কিভাবে কল্পনার শক্তি বাস্তবকে অতিক্রম করে এক অলৌকিক সৌন্দর্য তৈরি করে। প্রাসাদটি তাই সৃজনশীলতা, শিল্প ও কবিতার ক্ষমতার প্রতীক, যা সময় ও ইতিহাসের বাইরে দাঁড়ায়।

1
Updated: 6 days ago
“He prayeth best who loveth best, all things both great and small” was quoted by-
Created: 1 week ago
A
William Wordsworth
B
P. B. Shelley
C
Lord Alfred Tennyson
D
Samuel Taylor Coleridge
English
English Grammar
English Literature
Samuel Taylor Coleridge (1772-1834)
No subjects available.
Famous Quotations
From Samuel Taylor Coleridge’s poems:
-
“Alone, alone, all, all alone,
Alone on a wide sea.” -
“Water, water everywhere,
Not any drop to drink.” -
“He prayeth best, who loveth best
all things both great and small.”
Samuel Taylor Coleridge (1772–1834)
-
Coleridge ছিলেন একজন ইংরেজ কবি, সাহিত্য সমালোচক এবং দার্শনিক।
-
তিনি তার কবিতায় একটি সুরুচিপূর্ণ লিরিকাল স্টাইল প্রতিষ্ঠা করেছেন, যা পরবর্তী অনেক কবির ওপর প্রভাব ফেলেছে।
-
Lyrical Ballads (১৭৯৮) – উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে প্রকাশিত; এতে অন্তর্ভুক্ত বিখ্যাত কবিতা The Rime of the Ancient Mariner এবং Frost at Midnight, যা ইংরেজি রোমান্টিসিজমের সূচনা করেছে।
-
Biographia Literaria (১৮১৭, ২ খণ্ড) – রোমান্টিক যুগের সাধারণ সাহিত্য সমালোচনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
Notable Works
-
Biographia Literaria
-
Christabel
-
Kubla Khan
-
Dejection: An Ode
-
The Rime of the Ancient Mariner
-
Frost at Midnight
-
On the Constitution of the Church and State
Sources:
-
Britannica
-
Goodreads

0
Updated: 1 week ago
How does Coleridge describe his own state compared to the past?
Created: 6 days ago
A
He feels more inspired now
B
He once had joy but now has lost it
C
He has always lacked imagination
D
He now enjoys prosperity
Coleridge স্মরণ করেন, একসময় তিনি দুঃখের মাঝেও কল্পনা থেকে আনন্দ পেতেন। কিন্তু এখন দুঃখ তার কল্পনাশক্তি ম্লান করে দিয়েছে। তিনি বলেন—“each visitation suspends what nature gave me at my birth, / My shaping spirit of Imagination।” অর্থাৎ তিনি এখন আর আনন্দ বা সৃষ্টিশীলতা অনুভব করতে পারেন না।

1
Updated: 6 days ago
What literary device is used in “Water, water, every where”?
Created: 1 week ago
A
Simile
B
Metaphor
C
Repetition (and irony)
D
Hyperbole
একই শব্দ বারবার ব্যবহারের ফলে এটি repetition। চারপাশে পানি থেকেও পান করার উপায় না থাকা irony তৈরি করে।

0
Updated: 1 week ago