What figure of speech is used in “woman wailing for her demon-lover”?
A
Simile
B
Metaphor
C
Alliteration
D
Personification
উত্তরের বিবরণ
এখানে প্রকৃতির এক অংশকে এক নারীর রূপে কল্পনা করা হয়েছে, যে তার দৈত্য–প্রেমিকের জন্য ক্রন্দন করছে। এটি Personification—অমানবিক জিনিসকে মানবিক রূপ দেওয়া। Coleridge এর মাধ্যমে প্রকৃতির রহস্যময় ও ভীতিপ্রদ চরিত্রকে শক্তিশালীভাবে প্রকাশ করেছেন। এতে প্রকৃতিকে এক জীবন্ত, আবেগময় চরিত্র হিসেবে দেখা যায়।

5
Updated: 1 month ago
For whom does Coleridge finally pray at the end of the poem?
Created: 1 month ago
A
His wife Sara Fricker
B
His beloved Sara Hutchinson
C
His children
D
His friend Wordsworth
শেষ অংশে Coleridge প্রার্থনা করেন Sara Hutchinson–এর জন্য, যাকে তিনি “O Lady” বলে সম্বোধন করেছেন। তিনি চান তার জীবনে আনন্দ, শান্তি ও প্রেরণা ভরে থাকুক। তিনি বলেন—“With light heart may she rise… Joy lift her spirit, joy attune her voice।” নিজের দুঃখের মাঝেও অন্যের সুখের কামনা কবিতাটিকে আরও আবেগপূর্ণ করেছে।

1
Updated: 1 month ago
What happens to the sailors after the dice game?
Created: 1 month ago
A
They die
B
They escape
C
They sleep
D
They curse the Mariner
পাশা খেলার পর “Death” নাবিকদের জয় করে। ফলে ২০০ নাবিক একে একে মারা যায় এবং মেরিনার একা বেঁচে থাকে।

0
Updated: 1 month ago
Who curses the Mariner after killing the Albatross?
Created: 1 month ago
A
The sea
B
The sailors
C
The spirit of the Albatross
D
The Mariner himself
আলবাট্রস হত্যার পর প্রথমে নাবিকেরা মেরিনারকে অভিশাপ দেয়, কারণ তারা মনে করে এ কাজের জন্যই দুর্ভাগ্য এসেছে। পরে যদিও তারা মত পরিবর্তন করে, তবুও যখন ভয়াবহ তৃষ্ণা ও মৃত্যু তাদের ঘিরে ধরে, তখন তাদের শেষ দৃষ্টিও অভিশাপভরা ছিল। নাবিকদের অভিশাপ মেরিনারের অপরাধবোধ ও যন্ত্রণাকে বহুগুণ বাড়িয়ে দেয়।

1
Updated: 1 month ago