A
A soldier in war
B
A priest chanting prayers
C
A king on his throne
D
An Abyssinian maid playing a dulcimer
উত্তরের বিবরণ
কবিতার শেষ অংশে কোলরিজ বলেন তিনি স্বপ্নে এক Abyssinian maid দেখেছিলেন, যে dulcimer বাজাচ্ছিল এবং Mount Abora নিয়ে গান গাইছিল। এই চিত্র কবির কল্পনা ও সৃষ্টিশীল প্রেরণার প্রতীক। সঙ্গীত এখানে শিল্পের অলৌকিক শক্তির রূপ ধারণ করেছে, যা কবিকে অনুপ্রাণিত করে আকাশে প্রাসাদ গড়তে।

1
Updated: 6 days ago
Why is Kubla Khan considered incomplete?
Created: 6 days ago
A
Coleridge lost interest
B
It was interrupted while writing
C
The manuscript was destroyed
D
It was censored
Coleridge নিজেই বলেছেন যে তিনি আফিম–ঘুম থেকে উঠে কবিতাটি লিখতে শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ একজন ভিজিটর তাঁকে বিরক্ত করলে তাঁর স্বপ্নময় কল্পনা ভেঙে যায়। ফলে কবিতাটি অসম্পূর্ণ থেকে যায়। তাই এটি “fragment” নামে পরিচিত। এই অসম্পূর্ণতাই কবিতাকে আরও রহস্যময় করে তুলেছে।

1
Updated: 6 days ago
The “sunless sea” symbolizes in Kubla Khan-
Created: 6 days ago
A
Fertility and growth
B
Eternal light
C
Joy and peace
D
Death and the unknown
“Sunless sea” বা সূর্যহীন সাগর প্রতীকভাবে অন্ধকার, মৃত্যু, শূন্যতা এবং অজানাকে নির্দেশ করে। Alph নদী প্রবাহিত হয়ে গিয়ে সেই সাগরে মিশে যায়। অর্থাৎ জীবনের সমস্ত প্রবাহ এক সময় মৃত্যুতে মিলিয়ে যায়। কোলরিজ এখানে প্রাকৃতিক সৌন্দর্য ও ভয়ঙ্কর সমাপ্তিকে পাশাপাশি স্থাপন করেছেন। এটি কবিতার দার্শনিক মাত্রা বাড়ায়।

1
Updated: 6 days ago
Which contrasting elements are united in the image of the pleasure-dome?
Created: 6 days ago
A
Love and hatred
B
Light and darkness
C
Heat and cold
D
Music and silence
Pleasure-dome–এ paradoxical imagery দেখা যায়—“sunny dome with caves of ice।” এখানে একদিকে সূর্যের উষ্ণতা, অন্যদিকে বরফের ঠাণ্ডা। দুটি বিপরীত উপাদান একসাথে থেকে কল্পনার রহস্যকে বাড়িয়েছে। Romanticism–এ প্রকৃতি ও মানুষের কল্পনা প্রায়ই বৈপরীত্যের সমন্বয় করে এক অলৌকিক অভিজ্ঞতা দেয়। এ কারণেই গম্বুজটি এত শক্তিশালী প্রতীক।

2
Updated: 6 days ago