What is the role of water imagery in Kubla Khan?
A
It symbolizes both creation and destruction
B
It represents purity only
C
It shows Kubla’s wealth
D
It is irrelevant
উত্তরের বিবরণ
কবিতায় পানি বা জলের চিত্র দুইভাবে এসেছে। একদিকে Alph নদী উর্বর জমি ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক, অন্যদিকে ফোয়ারা আর সূর্যহীন সাগর ধ্বংস ও মৃত্যুর প্রতীক। জলের এই দ্বৈততা Romantic Sublime–এর মূল বৈশিষ্ট্য—প্রকৃতি একইসাথে জীবনদায়ক এবং ধ্বংসাত্মক। Coleridge দেখাতে চেয়েছেন কল্পনার শক্তিও একইভাবে সৃজনশীল ও ভয়াবহ হতে পারে।

1
Updated: 1 month ago
What does Coleridge call his “shaping spirit” in “Dejection : an Ode”?
Created: 1 month ago
A
Reason
B
Memory
C
Imagination
D
Conscience
কবি তার জন্মগত শক্তি হিসেবে যে ক্ষমতার কথা বলেন, তা হলো Imagination—“My shaping spirit of Imagination।” এ শক্তি তাকে আগে প্রকৃতি থেকে আনন্দ গ্রহণে সাহায্য করত, কিন্তু এখন বিষণ্ণতা তা নিস্তেজ করে ফেলেছে। এটি Romantic যুগে কল্পনার গুরুত্বকে সবচেয়ে স্পষ্টভাবে তুলে ধরে।

2
Updated: 1 month ago
Why does the Mariner finally bless the sea snakes in The Rime of the Ancient Mariner?
Created: 2 weeks ago
A
To lift the curse and end his punishment
B
Because he realises all creatures are God’s creation
C
To gain favour from the crew for leadership
D
To continue the voyage without obstacles
কবিতায় মেরিনার শেষমেশ সমুদ্রের সাপগুলোকে আশীর্বাদ করেন। এটি তার আধ্যাত্মিক উপলব্ধির প্রতীক। সে বুঝতে পারে যে সব প্রাণী ঈশ্বরের সৃষ্টি, এবং প্রত্যেকটিকে শ্রদ্ধা করা উচিত। তার পূর্বের ভুল ও অপরাধের দায়বোধ ধীরে ধীরে কমতে শুরু করে।
Coleridge এখানে মানবজীবনের নৈতিকতা, প্রকৃতির প্রতি শ্রদ্ধা, এবং আধ্যাত্মিক শিক্ষার গুরুত্ব দেখিয়েছেন। মেরিনারের এই পরিবর্তন তার মুক্তি ও আত্মার শান্তির দিকে নিয়ে যায়।

1
Updated: 2 weeks ago
Who wrote Dejection: An Ode?
Created: 2 months ago
A
Samuel Taylor Coleridge
B
William Wordsworth
C
John Keats
D
Percy Shelley

0
Updated: 2 months ago