Why is Kubla Khan often called a “dream vision”?
A
It is a historical account
B
It describes a real palace
C
It originated from Coleridge’s opium dream
D
It follows classical epic structure
উত্তরের বিবরণ
কোলরিজ নিজেই বলেছেন যে আফিম খাওয়ার পর ঘুমের মধ্যে তিনি স্বপ্নে এই দৃশ্যগুলো দেখেছিলেন। জেগে উঠে তিনি লিখতে শুরু করেন কিন্তু কেউ তাকে বিরক্ত করলে কবিতাটি অসম্পূর্ণ থেকে যায়। তাই Kubla Khan–কে dream vision বলা হয়। এটি মানুষের কল্পনা, স্বপ্ন ও অবচেতন মানসিক অভিজ্ঞতার এক অনন্য শিল্পরূপ।

1
Updated: 1 month ago
What supernatural event saves the Mariner after blessing the snakes?
Created: 1 month ago
A
The sea dries up
B
The Albatross falls from his neck
C
Death returns
D
The sailors come back to life
যখন মেরিনার সমুদ্রের সাপেদের সৌন্দর্য উপলব্ধি করে তাদের আশীর্বাদ করে, তখন সে প্রথমবার প্রার্থনা করতে সক্ষম হয়। ঠিক সেই মুহূর্তে তার গলা থেকে আলবাট্রসের মৃতদেহ পড়ে যায়। এটি তার পাপমোচনের সূচনা নির্দেশ করে।

0
Updated: 1 month ago
Which river is mentioned in the poem "Kubla Khan"?
Created: 1 month ago
A
Amazon
B
Nile
C
Alph
D
Thames
In "Kubla Khan," Coleridge introduces the River Alph as a central element of his poetic imagination. এটি বাস্তব কোনো নদী নয়, বরং কবির fictional invention, যা বোঝায় যে যদিও কবিতার setting বাস্তব ইতিহাসের সাথে সম্পর্কিত, কিন্তু পুরো কাজটি মূলত কল্পনার উপর ভিত্তি করে।
-
Fictional Invention: The sacred river Alph is a creation of Coleridge’s imagination, not a real geographical location. এটি গুরুত্বপূর্ণ কারণ এটি পাঠককে সতর্ক করে দেয় যে কবিতার ভৌগোলিক দিকটি বাস্তব হলেও, এর মধ্যে রয়েছে কবির সৃজনশীল কল্পনা।
-
Symbolism of Creativity: River Alph symbolizes the flow of creativity and inspiration. এর "ceaseless turmoil" এবং অপ্রত্যাশিত course দেখায় শিল্পী কিভাবে inspiration এর সাথে কাজ করেন—কখনও এটি wild এবং violent, আবার কখনও placid এবং meandering। This dual nature reflects the unpredictable and dynamic essence of artistic creativity।

0
Updated: 2 weeks ago
What is the setting of Kubla Khan?
Created: 2 months ago
A
Xanadu
B
Venice
C
London
D
Rome

0
Updated: 2 months ago