A
Straight and direct
B
Rapid and downward
C
Meandering and maze-like
D
Circular and upward
উত্তরের বিবরণ
কবিতায় বলা হয়েছে—“Five miles meandering with a mazy motion.” অর্থাৎ Alph নদী পাঁচ মাইল ধরে আঁকাবাঁকা, জটিল পথে প্রবাহিত হয়। এটি প্রকৃতির অনিশ্চয়তা, জটিলতা এবং রহস্যময়তার প্রতীক। নদী জীবনের অগ্রযাত্রার প্রতীক, যার পথ কখনও সরল নয়, বরং জটিল ও অনির্দেশ্য।

1
Updated: 6 days ago
How does the Wedding Guest feel after hearing the story?
Created: 1 week ago
A
Angry
B
Sleepy
C
Sadder and wiser
D
Confused
গল্প শেষ হওয়ার পর Wedding Guest তার বিয়েতে আর যোগ দেয় না। সে গভীরভাবে প্রভাবিত হয়ে যায়, এবং জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। সে হয়ে ওঠে “wiser and sadder man”—অর্থাৎ জ্ঞানী ও গম্ভীর। এটি কোলরিজের নৈতিক শিক্ষার প্রতিফলন।

0
Updated: 1 week ago
What is the Mariner’s eternal punishment even after returning home?
Created: 1 week ago
A
To be alone forever
B
To never sail again
C
To wander the world retelling his tale to chosen listeners
D
To remain silent always
মেরিনারের হৃদয়ে যন্ত্রণা জাগে, যা কেবল কাউকে গল্প বললেই লাঘব হয়। তাই সে পৃথিবীজুড়ে ঘুরে বেড়ায় ও তার ভয়ংকর অভিজ্ঞতার কাহিনি শোনায়।

0
Updated: 1 week ago
What does Coleridge call his present grief in Section II of “Dejection : an Ode”?
Created: 6 days ago
A
“A pang of despair”
B
“A grief without a pang”
C
“A sorrow of love”
D
“A pain of the soul”
কবি নিজের দুঃখকে বলেন—“A grief without a pang, void, dark, and drear।” অর্থাৎ এটি এমন শোক যার কোনো তীব্র ব্যথা নেই, বরং শূন্যতা, অন্ধকার আর নিস্তেজতা। Coleridge বোঝাতে চেয়েছেন, তার দুঃখ কোনো উচ্ছ্বাস বা কাঁদার সুযোগ দিচ্ছে না, বরং নিস্তব্ধভাবে তার মনকে অবশ করে রাখছে। এই বর্ণনা কবির মানসিক অবসাদকে গভীরভাবে প্রকাশ করে।

2
Updated: 6 days ago