A
Fertility and growth
B
Eternal light
C
Joy and peace
D
Death and the unknown
উত্তরের বিবরণ
“Sunless sea” বা সূর্যহীন সাগর প্রতীকভাবে অন্ধকার, মৃত্যু, শূন্যতা এবং অজানাকে নির্দেশ করে। Alph নদী প্রবাহিত হয়ে গিয়ে সেই সাগরে মিশে যায়। অর্থাৎ জীবনের সমস্ত প্রবাহ এক সময় মৃত্যুতে মিলিয়ে যায়। কোলরিজ এখানে প্রাকৃতিক সৌন্দর্য ও ভয়ঙ্কর সমাপ্তিকে পাশাপাশি স্থাপন করেছেন। এটি কবিতার দার্শনিক মাত্রা বাড়ায়।

1
Updated: 6 days ago
Who inspired Coleridge to publish Kubla Khan in 1816?
Created: 6 days ago
A
John Murray
B
Thomas De Quincey
C
George Gordon Byron
D
William Wordsworth
Kubla Khan প্রথম প্রকাশিত হয় ১৮১৬ সালে, লর্ড বায়রনের উৎসাহে। কোলরিজ কবিতাটিকে “একটি ভিশনারি ফ্র্যাগমেন্ট” বা অসম্পূর্ণ স্বপ্নকাব্য হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি নিজে প্রকাশ করতে দ্বিধায় ছিলেন, কারণ মনে করতেন এটি অসম্পূর্ণ। কিন্তু বায়রন তাকে উৎসাহ দেন এবং পাঠকরা একে অসাধারণ কল্পনা ও রোমান্টিক শক্তির নিদর্শন হিসেবে গ্রহণ করেন। তাই প্রকাশনায় বায়রনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

1
Updated: 6 days ago
Which old ballad is quoted in the opening of Dejection: An Ode?
Created: 6 days ago
A
Sir Gawain and the Green Knight
B
Sir Patrick Spence
C
Tam Lin
D
Beowulf
Coleridge কবিতার শুরুতে “Sir Patrick Spence” নামক পুরোনো ব্যালাড থেকে উদ্ধৃতি এনেছেন। সেখানে বলা হয় নতুন চাঁদ পুরোনো চাঁদকে কোলে নিয়ে আছে মানেই ঝড় আসছে। Coleridge এই উদ্ধৃতি ব্যবহার করে প্রকৃতির ঝড় ও নিজের অন্তরের মানসিক ঝড়ের মিল দেখিয়েছেন। এতে শুরু থেকেই কবিতার বিষণ্ণ, অশান্ত ও গম্ভীর পরিবেশ তৈরি হয়।

1
Updated: 6 days ago
When was Kubla Khan written, according to Coleridge?
Created: 6 days ago
A
1797
B
1816
C
1798
D
1802
কোলরিজ স্বয়ং বলেছেন তিনি ১৭৯৭ সালে Kubla Khan রচনা শুরু করেছিলেন। তখন তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসার জন্য আফিম খেতেন। আফিম-প্রভাবিত স্বপ্নেই তার মনে জ্যানাডুর জাদুকরী দৃশ্য আসে। তিনি প্রায় ২০০ লাইন লিখতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ অতিথি আসায় কবিতাটি অসম্পূর্ণ থেকে যায় ৫৪ লাইন পর্যন্ত। পরবর্তীতে এটি ১৮১৬ সালে প্রকাশিত হয়। ফলে রচনার সাল ও প্রকাশনার সালের পার্থক্য বোঝা জরুরি। এটি রোমান্টিক যুগের একটি স্বপ্ন-প্রসূত সৃজনশীল কাব্যখণ্ড।

1
Updated: 6 days ago