A
Ancestral voices predicting war
B
Voices of angels
C
Songs of maidens
D
Echoes of dead kings
উত্তরের বিবরণ
কবিতায় বলা হয়েছে—“Kubla heard from far / Ancestral voices prophesying war!”। এখানে কুবলাই খানের পূর্বপুরুষদের কণ্ঠস্বর শোনা যায়, যারা যুদ্ধের পূর্বাভাস দেয়। এই অংশ রাজনৈতিক শক্তি ও ধ্বংসের চিহ্ন বহন করে। আনন্দ–প্রাসাদের শান্তির সাথে যুদ্ধের পূর্বাভাস এক গভীর বৈপরীত্য তৈরি করে, যা মানুষের সভ্যতার ভঙ্গুরতা প্রকাশ করে।

1
Updated: 6 days ago
How does the sea appear after the Albatross is killed?
Created: 1 week ago
A
Calm and blue
B
Rotting, full of slimy creatures
C
Green and fertile
D
Covered with ice
আলবাট্রস হত্যার পর সমুদ্র পচা অবস্থায় রূপ নেয়। সাপ-বিচ্ছুর মতো ভয়ংকর প্রাণী দেখা যায়। এটি দেখায় যে প্রকৃতিকে অপমান করলে সে ভয়ংকর রূপ ধারণ করে এবং শাস্তি আনে।

0
Updated: 1 week ago
When was Kubla Khan written, according to Coleridge?
Created: 6 days ago
A
1797
B
1816
C
1798
D
1802
কোলরিজ স্বয়ং বলেছেন তিনি ১৭৯৭ সালে Kubla Khan রচনা শুরু করেছিলেন। তখন তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসার জন্য আফিম খেতেন। আফিম-প্রভাবিত স্বপ্নেই তার মনে জ্যানাডুর জাদুকরী দৃশ্য আসে। তিনি প্রায় ২০০ লাইন লিখতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ অতিথি আসায় কবিতাটি অসম্পূর্ণ থেকে যায় ৫৪ লাইন পর্যন্ত। পরবর্তীতে এটি ১৮১৬ সালে প্রকাশিত হয়। ফলে রচনার সাল ও প্রকাশনার সালের পার্থক্য বোঝা জরুরি। এটি রোমান্টিক যুগের একটি স্বপ্ন-প্রসূত সৃজনশীল কাব্যখণ্ড।

1
Updated: 6 days ago
What is the central theme of Dejection: An Ode?
Created: 6 days ago
A
Political revolution
B
Decline of imagination and search for joy
C
Scientific exploration
D
Celebration of war
পুরো কবিতার কেন্দ্রীয় থিম হলো কবির নিজের কল্পনাশক্তির হ্রাস ও হারানো আনন্দ ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। Coleridge প্রকৃতিকে দেখছেন, কিন্তু অনুভব করতে পারছেন না। তিনি জানেন, প্রকৃতির সৌন্দর্য ভেতরের আনন্দ ছাড়া মৃত। তাই কবিতাটি এক আত্মস্বীকারোক্তি—তিনি আনন্দ হারিয়েছেন, তবে অন্যের আনন্দ কামনা করছেন। এটি Romantic কবিতার সবচেয়ে আন্তরিক ও ব্যক্তিগত সুরগুলির একটি।

1
Updated: 6 days ago