A
Joyful peace
B
Romantic terror
C
Political pride
D
Agricultural abundance
উত্তরের বিবরণ
চাসম বা খাদ বর্ণনায় কোলরিজ বলেন এটি একইসাথে বন্য, পবিত্র ও জাদুময়—যেখানে এক নারী তার দৈত্য–প্রেমিকের জন্য কাঁদছে। এই দৃশ্য পাঠকের মনে ভয় ও বিস্ময় মেশানো আবেগ সৃষ্টি করে, যাকে Romantic Sublime বলা হয়। প্রকৃতির এমন চিত্র মানুষকে simultaneously আকর্ষণ করে আবার ভীতিও জাগায়। কোলরিজের রোমান্টিক দর্শনের মূল ছিল—প্রকৃতির সৌন্দর্য ও ভয়ের দ্বৈত অভিজ্ঞতা।

2
Updated: 6 days ago
The deep chasm is described as—
Created: 6 days ago
A
Savage, holy, and enchanted
B
Peaceful and silent
C
Joyful and fertile
D
Empty and lifeless
কোলরিজ খাদটিকে বর্ণনা করেছেন paradoxical বা বৈপরীত্যপূর্ণভাবে—“A savage place! as holy and enchanted.” অর্থাৎ এটি একইসাথে ভয়ঙ্কর এবং পবিত্র। এই দ্বৈততা প্রকৃতির রহস্যময় শক্তির প্রতীক।

2
Updated: 6 days ago
For whom does Coleridge finally pray at the end of the poem?
Created: 6 days ago
A
His wife Sara Fricker
B
His beloved Sara Hutchinson
C
His children
D
His friend Wordsworth
শেষ অংশে Coleridge প্রার্থনা করেন Sara Hutchinson–এর জন্য, যাকে তিনি “O Lady” বলে সম্বোধন করেছেন। তিনি চান তার জীবনে আনন্দ, শান্তি ও প্রেরণা ভরে থাকুক। তিনি বলেন—“With light heart may she rise… Joy lift her spirit, joy attune her voice।” নিজের দুঃখের মাঝেও অন্যের সুখের কামনা কবিতাটিকে আরও আবেগপূর্ণ করেছে।

1
Updated: 6 days ago
What supernatural event saves the Mariner after blessing the snakes?
Created: 1 week ago
A
The sea dries up
B
The Albatross falls from his neck
C
Death returns
D
The sailors come back to life
যখন মেরিনার সমুদ্রের সাপেদের সৌন্দর্য উপলব্ধি করে তাদের আশীর্বাদ করে, তখন সে প্রথমবার প্রার্থনা করতে সক্ষম হয়। ঠিক সেই মুহূর্তে তার গলা থেকে আলবাট্রসের মৃতদেহ পড়ে যায়। এটি তার পাপমোচনের সূচনা নির্দেশ করে।

0
Updated: 1 week ago