Which contrasting elements are united in the image of the pleasure-dome?
A
Love and hatred
B
Light and darkness
C
Heat and cold
D
Music and silence
উত্তরের বিবরণ
Pleasure-dome–এ paradoxical imagery দেখা যায়—“sunny dome with caves of ice।” এখানে একদিকে সূর্যের উষ্ণতা, অন্যদিকে বরফের ঠাণ্ডা। দুটি বিপরীত উপাদান একসাথে থেকে কল্পনার রহস্যকে বাড়িয়েছে। Romanticism–এ প্রকৃতি ও মানুষের কল্পনা প্রায়ই বৈপরীত্যের সমন্বয় করে এক অলৌকিক অভিজ্ঞতা দেয়। এ কারণেই গম্বুজটি এত শক্তিশালী প্রতীক।

2
Updated: 1 month ago
Which river is described in Coleridge’s Kubla Khan?
Created: 1 month ago
A
Thames
B
Alph
C
Nile
D
Ganges
কবিতায় কোলরিজ “Alph” নামক এক কাল্পনিক নদীর কথা বলেছেন। এটি কোনো বাস্তব নদী নয়, বরং কল্পনা থেকে সৃষ্টি। নদীটি অসীম গুহার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে সূর্যহীন সাগরে মিশে যায়। Alph নামটি সম্ভবত গ্রিক অক্ষর Alpha থেকে এসেছে, যা শুরু বা উৎসকে নির্দেশ করে।

1
Updated: 1 month ago
Where does the initial encounter occur in the poem “The Rime of The Ancient Mariner”?
Created: 1 month ago
A
In the open air.
B
At sea.
C
Inside a chapel.
D
At a wedding reception.
কবিতাটি শুরু হয় নিম্নলিখিত লাইন দিয়ে যেখানে আমরা দেখি এক ancient mariner একজন বিয়ের অতিথিকে থামিয়ে দেয় এবং তার কাহিনি বলার জন্য উদ্যোগী হয়।
-
এখানে দেখা যায়, wedding feast বা reception-এর সময় অতিথিদের মধ্যে থেকে একজনকে বেছে নেয় Mariner।
-
Mariner-এর long grey beard এবং glittering eye তাকে রহস্যময় এবং অদ্ভুত করে তোলে, যা wedding guest-কে থামতে বাধ্য করে।
-
কবিতার opening setting স্পষ্টতই একটি wedding house যেখানে আনন্দ–উৎসব, feast এবং merry din চলছে।
-
কিন্তু এই joyous occasion-এর মধ্যেই শুরু হয় এক ভিন্ন গল্পের যাত্রা, যেখানে wedding guest শোনে Mariner-এর extraordinary sea voyage and sufferings।
অর্থাৎ, শুরু থেকেই কবি Coleridge আনন্দঘন wedding scene-এর বিপরীতে এক ভয়াবহ এবং রহস্যময় narrative-এর সূচনা ঘটান।

0
Updated: 2 weeks ago
Why does the Mariner finally bless the sea snakes in The Rime of the Ancient Mariner?
Created: 2 weeks ago
A
To lift the curse and end his punishment
B
Because he realises all creatures are God’s creation
C
To gain favour from the crew for leadership
D
To continue the voyage without obstacles
কবিতায় মেরিনার শেষমেশ সমুদ্রের সাপগুলোকে আশীর্বাদ করেন। এটি তার আধ্যাত্মিক উপলব্ধির প্রতীক। সে বুঝতে পারে যে সব প্রাণী ঈশ্বরের সৃষ্টি, এবং প্রত্যেকটিকে শ্রদ্ধা করা উচিত। তার পূর্বের ভুল ও অপরাধের দায়বোধ ধীরে ধীরে কমতে শুরু করে।
Coleridge এখানে মানবজীবনের নৈতিকতা, প্রকৃতির প্রতি শ্রদ্ধা, এবং আধ্যাত্মিক শিক্ষার গুরুত্ব দেখিয়েছেন। মেরিনারের এই পরিবর্তন তার মুক্তি ও আত্মার শান্তির দিকে নিয়ে যায়।

1
Updated: 2 weeks ago