What literary movement does Kubla Khan exemplify most strongly?
A
Classicism
B
Romanticism
C
Modernism
D
Realism
উত্তরের বিবরণ
“Kubla Khan” হলো রোমান্টিক আন্দোলনের এক শ্রেষ্ঠ উদাহরণ। এখানে কল্পনা, রহস্য, প্রকৃতির সৌন্দর্য ও ভয়, স্বপ্ন এবং অতিপ্রাকৃত সব একত্রে এসেছে। রোমান্টিক যুগের কবিরা বিশ্বাস করতেন কল্পনা সত্যকে উন্মোচন করতে পারে। কোলরিজের কবিতায় সেই দৃষ্টিভঙ্গি পরিষ্কার—প্রকৃতি যেমন সৌন্দর্যময়, তেমনি ভয়ঙ্কর; এবং কল্পনা সেই দুই দিককে একত্র করে গভীর অভিজ্ঞতা দেয়।

1
Updated: 1 month ago
Which genre best describes Kubla Khan?
Created: 1 month ago
A
Epic narrative
B
Dream poem
C
Mock-heroic
D
Pastoral elegy
Kubla Khan একটি “Dream Poem” বা স্বপ্নকবিতা। কবি আফিমের ঘোরে এক স্বপ্ন দেখে তার কাব্য রচনা শুরু করেছিলেন। তিনি প্রায় ২০০ লাইন লিখতে চেয়েছিলেন, কিন্তু মাঝপথে বাধা পড়ায় এটি মাত্র ৫৪ লাইনে অসম্পূর্ণ থেকে যায়। তাই এটি “Poetic Fragment” নামেও পরিচিত। কবিতায় বাস্তব ও কল্পনা মিলেমিশে যায়। প্রকৃতি, অতিপ্রাকৃত দৃশ্য, রহস্যময় স্থাপত্য সবকিছু মিলে এক ভিন্ন জগতের সৃষ্টি হয়। রোমান্টিক যুগের কল্পনা, রহস্য ও অনুভূতির শ্রেষ্ঠ উদাহরণ এই কবিতা।

1
Updated: 1 month ago
Why does the Pilot faint when he hears the Mariner’s voice?
Created: 1 month ago
A
Because he was sick
B
Because he thought the Mariner was a ghost
C
Because he was terrified by the supernatural experience of the sinking ship
D
Because he was too old
মেরিনারের জাহাজ ডুবে যাওয়ার সময় প্রচণ্ড শব্দে চারদিক কেঁপে ওঠে। পাইলট ভয় পেয়ে ভাবে সে ভূত দেখছে। মেরিনারের কণ্ঠস্বর তাকে আরও আতঙ্কিত করে তোলে।

0
Updated: 1 month ago
When was Kubla Khan written, according to Coleridge?
Created: 1 month ago
A
1797
B
1816
C
1798
D
1802
কোলরিজ স্বয়ং বলেছেন তিনি ১৭৯৭ সালে Kubla Khan রচনা শুরু করেছিলেন। তখন তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসার জন্য আফিম খেতেন। আফিম-প্রভাবিত স্বপ্নেই তার মনে জ্যানাডুর জাদুকরী দৃশ্য আসে। তিনি প্রায় ২০০ লাইন লিখতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ অতিথি আসায় কবিতাটি অসম্পূর্ণ থেকে যায় ৫৪ লাইন পর্যন্ত। পরবর্তীতে এটি ১৮১৬ সালে প্রকাশিত হয়। ফলে রচনার সাল ও প্রকাশনার সালের পার্থক্য বোঝা জরুরি। এটি রোমান্টিক যুগের একটি স্বপ্ন-প্রসূত সৃজনশীল কাব্যখণ্ড।

2
Updated: 1 month ago