A
A prophet crying
B
A ghost rising from river
C
A child lost in forest
D
A woman wailing for her demon-lover
উত্তরের বিবরণ
চাসম বা খাদ বর্ণনার সময় কোলরিজ বলেছেন, “By woman wailing for her demon-lover!” এই চিত্রটি প্রাচীন লোককাহিনির মতো, যেখানে অতিপ্রাকৃত প্রেম ও বেদনার প্রতীক পাওয়া যায়।

1
Updated: 6 days ago
What is the role of water imagery in Kubla Khan?
Created: 6 days ago
A
It symbolizes both creation and destruction
B
It represents purity only
C
It shows Kubla’s wealth
D
It is irrelevant
কবিতায় পানি বা জলের চিত্র দুইভাবে এসেছে। একদিকে Alph নদী উর্বর জমি ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক, অন্যদিকে ফোয়ারা আর সূর্যহীন সাগর ধ্বংস ও মৃত্যুর প্রতীক। জলের এই দ্বৈততা Romantic Sublime–এর মূল বৈশিষ্ট্য—প্রকৃতি একইসাথে জীবনদায়ক এবং ধ্বংসাত্মক। Coleridge দেখাতে চেয়েছেন কল্পনার শক্তিও একইভাবে সৃজনশীল ও ভয়াবহ হতে পারে।

1
Updated: 6 days ago
Who wrote The Rime of the Ancient Mariner?
Created: 4 weeks ago
A
Samuel Taylor Coleridge
B
William Wordsworth
C
John Keats
D
Percy Shelley

0
Updated: 4 weeks ago
What kind of movement does the river Alph follow through the landscape?
Created: 6 days ago
A
Straight and direct
B
Rapid and downward
C
Meandering and maze-like
D
Circular and upward
কবিতায় বলা হয়েছে—“Five miles meandering with a mazy motion.” অর্থাৎ Alph নদী পাঁচ মাইল ধরে আঁকাবাঁকা, জটিল পথে প্রবাহিত হয়। এটি প্রকৃতির অনিশ্চয়তা, জটিলতা এবং রহস্যময়তার প্রতীক। নদী জীবনের অগ্রযাত্রার প্রতীক, যার পথ কখনও সরল নয়, বরং জটিল ও অনির্দেশ্য।

1
Updated: 6 days ago