What is the overall structure of Kubla Khan often considered?
A
A completed epic
B
A pastoral lyric
C
A narrative ballad
D
A poetic fragment
উত্তরের বিবরণ
“Kubla Khan” সাধারণত একটি fragment বা অসম্পূর্ণ কবিতা হিসেবে বিবেচিত হয়। কোলরিজ নিজেই বলেছেন যে আফিম–ঘুম থেকে উঠে তিনি স্বপ্নে যা লিখতে চেয়েছিলেন, তা অসমাপ্ত থেকে যায়। ফলে এটি একটি অসম্পূর্ণ কিন্তু বিস্ময়কর কল্পনার খণ্ডচিত্র। এই অসম্পূর্ণতাই কবিতার রহস্য ও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।

1
Updated: 1 month ago
“He prayeth best who loveth best, all things both great and small” was quoted by-
Created: 1 month ago
A
William Wordsworth
B
P. B. Shelley
C
Lord Alfred Tennyson
D
Samuel Taylor Coleridge
Famous Quotations
From Samuel Taylor Coleridge’s poems:
-
“Alone, alone, all, all alone,
Alone on a wide sea.” -
“Water, water everywhere,
Not any drop to drink.” -
“He prayeth best, who loveth best
all things both great and small.”
Samuel Taylor Coleridge (1772–1834)
-
Coleridge ছিলেন একজন ইংরেজ কবি, সাহিত্য সমালোচক এবং দার্শনিক।
-
তিনি তার কবিতায় একটি সুরুচিপূর্ণ লিরিকাল স্টাইল প্রতিষ্ঠা করেছেন, যা পরবর্তী অনেক কবির ওপর প্রভাব ফেলেছে।
-
Lyrical Ballads (১৭৯৮) – উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে প্রকাশিত; এতে অন্তর্ভুক্ত বিখ্যাত কবিতা The Rime of the Ancient Mariner এবং Frost at Midnight, যা ইংরেজি রোমান্টিসিজমের সূচনা করেছে।
-
Biographia Literaria (১৮১৭, ২ খণ্ড) – রোমান্টিক যুগের সাধারণ সাহিত্য সমালোচনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
Notable Works
-
Biographia Literaria
-
Christabel
-
Kubla Khan
-
Dejection: An Ode
-
The Rime of the Ancient Mariner
-
Frost at Midnight
-
On the Constitution of the Church and State
Sources:
-
Britannica
-
Goodreads

0
Updated: 1 month ago
What is the moral lesson the Mariner imparts to the Wedding-Guest?
Created: 1 month ago
A
Always be kind to strangers.
B
Respect all of God's creatures and love humankind.
C
Never embark on long sea voyages.
D
Confess your sins immediately.
The poem “The Rime of the Ancient Mariner” explores sin, realization, and penance through the Mariner's journey. নিচে বিষয়গুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো:
-
The Sin: Mariner-এর বিপদ শুরু হয় যখন সে একটি albatross, যা একটি seabird এবং crew-এর জন্য শুভ সংকেত হিসেবে ধরা হতো, অযথা হত্যা করে। এই কাজটি প্রকৃতির বিরুদ্ধে এবং implicitly, ঈশ্বরের বিরুদ্ধে একটি অপরাধ। এর ফলে জাহাজের উপর শাপ নেমে আসে, যা পরে supernatural troubles-এর সম্মুখীন হয়।
-
The Realization: Mariner-এর মুক্তি শুরু হয় তখন, যখন তার একাকী যন্ত্রণার মধ্যে সে জাহাজের চারপাশের sea snakes এর সৌন্দর্যে মুগ্ধ হয়। সে তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদ করে, যা তার আগের thoughtless violence-এর সাথে সম্পূর্ণ বিপরীত। এই sincere, unprompted reverence একটি সাধারণ প্রাণীর প্রতি শাপ ভেঙে দেয় এবং মৃত albatross তার ঘাড় থেকে পড়ে যায়।
-
The Penance: Mariner-এর প্রায়শ্চিত্ত হলো wander করা এবং তার গল্প বলার মাধ্যমে অন্যদের শিক্ষা দেওয়া, যেমন Wedding-Guest-এর ক্ষেত্রে। এর মাধ্যমে explicit moral প্রকাশ পায় তার নিজের কথায়:
-
"He prayeth best, who loveth best
All things both great and small;
For the dear God who loveth us,
He made and loveth all"
-
এইভাবে কবিতার মূল থিমগুলো পাপ, উপলব্ধি এবং প্রায়শ্চিত্ত–এর মাধ্যমে ফুটে ওঠে।

0
Updated: 2 weeks ago
In Coleridge's poem "Christabel", Geraldine symbolizes -
Created: 3 weeks ago
A
Sin
B
Religiosity
C
Love
D
Friendship
Christabel ও Geraldine
-
"Christabel" একটি long narrative ballad।
-
কবিতায় Christabel একজন তরুণী যিনি মধ্যরাতে একাকী গাছপালা ঘেরা জায়গায় যান এবং প্রার্থনা করেন।
-
কবিতার মূল থিম: sin versus religiosity, evil versus devoutness, এবং sexuality versus purity।
-
প্রতীক:
-
Christabel → Religiosity
-
Geraldine → Sin
-
Samuel Taylor Coleridge (1772–1834):
-
British poet, English lyrical poet, critic, এবং philosopher।
-
Lyrical Ballads-এর মাধ্যমে Romantic movement শুরু হয়, William Wordsworth-এর সঙ্গে যৌথভাবে।
-
বিখ্যাত কাজসমূহ:
-
Biographia Literaria
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
Lyrical Ballads
-
On the Constitution of the Church and State
-
The Rime of the Ancient Mariner
-

1
Updated: 3 weeks ago