What vision does the poet recall in the latter part of the poem?
A
A soldier in war
B
A priest chanting prayers
C
A king on his throne
D
An Abyssinian maid playing a dulcimer
উত্তরের বিবরণ
কবিতার শেষ অংশে কোলরিজ বলেন তিনি স্বপ্নে এক Abyssinian maid দেখেছিলেন, যে dulcimer বাজাচ্ছিল এবং Mount Abora নিয়ে গান গাইছিল। এই চিত্র কবির কল্পনা ও সৃষ্টিশীল প্রেরণার প্রতীক। সঙ্গীত এখানে শিল্পের অলৌকিক শক্তির রূপ ধারণ করেছে, যা কবিকে অনুপ্রাণিত করে আকাশে প্রাসাদ গড়তে।

1
Updated: 1 month ago
What does Mount Abora represent in the poem?
Created: 1 month ago
A
A real Ethiopian mountain
B
A battlefield of Kubla Khan
C
A mythical place of artistic inspiration
D
A religious temple
Mount Abora সম্ভবত Abyssinian (ইথিওপিয়া) থেকে অনুপ্রাণিত। এখানে এটি একটি পৌরাণিক বা কল্পিত পর্বত, যা শিল্প ও সংগীতের উৎসকে নির্দেশ করে। Abyssinian maid যেই গান গাইছিল, তার বিষয় ছিল Mount Abora। তাই এটি pure imagination–এর প্রতীক। এটি বোঝায় যে কবিতা ও সংগীত কল্পনাকে এমন স্থানে নিয়ে যায়, যা বাস্তব নয়, বরং রহস্যময় ও অলৌকিক।

1
Updated: 1 month ago
The deep chasm is described as—
Created: 1 month ago
A
Savage, holy, and enchanted
B
Peaceful and silent
C
Joyful and fertile
D
Empty and lifeless
কোলরিজ খাদটিকে বর্ণনা করেছেন paradoxical বা বৈপরীত্যপূর্ণভাবে—“A savage place! as holy and enchanted.” অর্থাৎ এটি একইসাথে ভয়ঙ্কর এবং পবিত্র। এই দ্বৈততা প্রকৃতির রহস্যময় শক্তির প্রতীক।

3
Updated: 1 month ago
Who recognizes the Mariner’s need for redemption?
Created: 1 month ago
A
The sailors
B
The Hermit
C
The Pilot’s Boy
D
The Wedding Guest
কবিতার শেষে Hermit মেরিনারের আত্মিক মুক্তির প্রতীক হয়ে ওঠে। মেরিনার তার কাছে নিজের অপরাধ স্বীকার করে। Hermit-ই বোঝেন, মেরিনারের একমাত্র প্রয়োজন হলো ঈশ্বরের ক্ষমা ও আধ্যাত্মিক পরিশুদ্ধি।

1
Updated: 1 month ago