A
A golden palace
B
A fertile valley
C
A sunless sea
D
A mountain top
উত্তরের বিবরণ
Alph নদীটি গুহার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত এক “sunless sea” বা প্রাণহীন সাগরে মিশে যায়। এই সাগর প্রতীকভাবে অন্ধকার, মৃত্যু এবং চূড়ান্ত অজানার ইঙ্গিত দেয়।

1
Updated: 6 days ago
Why is the poem "The Rime of the Ancient mariner" considered Romantic literature?
Created: 1 week ago
A
Because it is about love only
B
Because it is about marriage
C
Because it focuses on nature, imagination, supernatural, and deep emotion
D
Because it was written in rhyme
রোমান্টিক কবিতায় যুক্তির পরিবর্তে প্রকৃতি, আবেগ, অতিপ্রাকৃত ও কল্পনাকে গুরুত্ব দেওয়া হয়। এই কবিতায় সব বৈশিষ্ট্যই আছে।

0
Updated: 1 week ago
How does Coleridge describe his own state compared to the past?
Created: 6 days ago
A
He feels more inspired now
B
He once had joy but now has lost it
C
He has always lacked imagination
D
He now enjoys prosperity
Coleridge স্মরণ করেন, একসময় তিনি দুঃখের মাঝেও কল্পনা থেকে আনন্দ পেতেন। কিন্তু এখন দুঃখ তার কল্পনাশক্তি ম্লান করে দিয়েছে। তিনি বলেন—“each visitation suspends what nature gave me at my birth, / My shaping spirit of Imagination।” অর্থাৎ তিনি এখন আর আনন্দ বা সৃষ্টিশীলতা অনুভব করতে পারেন না।

1
Updated: 6 days ago
Who are the crew of the spectre-ship?
Created: 1 week ago
A
Angels
B
Ghosts
C
Death and Life-in-Death
D
Fairies
ভূতুড়ে জাহাজে আসে “Death” এবং “Life-in-Death।” তারা পাশা খেলে নাবিকদের জীবন কেড়ে নেয়। “Death” নাবিকদের পায়, আর “Life-in-Death” মেরিনারকে জিতে নেয়। ফলে মেরিনার মৃত্যুর পরিবর্তে জীবন্ত মৃত্যুর যন্ত্রণায় আজীবন পুড়তে থাকে।

0
Updated: 1 week ago