A
Thames
B
Alph
C
Nile
D
Ganges
উত্তরের বিবরণ
কবিতায় কোলরিজ “Alph” নামক এক কাল্পনিক নদীর কথা বলেছেন। এটি কোনো বাস্তব নদী নয়, বরং কল্পনা থেকে সৃষ্টি। নদীটি অসীম গুহার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে সূর্যহীন সাগরে মিশে যায়। Alph নামটি সম্ভবত গ্রিক অক্ষর Alpha থেকে এসেছে, যা শুরু বা উৎসকে নির্দেশ করে।

1
Updated: 6 days ago
What supernatural figures appear in the ghost ship?
Created: 1 week ago
A
Angels
B
Death and Life-in-Death
C
Ghosts of sailors
D
Fairies

0
Updated: 1 week ago
Who are the crew of the spectre-ship?
Created: 1 week ago
A
Angels
B
Ghosts
C
Death and Life-in-Death
D
Fairies
ভূতুড়ে জাহাজে আসে “Death” এবং “Life-in-Death।” তারা পাশা খেলে নাবিকদের জীবন কেড়ে নেয়। “Death” নাবিকদের পায়, আর “Life-in-Death” মেরিনারকে জিতে নেয়। ফলে মেরিনার মৃত্যুর পরিবর্তে জীবন্ত মৃত্যুর যন্ত্রণায় আজীবন পুড়তে থাকে।

0
Updated: 1 week ago
Why is Kubla Khan considered incomplete?
Created: 6 days ago
A
Coleridge lost interest
B
It was interrupted while writing
C
The manuscript was destroyed
D
It was censored
Coleridge নিজেই বলেছেন যে তিনি আফিম–ঘুম থেকে উঠে কবিতাটি লিখতে শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ একজন ভিজিটর তাঁকে বিরক্ত করলে তাঁর স্বপ্নময় কল্পনা ভেঙে যায়। ফলে কবিতাটি অসম্পূর্ণ থেকে যায়। তাই এটি “fragment” নামে পরিচিত। এই অসম্পূর্ণতাই কবিতাকে আরও রহস্যময় করে তুলেছে।

1
Updated: 6 days ago