The “sunless sea” symbolizes in Kubla Khan-
A
Fertility and growth
B
Eternal light
C
Joy and peace
D
Death and the unknown
উত্তরের বিবরণ
“Sunless sea” বা সূর্যহীন সাগর প্রতীকভাবে অন্ধকার, মৃত্যু, শূন্যতা এবং অজানাকে নির্দেশ করে। Alph নদী প্রবাহিত হয়ে গিয়ে সেই সাগরে মিশে যায়। অর্থাৎ জীবনের সমস্ত প্রবাহ এক সময় মৃত্যুতে মিলিয়ে যায়। কোলরিজ এখানে প্রাকৃতিক সৌন্দর্য ও ভয়ঙ্কর সমাপ্তিকে পাশাপাশি স্থাপন করেছেন। এটি কবিতার দার্শনিক মাত্রা বাড়ায়।

1
Updated: 1 month ago
How does the Wedding Guest feel after hearing the story?
Created: 1 month ago
A
Angry
B
Sleepy
C
Sadder and wiser
D
Confused
গল্প শেষ হওয়ার পর Wedding Guest তার বিয়েতে আর যোগ দেয় না। সে গভীরভাবে প্রভাবিত হয়ে যায়, এবং জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। সে হয়ে ওঠে “wiser and sadder man”—অর্থাৎ জ্ঞানী ও গম্ভীর। এটি কোলরিজের নৈতিক শিক্ষার প্রতিফলন।

0
Updated: 1 month ago
What literary form does "The Rime of the Ancient Mariner" take?
Created: 1 month ago
A
An epic
B
A sonnet
C
An ode
D
A literary ballad
"The Rime of the Ancient Mariner" একটি Literary Ballad হিসেবে মূলত একটি narrative poem, অর্থাৎ এটি একটি গল্প বলা কাব্য। এই কবিতায় একটি sailor-এর রহস্যময় যাত্রা এবং তার spiritual awakening বা আধ্যাত্মিক জাগরণের গল্প বলা হয়েছে।
-
Narrative Poem: একটি ballad মূলত গল্প বলার জন্য লেখা হয়। এখানে Coleridge একটি দীর্ঘ, dramatic গল্প উপস্থাপন করেছেন যা পাঠককে sailor-এর অভিজ্ঞতা ও আধ্যাত্মিক শিক্ষা দেখায়।
-
Stylistic Features: Coleridge পুরনো folk ballads-এর ফর্ম এবং conventions অনুকরণ করেছেন, কিন্তু literary sensibility বা সাহিত্যিক সূক্ষ্মতা যোগ করেছেন।
-
Structure: কবিতাটি প্রধানত চার লাইনের stanza (quatrains) দিয়ে গঠিত, যা classic ballad-এর রীতি।
-
Meter and Rhyme: সাধারণত ABCB rhyme scheme ব্যবহার করা হয়েছে এবং iambic tetrameter ও iambic trimeter এর মধ্যে alternation আছে, যা একটি song-like rhythm তৈরি করে।
-
Language: Coleridge ইচ্ছাকৃতভাবে archaic language ব্যবহার করেছেন, যাতে কবিতার ancient, timeless অনুভূতি ফুটে ওঠে। এটি Romantic যুগের contemporaries যেমন Wordsworth-এর সহজ ও accessible ভাষা থেকে আলাদা।
-
Supernatural Elements: কবিতার supernatural events এবং স্পষ্ট moral lesson এটিকে traditional folk ballads থেকে ভিন্ন করে তোলে।

1
Updated: 2 weeks ago
How does Coleridge describe his own state compared to the past?
Created: 1 month ago
A
He feels more inspired now
B
He once had joy but now has lost it
C
He has always lacked imagination
D
He now enjoys prosperity
Coleridge স্মরণ করেন, একসময় তিনি দুঃখের মাঝেও কল্পনা থেকে আনন্দ পেতেন। কিন্তু এখন দুঃখ তার কল্পনাশক্তি ম্লান করে দিয়েছে। তিনি বলেন—“each visitation suspends what nature gave me at my birth, / My shaping spirit of Imagination।” অর্থাৎ তিনি এখন আর আনন্দ বা সৃষ্টিশীলতা অনুভব করতে পারেন না।

2
Updated: 1 month ago