Which emotion is evoked by the description of the chasm in Kubla Khan?
A
Joyful peace
B
Romantic terror
C
Political pride
D
Agricultural abundance
উত্তরের বিবরণ
চাসম বা খাদ বর্ণনায় কোলরিজ বলেন এটি একইসাথে বন্য, পবিত্র ও জাদুময়—যেখানে এক নারী তার দৈত্য–প্রেমিকের জন্য কাঁদছে। এই দৃশ্য পাঠকের মনে ভয় ও বিস্ময় মেশানো আবেগ সৃষ্টি করে, যাকে Romantic Sublime বলা হয়। প্রকৃতির এমন চিত্র মানুষকে simultaneously আকর্ষণ করে আবার ভীতিও জাগায়। কোলরিজের রোমান্টিক দর্শনের মূল ছিল—প্রকৃতির সৌন্দর্য ও ভয়ের দ্বৈত অভিজ্ঞতা।

2
Updated: 1 month ago
How does Coleridge characterize his “viper thoughts”?
Created: 1 month ago
A
Dreams of joy
B
Reality’s dark dream
C
Holy prayers
D
Songs of the wind
কবি তাঁর নেতিবাচক চিন্তাগুলোকে “viper thoughts” বা বিষাক্ত সাপের সাথে তুলনা করেছেন এবং বলেন এগুলো হলো “Reality’s dark dream।” অর্থাৎ বাস্তবতার অন্ধকার স্বপ্ন। এগুলো তাঁর মনের চারপাশে জড়িয়ে ধরছে। এই চিত্রকল্পে বোঝানো হয়েছে, দুঃখ ও হতাশা তাঁর মনের স্বাধীনতাকে বিষাক্ত সাপের মতো আবদ্ধ করে রেখেছে।

1
Updated: 1 month ago
The epigraph of "Dejection: An Ode" is taken from which ballad?
Created: 1 month ago
A
"The Unquiet Grave"
B
"La Belle Dame Sans Merci"
C
"Ballad of Sir Patrick Spence"
D
"Bonny Barbara Allen"
The epigraph from the “Ballad of Sir Patrick Spence” does more than just decorate the poem—it establishes both tone and theme:
-
Somber and ominous tone: The imagery of a “new Moon with the old Moon in her arms” is eerie and unnatural, suggesting something is wrong or out of balance.
-
Foreshadowing inner turmoil: Just as the sailors in the ballad anticipate a literal storm, Coleridge’s speaker anticipates an emotional and creative storm—his own dejection and loss of imaginative power.
-
Connection to nature and fate: The epigraph reflects a Romantic preoccupation with nature as a mirror of human emotion, showing how external signs (the moon, the storm) symbolize inner states of mind.
In short, the epigraph sets up the central metaphor of the poem: the poet’s inner dejection as a turbulent storm threatening to overwhelm his spirit.

0
Updated: 1 month ago
What figure of speech is used in “woman wailing for her demon-lover”?
Created: 1 month ago
A
Simile
B
Metaphor
C
Alliteration
D
Personification
এখানে প্রকৃতির এক অংশকে এক নারীর রূপে কল্পনা করা হয়েছে, যে তার দৈত্য–প্রেমিকের জন্য ক্রন্দন করছে। এটি Personification—অমানবিক জিনিসকে মানবিক রূপ দেওয়া। Coleridge এর মাধ্যমে প্রকৃতির রহস্যময় ও ভীতিপ্রদ চরিত্রকে শক্তিশালীভাবে প্রকাশ করেছেন। এতে প্রকৃতিকে এক জীবন্ত, আবেগময় চরিত্র হিসেবে দেখা যায়।

5
Updated: 1 month ago