Which myth-like image is invoked in the description of the chasm?
A
A prophet crying
B
A ghost rising from river
C
A child lost in forest
D
A woman wailing for her demon-lover
উত্তরের বিবরণ
চাসম বা খাদ বর্ণনার সময় কোলরিজ বলেছেন, “By woman wailing for her demon-lover!” এই চিত্রটি প্রাচীন লোককাহিনির মতো, যেখানে অতিপ্রাকৃত প্রেম ও বেদনার প্রতীক পাওয়া যায়।

1
Updated: 1 month ago
In Coleridge's poem "Christabel", Geraldine symbolizes -
Created: 3 weeks ago
A
Sin
B
Religiosity
C
Love
D
Friendship
Christabel ও Geraldine
-
"Christabel" একটি long narrative ballad।
-
কবিতায় Christabel একজন তরুণী যিনি মধ্যরাতে একাকী গাছপালা ঘেরা জায়গায় যান এবং প্রার্থনা করেন।
-
কবিতার মূল থিম: sin versus religiosity, evil versus devoutness, এবং sexuality versus purity।
-
প্রতীক:
-
Christabel → Religiosity
-
Geraldine → Sin
-
Samuel Taylor Coleridge (1772–1834):
-
British poet, English lyrical poet, critic, এবং philosopher।
-
Lyrical Ballads-এর মাধ্যমে Romantic movement শুরু হয়, William Wordsworth-এর সঙ্গে যৌথভাবে।
-
বিখ্যাত কাজসমূহ:
-
Biographia Literaria
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
Lyrical Ballads
-
On the Constitution of the Church and State
-
The Rime of the Ancient Mariner
-

1
Updated: 3 weeks ago
Why is the maid from Abyssinia important in the poem?
Created: 1 month ago
A
She represents history
B
She is a goddess figure
C
She symbolizes artistic inspiration
D
She warns Kubla of danger
কবিতার শেষাংশে Abyssinian maid একটি গুরুত্বপূর্ণ প্রতীক। সে dulcimer বাজাচ্ছিল এবং Mount Abora–এর গান গাইছিল। এই চিত্র কাব্যিক অনুপ্রেরণা ও শিল্পের উৎসের প্রতীক। কোলরিজ দেখাতে চেয়েছেন, সংগীত ও শিল্প কল্পনাকে জাগিয়ে তুলতে পারে। যদি কবি সেই সুর নিজের ভেতরে আনতে পারতেন, তবে তিনি বাতাসে প্রাসাদ গড়তে পারতেন। এটি pure imagination–এর শক্তি।

1
Updated: 1 month ago
The ballad quotation at the start predicts—
Created: 1 month ago
A
A deadly storm
B
A coming wedding
C
A royal victory
D
A spiritual blessing
উদ্ধৃতিতে বলা হয়েছে—“We shall have a deadly storm।” অর্থাৎ প্রকৃতিতে এক ভয়ঙ্কর ঝড় আসছে। এটি শুধু বাহ্যিক ঝড় নয়, বরং কবির অন্তরের ঝড় বা মানসিক অশান্তির প্রতীক। Coleridge ঝড়ের চিত্র দিয়ে দেখিয়েছেন, প্রকৃতির আবহাওয়া ও মানুষের অন্তরের অবস্থা একে অপরের প্রতিফলন হতে পারে।

1
Updated: 1 month ago