A
বিবৃত
B
অর্ধ-সংবৃত
C
অর্ধ-বিবৃত
D
সংবৃত
উত্তরের বিবরণ
• স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে অর্থাৎ কী পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনি চার ভাগে বিভক্ত:
- সংবৃত [ই], [উ];
- অর্ধ-সংবৃত: [এ], [ও];
- অর্ধ-বিবৃত: [অ্যা] [অ];
- বিবৃত: [আ]।
উল্লেখ্য,
সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কম খোলে; বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট বেশি খোলে।

0
Updated: 1 week ago
সংবৃত স্বরধ্বনি কোনটি?
Created: 4 weeks ago
A
অ্যা
B
এ
C
ও
D
উ
স্বরধ্বনি:
যেসব ধ্বনি উচ্চারণে মুখে বাতাসের বাধা হয় না, সেগুলো।
জিভের অবস্থান অনুসারে শ্রেণিবিভাগ:
-
উচ্চ – [ই], [উ]
-
উচ্চ-মধ্য – [এ], [ও]
-
নিম্ন-মধ্য – [অ্যা], [অ]
-
নিম্ন – [আ]
→ উচ্চ: জিভ ওপরে ওঠে, নিম্ন: জিভ নিচে নামে।
ঠোঁটের উন্মুক্ততার ভিত্তিতে শ্রেণিবিভাগ:
-
সংবৃত – [ই], [উ]
-
অর্ধ-সংবৃত – [এ], [ও]
-
অর্ধ-বিবৃত – [অ্যা], [অ]
-
বিবৃত – [আ]
→ সংবৃত: ঠোঁট কম খোলে, বিবৃত: ঠোঁট বেশি খোলে।

0
Updated: 4 weeks ago