Which river is described in Coleridge’s Kubla Khan?
A
Thames
B
Alph
C
Nile
D
Ganges
উত্তরের বিবরণ
কবিতায় কোলরিজ “Alph” নামক এক কাল্পনিক নদীর কথা বলেছেন। এটি কোনো বাস্তব নদী নয়, বরং কল্পনা থেকে সৃষ্টি। নদীটি অসীম গুহার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে সূর্যহীন সাগরে মিশে যায়। Alph নামটি সম্ভবত গ্রিক অক্ষর Alpha থেকে এসেছে, যা শুরু বা উৎসকে নির্দেশ করে।

1
Updated: 1 month ago
What lesson does the Mariner learn at the end?
Created: 1 month ago
A
Never go to sea
B
Don’t kill birds
C
Love all creatures
D
Travel safely
মেরিনার উপলব্ধি করে—সৃষ্টিকর্তার সকল সৃষ্টি সমানভাবে ভালোবাসাই প্রকৃত প্রার্থনা। এটি কবিতার নৈতিক শিক্ষা।

0
Updated: 1 month ago
According to Coleridge, what is the element that unites man with Nature?
Created: 1 month ago
A
Reason
B
Fear
C
Joy
D
Memory
কবি বারবার বলেন যে প্রকৃতির সাথে মানুষের একীভূত হবার মাধ্যম হলো আনন্দ (Joy)। Joy–কেই তিনি “the spirit and the power” বলেছেন, যা প্রকৃতিকে আমাদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করে। কেবল আনন্দপূর্ণ আত্মাই প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করতে পারে।

1
Updated: 1 month ago
What habit does Coleridge say has almost grown into his soul?
Created: 1 month ago
A
Anger at the world
B
Religious devotion
C
Silent patience without imagination
D
Indifference to nature
Coleridge বলেন তিনি দুঃখে এমন অবস্থায় পৌঁছেছেন যেখানে আর কিছু ভাবতে চান না। তাঁর একমাত্র উপায় হলো “to be still and patient”—অর্থাৎ নীরব ও ধৈর্যশীল থাকা, কল্পনা ছাড়া। ধীরে ধীরে এটি তাঁর অভ্যাসে পরিণত হয়েছে। এতে বোঝা যায় কল্পনার শক্তি হারিয়ে তিনি যান্ত্রিক সহিষ্ণুতায় বাঁচছেন।

1
Updated: 1 month ago