বর্ণমালা সংক্রান্ত আলোচনা কোন তত্ত্বের অন্তর্ভুক্ত?
A
ধ্বনিতত্ত্ব
B
রূপতত্ত্ব
C
বাক্যতত্ত্ব
D
অর্থতত্ত্ব
উত্তরের বিবরণ
• ধ্বনিতত্ত্ব:
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি। লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত। ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাগ্যন্ত্র, বাগ্যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি।

0
Updated: 1 month ago
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে –
Created: 1 month ago
A
৩২, ৮, ১০
B
৩২, ৭, ১১
C
৩০, ৮, ১২
D
৩২, ৭, ৯
বাংলা বর্ণমালায় বর্ণসংখ্যা ( স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি) - ৫০টি। তন্মধ্যে মাত্রাহীন বর্ণ ১০ টি ( স্বরবর্ণ ৪ টি - এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬ টি - ঙ, ঞ, ৎ, ং, ঁ)। অর্ধমাত্রার বর্ণ ৮ টি ( স্বরবর্ণ ১টি - ঋ এবং ব্যঞ্জনবর্ণ ৭ টি - খ, গ, ণ, থ, প, শ)। পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি ( স্বরবর্ণ ৬ টি ব্যঞ্জনবর্ণ ২৬ টি)।

0
Updated: 1 month ago
বাংলা লিপিতে স্বরবর্ণের সংখ্যা কতটি?
Created: 6 days ago
A
৭টি
B
১১টি
C
৯টি
D
১৩টি
বাংলা ভাষার নিজস্ব লিপিকে বাংলা লিপি বলা হয়, যা মূলত স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ দিয়ে গঠিত।
-
বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা ৫০টি, যার মধ্যে স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
-
প্রায় আড়াই হাজার বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়।
-
ব্রাহ্মী লিপির পূর্ব-ভারতীয় শাখা দশম শতকে কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে।
-
বাংলা লিপি মূলত এই কুটিল লিপির পরিবর্তিত রূপ।
-
অহমিয়া, বোড়ো, মণিপুর প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়।
-
একসময় সংস্কৃত ও মৈথিলি ভাষাও এই লিপিতে লিখিত হতো।

0
Updated: 6 days ago
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি?
Created: 4 weeks ago
A
৭টি
B
৮টি
C
১০টি
D
১১টি
ধ্বনির প্রতীককে বর্ণ বলা হয়। এটি কানে শোনার বিষয়কে চোখে দেখার রূপে প্রকাশ করে। ভাষার সবগুলো বর্ণ একত্রিত হয়ে গঠন করে বর্ণমালা। বাংলা বর্ণমালায় মোট ৫০টি বর্ণ রয়েছে, যার মধ্যে স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
বাংলা বর্ণমালার মাত্রাভেদে শ্রেণিবিন্যাস করা যায় এভাবে:
-
পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা ৩২টি।
-
মাত্রাহীন বর্ণের সংখ্যা ১০টি।
-
অর্ধমাত্রার বর্ণের সংখ্যা ৮টি।
ব্যঞ্জনবর্ণের ক্ষেত্রে মাত্রাভেদ নিম্নরূপ:
-
পূর্ণমাত্রার ব্যঞ্জনবর্ণ সংখ্যা ২৬টি।
-
অর্ধমাত্রার ব্যঞ্জনবর্ণ সংখ্যা ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ)।
-
মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ সংখ্যা ৬টি (ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ)।
স্বরবর্ণের ক্ষেত্রে মাত্রাভেদ হলো:
-
পূর্ণমাত্রার স্বরবর্ণ সংখ্যা ৬টি।
-
অর্ধমাত্রার স্বরবর্ণ সংখ্যা ১টি (ঋ)।
-
মাত্রাহীন স্বরবর্ণ সংখ্যা ৪টি (এ, ঐ, ও, ঔ)।

0
Updated: 4 weeks ago