A
কল্লোল
B
মোহাম্মদী
C
ভারতী
D
বেগম
উত্তরের বিবরণ
• ‘তাহারেই পড়ে মনে’ কবিতা
-
প্রথম প্রকাশিত: মাসিক মোহাম্মদী পত্রিকায়, ১৯৩৫ সালে
-
বিষয়বস্তু: কবিজীবনের খ্যাতির অন্তরালে বেদনাকে স্মরণ
-
কাঠামো: ৫টি স্তবক, ৩০টি পঙ্তি
-
উল্লেখিত বাংলা মাস: মাঘ ও ফাল্গুন
• সুফিয়া কামাল
-
জন্ম: ১৯১১ সালের ২০ জুন, বরিশাল জেলার শায়েস্তাবাদ
-
পৈতৃক নিবাস: কুমিল্লা
-
১৯১৮ সালে কলকাতায় বেগম রোকেয়ার সঙ্গে সাক্ষাৎ
-
খ্যাতি: ‘জননী সাহসিকা’, প্রধানত কবি
-
সম্পাদকীয় কার্যক্রম: বেগম পত্রিকার প্রথম সম্পাদক
-
পুরস্কার: ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৯৭ সালে স্বাধীনতা পুরস্কার
-
মৃত্যু: ১৯৯৯ সালের ২০ নভেম্বর, ঢাকায়
• সৃজনকর্ম:
-
কাব্যগ্রন্থ: সাঁঝের মায়া, মন ও জীবন, উদাত্ত পৃথিবী, অভিযাত্রিক, মোর যাদুদের সমাধি পরে, মায়া কাজল ইত্যাদি
-
গল্পগ্রন্থ: কেয়ার কাঁটা
-
শিশুতোষগ্রন্থ: ইতল বিতল, নওল কিশোরের দরবারে
-
আত্মজীবনী: একালে আমাদের কাল
-
ডায়েরি: একাত্তরের ডায়রী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 week ago
সুফিয়া কামাল রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
Created: 6 days ago
A
সাঁঝের মায়া
B
মায়াকাজল
C
উদাত্ত পৃথিবী
D
মন ও জীবন
• সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থ হলো ‘সাঁঝের মায়া’।
সাঁঝের মায়া:
-
১৯৩৮ সালে সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থ ‘সাঁঝের মায়া’ প্রকাশিত হয়।
-
এর ভূমিকাটি লিখেছিলেন কবি কাজী নজরুল ইসলাম।
-
গ্রন্থটিতে মোট ২৮টি কবিতা সংকলিত রয়েছে।
-
এর উল্লেখযোগ্য কবিতা হলো ‘তাহারেই পড়ে মনে’ ও ‘রূপসী বাংলা’।
সুফিয়া কামাল:
-
তিনি ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন; তবে তাঁর পৈতৃক নিবাস ছিল কুমিল্লায়।
-
১৯১৮ সালে কলকাতায় তাঁর সাক্ষাৎ হয় মহীয়সী নারী বেগম রোকেয়ার সঙ্গে।
-
তাঁকে ‘‘জননী সাহসিকা’’ বলা হয়।
-
তিনি ‘বেগম’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন।
-
১৯৬২ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
-
১৯৯৭ সালে তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।
-
১৯৯৯ সালের ২০ নভেম্বর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
সাহিত্যকর্ম:
কাব্যগ্রন্থ:
-
সাঁঝের মায়া
-
মন ও জীবন
-
উদাত্ত পৃথিবী
-
অভিযাত্রিক
-
মোর যাদুদের সমাধি পরে
-
মায়া কাজল ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 6 days ago
বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা 'কল্লোল' কত সালে প্রথম প্রকাশিত হয় ?
Created: 2 weeks ago
A
১৯২৩ সালে
B
১৯২৪ সালে
C
১৯২৫ সালে
D
১৯২৭ সালে
কল্লোল পত্রিকা (১৯২৩)
‘কল্লোল’ পত্রিকাটি ১৯২৩ সালে প্রথম প্রকাশিত হয়। এটি অতি আধুনিক লেখকগোষ্ঠীর ভাব ও মত প্রকাশের একটি প্রধান মাধ্যম হিসেবে কাজ করেছিল। পত্রিকাটি কলকাতা থেকে মাসিক আকারে প্রকাশিত হত।
পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ। এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তখনকার গুরুত্বপূর্ণ লেখক ও কবিরা, যেমন অচিন্ত্যকুমার সেনগুপ্ত, শৈলজানন্দ মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, মানিক বন্দ্যোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম ও মোহিতলাল মজুমদার।
উৎস:
-
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
দীনবন্ধু মিত্রের 'নীল-দর্পণ' নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
কলকাতা
B
ঢাকা
C
লন্ডন
D
মুর্শিদাবাদ
নীল-দর্পণ
-
‘নীল-দর্পণ’ নাটকটি দীনবন্ধু মিত্রের সবচেয়ে বিখ্যাত ও গুরুত্বপূর্ণ রচনা। এটি লেখা হয় ১৮৬০ সালে এবং প্রথম প্রকাশিত হয় ঢাকা থেকে।
-
এই নাটকে সে সময়কার নীলচাষ, ইংরেজ নীলকরদের অত্যাচার, এবং শাসকদের পক্ষপাতমূলক আচরণ তুলে ধরা হয়েছে।
-
নাটকটি সমাজে বড় ধরনের আলোড়ন তোলে এবং কৃষকদের নীলবিদ্রোহে সাহস যোগায়।
-
মাইকেল মধুসূদন দত্ত নাটকটির ইংরেজি অনুবাদ করেন ‘A Native’ ছদ্মনামে এবং এর নাম দেন – ‘Nil Darpan or The Indigo Planting Mirror’ (১৮৬১)।
-
ইংরেজি অনুবাদটি প্রকাশ করেছিলেন পাদ্রি জেমস লং, যিনি পরে আদালতের মাধ্যমে জরিমানার শিকার হন।
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাটকটিকে তুলনা করেন বিখ্যাত ইংরেজি উপন্যাস ‘আঙ্কল টমস কেবিন’-এর সঙ্গে।
-
এটি বাংলা নাট্যসাহিত্যে প্রথম বিদেশি ভাষায় অনূদিত নাটক।
-
১৮৬০ সালে এটি ‘কস্যচিৎ পথিকস্য’ ছদ্মনামে প্রথম ছাপা হয়।
-
১৮৭২ সালের ৭ ডিসেম্বর, এটি দিয়েই শুরু হয় কলকাতার ‘সাধারণ রঙ্গালয়’-এর প্রথম নাট্যাভিনয়।
-
আজও এটি জাতীয় চেতনার প্রতীক হিসেবে পরিচিত।
দীনবন্ধু মিত্র
-
দীনবন্ধু মিত্র জন্মগ্রহণ করেন ১৮৩০ সালে, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে, একটি দরিদ্র পরিবারে।
-
তাঁর আসল নাম ছিল গন্ধর্বনারায়ণ।
-
তিনি ছিলেন একজন বিখ্যাত নাট্যকার।
-
কলেজে পড়ার সময় তিনি পরিচিত হন ঈশ্বরচন্দ্র গুপ্তের সঙ্গে, যাঁর উৎসাহে তিনি কবিতা লেখা শুরু করেন।
-
তিনি ‘সংবাদ প্রভাকর’, ‘সংবাদ সাধুরঞ্জন’ ইত্যাদি পত্রিকায় লিখতেন।
-
তবে তাঁর সবচেয়ে বড় পরিচিতি আসে নাটক ও প্রহসন লেখার মাধ্যমে।
-
তাঁর লেখা সেরা নাটক হল ‘নীল-দর্পণ’।
-
তিনি মারা যান ১৮৭৩ সালের ১ নভেম্বর।
তাঁর লেখা অন্য কিছু নাটক
-
নবীন তপস্বিনী
-
লীলাবতী
-
কমলে কামিনী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 month ago