বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কয়টি?
A
৩৭টি
B
৩০টি
C
৭টি
D
২৫টি
উত্তরের বিবরণ
• মৌলিক স্বরধ্বনি:
- যেসব ধ্বনি উচ্চারণের সময়ে বায়ু মুখগহ্বরের কোথাও বাধা পায় না, সেগুলোকে স্বরধ্বনি বলে।
- বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
• এরমধ্যে মৌলিক স্বরধ্বনি ৭টি:
[ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]।
• মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি।

0
Updated: 1 month ago
বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?
Created: 1 month ago
A
৭টি
B
৮টি
C
৬টি
D
১১টি
বাংলা ভাষার সবচেয়ে ছোট একক হলো ধ্বনি।
বাংলায় মোট ৩৭টি মৌলিক ধ্বনি আছে। এগুলোকে দুই ভাগে ভাগ করা হয়—
স্বরধ্বনি
বাংলায় ৭টি মৌলিক স্বরধ্বনি রয়েছে। এগুলো হলো—
[ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]।
ব্যঞ্জনধ্বনি
বাংলায় ৩০টি মৌলিক ব্যঞ্জনধ্বনি রয়েছে। এগুলো হলো—
[প], [ফ], [ব], [ভ], [থ], [দ], [ধ], [ট], [ঠ], [ড], [ঢ], [চ], [ছ], [জ], [ঝ], [ক], [খ], [গ], [ঘ], [ম], [ন], [ঙ], [স্], [শ], [হ্], [ল], [র], [ড়], [ঢ়]।
এখানে প্রতিটি ধ্বনির উচ্চারণ বোঝাতে তৃতীয় বন্ধনী ব্যবহার করা হয়েছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২১ সংস্করণ।

0
Updated: 1 month ago
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?
Created: 2 months ago
A
৭টি
B
৯টি
C
১১টি
D
১৩টি
মৌলিকতা অনুযায়ী, স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়।
যথাঃ
১. মৌলিক স্বরধ্বনি
২. যৌগিক স্বরধ্বনি
• মৌলিক স্বরধ্বনি
যে স্বরধ্বনিকে আর বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক স্বর বলে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা ৭টি।
যেমন: ই, এ, অ্যা, আ, অ, ও, উ।
- বাংলা বর্ণমালায় ‘অ্যা’ ধ্বনিজ্ঞাপক কোনাে বর্ণ নেই।
• যৌগিক স্বরধ্বনি
একাধিক স্বরধ্বনি মিলে যে ধ্বনি সৃষ্টি হয় তাকে যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বরধ্বনি বলে। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি মোট ২৫টি। এর মধ্যে মাত্র ২টি যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ আছে।
যথা:
- ও + ই্ = ঐ,
- ও + উ্ = ঔ।
- বাকি ২৩টি যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ বা প্রতীক নেই।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ)।

0
Updated: 2 months ago
কোনটি মৌলিক স্বরধ্বনি?
Created: 2 months ago
A
ঔ
B
ঈ
C
ঐ
D
এ
মৌলিকতা অনুযায়ী, স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়। যথা, মৌলিক স্বরধ্বনি ও যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি: যে স্বরধ্বনিকে আর বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক স্বর বলে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা ৭টি। যেমন- ই, এ, অ্যা, আ, অ, ও, উ। বাংলা বর্ণমালায় ‘অ্যা’ ধ্বনিজ্ঞাপক কোন বর্ণ নেই।

0
Updated: 2 months ago