'এ' উচ্চারণের সময়ে ঠোঁটের উন্মুক্তি কেমন?
A
বিবৃত
B
অর্ধ-সংবৃত
C
সংবৃত
D
অর্ধ-বিবৃত
উত্তরের বিবরণ
স্বরধ্বনি উচ্চারণ ও ঠোঁট খোলার মাত্রা
স্বরধ্বনি ভাগ:
শ্রেণি | উদাহরণ | ঠোঁট খোলার মাত্রা |
---|---|---|
সংবৃত | [ই], [উ] | ঠোঁট কম খোলা |
অর্ধ-সংবৃত | [এ], [ও] | মধ্যম মাত্রা খোলা |
অর্ধ-বিবৃত | [অ্যা], [অ] | বেশি খোলা |
বিবৃত | [আ] | ঠোঁট সর্বাধিক খোলা |
মন্তব্য:
-
সংবৃত স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট প্রায় বন্ধ থাকে।
-
বিবৃত স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খোলা থাকে।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 1 month ago
'শ্মশান' - শব্দের উচ্চারণ কোনটি সঠিক?
Created: 1 month ago
A
শঁশান্
B
শ্মশান
C
শশান্
D
শমশান
‘ম’ বর্ণের উচ্চারণ সাধারণভাবে [ম], তবে ম-ফলা যুক্ত অবস্থায় এর উচ্চারণে ভিন্নতা দেখা যায়।
-
সাধারণ অবস্থায় ‘ম’ এর উচ্চারণ [ম]।
-
যখন শব্দের প্রথম বর্ণে ম-ফলা যুক্ত থাকে, তখন উচ্চারণ হয় [অঁ] এর মতো।
উদাহরণ: শ্মশান [শঁশান্], স্মরণ [শঁরোন্]। -
শব্দের মধ্যে ম-ফলা যুক্ত হলে, সেই বর্ণের উচ্চারণে দ্বিত্ব ঘটে এবং সামান্য অনুনাসিক হয়।
উদাহরণ: আত্মীয় [আত্তিঁয়ো], পদ্ম [পদ্দোঁ]। -
কিছু ক্ষেত্রে ম্-এর উচ্চারণ বজায় থাকে।
উদাহরণ: যুগ্ম [জুগ্মো], জন্ম [জন্মো], গুল্ম [গুল্মো]।

0
Updated: 1 month ago
‘আহ্বান’ শব্দের প্রমিত উচ্চারণ কোনটি?
Created: 5 days ago
A
আওবান্
B
আওভান্
C
আহোবান্
D
আউভান্
• ‘আহ্বান’ শব্দের প্রমিত উচ্চারণ — 'আও্ভান্'।
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: আ + √হ্বে + অন।
অর্থ:
- আমন্ত্রণ; নিমন্ত্রণ।
- সম্বোধন; ডাক।

0
Updated: 4 days ago
'জ্ঞান' শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি?
Created: 1 week ago
A
গ্যান্
B
গ্যএন্
C
গ্যাঁন্
D
গ্যঁআন্
‘আ’ বর্ণের উচ্চারণ
স্বাভাবিক উচ্চারণ:
-
আ বর্ণের স্বাভাবিক উচ্চারণ হলো [আ]।
-
উদাহরণ: আকাশ [আকাশ], রাত [রাত্], আলো [আলো]।
বিশেষ উচ্চারণ:
-
[আ] জ্ঞ-এর সঙ্গে থাকলে [অ্যা]-এর মতো উচ্চারিত হয়।
-
উদাহরণ: জ্ঞান [গ্যাঁন্], জ্ঞাত [গ্যাঁতো], জ্ঞাপন [গ্যাঁপোন্]।

0
Updated: 1 week ago