'আরেক ফাল্গুন' উপন্যাসের রচয়িতা কে?
A
জহির রায়হান
B
সৈয়দ ওয়ালীউল্লাহ
C
মানিক বন্দোপাধ্যায়
D
সৈয়দ শামসুল হক
উত্তরের বিবরণ
জহির রায়হান রচিত ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটি বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা। বিশেষত ১৯৫৫ সালের ২১শে ফেব্রুয়ারি উদযাপনের অভিজ্ঞতা ও তার প্রভাব এই উপন্যাসে প্রতিফলিত হয়েছে।
-
প্রকাশকাল: ১৯৬৮
-
বিষয়বস্তু: ১৯৪৮ থেকে শুরু করে ১৯৫২ এবং ১৯৫৫ পর্যন্ত ভাষা আন্দোলনের ধারা, ছাত্র-জনতার সক্রিয় অংশগ্রহণ, রাজনৈতিক চেতনা, প্রেম-ভালোবাসা ইত্যাদি উপন্যাসের মূল বিষয়।
-
একটি উল্লেখযোগ্য সংলাপ: “আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো।”
জহির রায়হান
-
জন্ম: ১৯৩৫, মজিপুর গ্রাম, ফেনী জেলা
-
প্রকৃত নাম: মোহাম্মদ জহিরুল্লাহ
-
পেশা: লেখক, চলচ্চিত্র নির্মাতা
-
উল্লেখযোগ্য পুরস্কার: হাজার বছর ধরে উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন।
জহির রায়হানের উপন্যাসসমূহ
-
শেষ বিকেলের মেয়ে
-
হাজার বছর ধরে
-
আরেক ফাল্গুন
-
বরফ গলা নদী
-
আর কত দিন
-
কয়েকটি মৃত্যু
Stop Genocide (প্রামাণ্যচিত্র)-
Let There Be Light (ইংরেজি ভাষায়)
-
কাঁচের দেয়াল
-
বেহুলা
-
সঙ্গম
-
জীবন থেকে নেয়া
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর
0
Updated: 5 months ago
নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশে মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?
Created: 2 months ago
A
দেবেশ রায়ের 'তিস্তাপাড়ের বৃত্তান্ত'
B
সুনীল গঙ্গোপাধ্যায়ের 'পূর্ব-পশ্চিম'
C
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 'যাও পাখি'
D
অভিজিৎ সেনের 'রহুচণ্ডালের হাড়'
‘পূর্ব-পশ্চিম’ উপন্যাস
সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি বিশিষ্ট ও দীর্ঘ উপন্যাস হলো ‘পূর্ব-পশ্চিম’। মূলত এটি ধারাবাহিকভাবে ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত হয়। প্রথম খণ্ডে উপন্যাসের প্রথম দুটি পর্ব—সূচনাপর্ব ও যৌবন—সংযুক্ত করা হয়েছে।
উপন্যাসের ঘটনা একই সঙ্গে পূর্ব ও পশ্চিম বাংলার প্রেক্ষাপটকে স্পর্শ করে। গল্প শুরু হয় ১৯৫০-এর দশকের মধ্যভাগে। এ-উপন্যাসে দেখা যায় কিভাবে দু’বাংলার রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের ধারা ১৯৮০-এর দশকে মিলিত হয়েছে।
ঘটনাপ্রবাহের কিছু প্রধান দিক:
-
একদিকে ভারতের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন: নেহরুর মৃত্যু, ভারত-পাকিস্তান যুদ্ধ, লালবাহাদুর শাস্ত্রীয়ের মৃত্যু, ইন্দিরা গান্ধীর অভ্যুত্থান, অর্থনৈতিক মন্দা, তরুণ সমাজে বিপ্লবের আকাঙ্ক্ষা ও উগ্র রাজনীতি।
-
অন্যদিকে বাংলাদেশের প্রেক্ষাপট: ভাষা-আন্দোলনের পরবর্তী সময়, গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন, স্বাধীনতা-সংগ্রাম, মুক্তিকালীন হতাশা, মুজিব হত্যা।
উপন্যাসে কোনো একক চরিত্রকে মূল চরিত্র বলা কঠিন। দুই বাংলার দুটি পরিবারকে কেন্দ্র করে বহু গুরুত্বপূর্ণ চরিত্রের গল্প বর্ণিত হয়েছে। অনেক চরিত্র শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নয়, কেউ কেউ ইউরোপ বা আমেরিকাতেও গমন করেছে।
উৎস: সুনীল গঙ্গোপাধ্যায়, পূর্ব-পশ্চিম
0
Updated: 2 months ago
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
একটি কালো মেয়ের কথা
B
তেইশ নম্বর তৈলচিত্র
C
আয়নামতির পালা
D
ইছামতী
‘একটি কালো মেয়ের কথা’ উপন্যাস
-
লেখক: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
-
প্রকাশিত: ১৯৭১
-
বিষয়: বাংলাদেশের মুক্তিযুদ্ধ
-
উপন্যাসের সারসংক্ষেপ: উপন্যাসের কেন্দ্র চরিত্র নাজমা, একজন কালো মেয়ে, পাকিস্তানি সশস্ত্র বাহিনীর পাঞ্জাবির দ্বারা নির্যাতনের শিকার হন। সীমান্ত অতিক্রমের সময় তিনি ‘স্পাই’ হিসেবে ধরা পড়েন এবং ভারতীয় পুলিশ অফিসার ডেভিড আর্মস্ট্রং-এর সামনে জবানবন্দি দেন।
-
উল্লেখযোগ্য উদ্ধৃতি (ডেভিডের জবানবন্দি থেকে):
"এরই মধ্যে এই দেশটাকে এমন করে ভালবেসে ফেললাম যে এই আমার সব থেকে ভালো দেশ, এর থেকে ভালো দেশ আর নেই। আর এই দেশই আমার দেশ।"
-
গুরুত্ব: নাজমার চরিত্র ১৯৭১-এর বাংলাদেশের সংগ্রাম ও কষ্টের প্রতীক হিসেবে উপন্যাসে ফুটে উঠেছে।
‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাস
-
লেখক: আলাউদ্দিন আল আজাদ
-
ফিল্ম অনুবাদ: ‘বসুন্ধরা’ (পরিচালক: সুভাষ দত্ত, ১৯৭৭)
-
উল্লেখযোগ্য অর্জন: চলচ্চিত্রটি ১৯৭৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
‘ইছামতী’ উপন্যাস
-
লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
-
প্রকাশিত: ১৯৫০
-
বিষয়: ইছামতি নদীর তীরবর্তী গ্রামের মানুষের জীবন
-
প্রধান চরিত্র: ভবানী বাঁড়ুয়া, তার পুত্র তিলু, বিলু, নীলু
-
উল্লেখযোগ্য অর্জন: রবীন্দ্র পুরস্কার
-
গুরুত্ব: লেখকের শেষ উপন্যাস, গ্রামীণ জীবনের বাস্তব চিত্র তুলে ধরে।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
-
জন্ম: ১৮৯৮, বীরভূম, পশ্চিমবঙ্গ
-
পেশা: কথাসাহিত্যিক, রাজনীতিবিদ
-
প্রথম গল্প: ‘রসকলি’ (কল্লোল পত্রিকায় প্রকাশিত)
-
প্রসিদ্ধ ত্রয়ী উপন্যাস: ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম
-
উল্লেখযোগ্য উপন্যাস:
চৈতালি ঘূর্ণি, ধাত্রীদেবতা, কালিন্দী, কবি, হাঁসুলি বাঁকের উপকথা, গণদেবতা, আরগ্য, নিকেতন, পঞ্চপুণ্ডলী, রাধা ইত্যাদি -
প্রসিদ্ধ ছোটগল্প: রসকলি, বেদেনী, ডাকহরকরা
উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
0
Updated: 1 month ago
তারাশঙ্করের ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয় কোনটি?
Created: 1 month ago
A
ধাত্রীদেবতা
B
গণদেবতা
C
পঞ্চগ্রাম
D
চৈতালি ঘূর্ণি
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একজন প্রখ্যাত কথাসাহিত্যিক ও রাজনীতিবিদ। তিনি ১৮৯৮ সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক জমিদারবংশে জন্মগ্রহণ করেন। তাঁর ছদ্মনাম ছিল হাবু শর্মা। তারাশঙ্করের প্রথম গল্প ‘রসকলি’ সেকালের বিখ্যাত পত্রিকা কল্লোল-এ প্রকাশিত হয়। তিনি ত্রয়ী উপন্যাস ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম রচনা করেন।
-
উপন্যাসসমূহ:
-
চৈতালি ঘূর্ণি
-
ধাত্রীদেবতা
-
কালিন্দী
-
কবি
-
হাঁসুলি বাঁকের উপকথা
-
গণদেবতা
-
আরোগ্য নিকেতন
-
পঞ্চপুণ্ডলী
-
রাধা
-
0
Updated: 1 month ago