'Intellectual' শব্দের বাংলা পরিভাষা-
A
মেধা
B
বুদ্ধিবৃত্তি
C
বিচারবুদ্ধি
D
বোধশক্তি
উত্তরের বিবরণ
ইংরেজি শব্দ ও বাংলায় পরিভাষা
ইংরেজি শব্দ | বাংলা পরিভাষা / অর্থ |
---|---|
Intellectual | ধীশক্তি সম্বন্ধী; বৌদ্ধিক; বুদ্ধিবৃত্তিক; বুদ্ধিবৃত্তি |
Intellect | বোধশক্তি ও বিচারবুদ্ধি; ধী; ধীশক্তি; মেধা |
সূত্র: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা ও অভিগম্য অভিধান

0
Updated: 1 month ago
'প্রকর্ষ' শব্দের সমার্থক শব্দ-
Created: 1 month ago
A
উৎকর্ষতা
B
অপকর্ষ
C
উৎকর্ষ
D
অপকর্ষতা
‘প্রকর্ষ’ শব্দ বিশ্লেষণ
-
‘প্রকর্ষ’ একটি সংস্কৃতজাত বিশেষ্য শব্দ।
-
এর অর্থ হলো –
-
শ্রেষ্ঠত্ব
-
উৎকর্ষ
-
উন্নতি
-
শ্রীবৃদ্ধি
-
সমৃদ্ধি
-
সুতরাং, ‘প্রকর্ষ’ শব্দের সমার্থক শব্দ হলো ‘উৎকর্ষ’।
অন্যদিকে,
-
‘উৎকর্ষ’ শব্দের বিপরীত শব্দ হলো – ‘অপকর্ষ’।
-
তবে ‘উৎকর্ষতা’ এবং ‘অপকর্ষতা’ শব্দদুটি প্রত্যয়ের ভুল প্রয়োগের কারণে অশুদ্ধ বলে গণ্য।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
'সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
অর্ণব
B
অর্ক
C
প্রসূন
D
পল্লব
সূর্য শব্দের সমার্থক শব্দ
-
অর্ক হলো সূর্যের সমার্থক একটি গুরুত্বপূর্ণ শব্দ।
-
সূর্যের আরও সমার্থক শব্দ হলো: আদিত্য, রবি, তপন, সবিতা, প্রভাকর ইত্যাদি।
অন্যান্য সমার্থক শব্দ
-
অর্ণব শব্দের সমার্থক: সমুদ্র।
-
প্রসূন শব্দের সমার্থক: ফুল, পুষ্প, মুকুল।
-
পল্লব শব্দের সমার্থক: বৃক্ষ, গাছ, শাখা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 month ago
চন্দ্রের প্রতিশব্দ নয়-
Created: 2 months ago
A
সোম
B
হিমাংশু
C
সবিতা
D
দ্বিজরাজ
চন্দ্রের প্রতিশব্দ নয় সবিতা । চন্দ্রের প্রতিশব্দ হলো: দ্বিজরাজ, সোম, হিমাংশু ।এরুপ- সুধাকর, শশী, নিশাকর, রজনীকান্ত ইত্যাদি।

0
Updated: 2 months ago