দিগ্দর্শন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা, যা বঙ্গভূমিতে সাহিত্য ও জ্ঞানচর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
-
প্রকাশের স্থান ও ভাষা: বঙ্গভূমিতে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা।
-
প্রথম সংখ্যা: ১৮১৮ সালের এপ্রিল মাসে প্রকাশিত হয়।
-
প্রকাশের ধরন: এটি ছিল একটি মাসিক পত্রিকা।
-
প্রকাশক: পত্রিকাটি শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন থেকে প্রকাশিত হয়।
-
সম্পাদক: বিখ্যাত খ্রিস্টান ধর্মপ্রচারক জোশুয়া মার্শম্যানের পুত্র, জন ক্লার্ক মার্শম্যান, এর সম্পাদিত মাসিক সাময়িকী ছিল।
-
সংরক্ষণ: কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ গ্রন্থাগারে দিগ্দর্শনের কপিসমূহ সংরক্ষিত আছে।