A
খানা
B
খানা
C
টুকু
D
গুলা
উত্তরের বিবরণ
পদাশ্রিত নির্দেশক (Quantitative or Measure Indicators)
সংজ্ঞা
-
পদাশ্রিত নির্দেশক হলো এমন শব্দ যা সংখ্যা বা পরিমাপের স্বল্পতা বোঝাতে ব্যবহৃত হয়।
-
সাধারণ উদাহরণ: টুকু, টুকুন, টো, গোটা ইত্যাদি।
বচনভেদে ব্যবহার
বচন | পদাশ্রিত নির্দেশক | উদাহরণ |
---|---|---|
একবচন | টি, টা, খানা, খানি, গাছা, গাছি | কলমটি, বইটা, বৈঠকখানা, বইখানি, লাঠিগাছা, চুড়িগাছি |
বহুবচন | গুলি, গুলা, গুলো | আমগুলি, ফলগুলো, বিড়ালগুলা |
সূত্র:
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 week ago