A
বিস্ময় চিহ্ন
B
সেমিকোলন
C
কমা
D
ইলেক চিহ্ন
উত্তরের বিবরণ
বাক্যে যতিচিহ্ন অনুযায়ী থামার সময়
যতিচিহ্ন | থামার পরিমাণ |
---|---|
কমা (,) বা পাদচ্ছেদ | ১ 'এক' সময় |
সেমিকোলন (;) বা অর্ধচ্ছেদ | ২ 'এক' সময় |
হাইফেন (-), ইলেক, লোপ চিহ্ন, ব্র্যাকেট ( ) | থামার প্রয়োজন নেই |
দাঁড়ি (।), পূর্ণচ্ছেদ, প্রশ্নচিহ্ন (?), বিস্ময়চিহ্ন (!), কোলন (:), কোলন-ড্যাশ (:-), ড্যাশ (-) | ১ 'এক' সেকেন্ড |
সূত্র:
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 week ago
‘কমা’ কোথায় বসে?
Created: 4 weeks ago
A
বাক্যের মাঝে কোনো পদ ব্যাখ্যা করার জন্য
B
প্রশ্ন বোঝানোর জন্য
C
সম্বোধন পদের পর
D
কোনো অপূর্ণ বাক্যের পর
বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ - বিভাগ দেখাবার জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ এক সঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরই কমা বসবে।

0
Updated: 4 weeks ago
কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়?
Created: 3 days ago
A
দাঁড়ি
B
কোলন
C
প্রশ্ন চিহ্ন
D
বিস্ময় চিহ্ন
প্রান্তিক বিরাম চিহ্ন ৪টি। যেমন: ১/দাঁড়ি /পূর্ণচ্ছেদ ২/প্রশ্নবোধক চিহ্ন ৩/বিস্ময় /সম্বোধন চিহ্ন ৪/ ডাবল দাঁড়ি / পূর্ণচ্ছেদ।

0
Updated: 3 days ago
উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
কোলন ড্যাশ
B
ড্যাশ
C
কোলন
D
সেমিকোলন
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) অনুসারে, কোলন ড্যাশ (:-) উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোলন এবং ড্যাশ চিহ্ন একসঙ্গে ব্যবহৃত হয়।

1
Updated: 1 month ago