A
√কৃ+ অন = করণ
B
√নো + অন = নয়ন
C
√ভৈ + অন = ভুবন
D
√শয় + অন = শয়ন
উত্তরের বিবরণ
সংস্কৃত কৃৎ প্রত্যয় – ‘অন’ (< অনট্)
১. কর্তৃবাচ্যে (Active sense)
ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
---|---|---|---|
নিন্দ্ | অন | নন্দন | প্রশংসনীয় ব্যক্তি/বস্তু |
সাধ্ | অন | সাধন | সাধন করা/সম্পাদন |
তপ্ | অন | তপন | তপস্যা/উপবাস করা |
২. ভাববাচ্যে (Abstract/State)
ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
---|---|---|---|
গম | অন | গমন | যাত্রা/যাওয়া |
শী | অন | শয়ন | শোয়া |
কৃ | অন | করণ | করা/কাজ |
উদ্ + গৃ | অন | উদ্গিরণ | উচ্চারণ/উৎপাদন |
৩. করণবাচ্যে (Instrumental/Means)
ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
---|---|---|---|
নী | অন | নয়ন | চোখ |
চর্ | অন | চরণ | পদ/পা |
৪. অধিকরণবাচ্যে (Locative/Place)
ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
---|---|---|---|
শী | অন | শয়ন | শোয়ার স্থান |
স্থা | অন | স্থান | জায়গা |
ভূ | অন | ভুবন | পৃথিবী |
উদ্ + যা | অন | উদ্যান | বাগান |
সূত্র: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 week ago
কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
Created: 3 months ago
A
ঠগী
B
পানাস
C
পাঠক
D
সেলামী
বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি ২০১৯ সংস্করণ অনুসারে,
• √পাঠ্ + অক = পাঠক, পাঠ ধাতুর সাথে 'অক' কৃৎ প্রত্যয় যুক্ত হয়েছে।
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• পাঠক (বিশেষ্য)
- এটি সংস্কৃত শব্দ,
- পাঠক শব্দের যথার্থ প্রকৃতি-প্রত্যয় = √পাঠি+অক;
অর্থ: পাঠকারী, ছাত্র, কথক, শিক্ষক।
সুতরাং অপশন অনুসারে, সঠিক উত্তর অপশন ‘খ’।

0
Updated: 3 months ago
”দোলনা” শব্দের সঠিক প্রকৃত-প্রত্যয় কোনটি?
Created: 4 weeks ago
A
√দুল্ + অন
B
√দুল্ + অনা
C
√দল্ + ওনা
D
√দুল্ + আন
• ”অনা”- কৃৎ প্রত্যয় যোগে বাংলা শব্দ গঠন:
- √দুল্ + অনা= দুলনা> দোলনা।
- √খেল্ + অনা =খেলনা।
উল্লেখ্য,
- ধাতুর সঙ্গে যখন কোনো ধ্বনি বা ধ্বনি-সমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি হয়, তখন ক্রিয়ামূল বা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা প্রকৃতি, আর ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ-প্রত্যয়।
যেমন-
- চল্ (ক্রিয়া প্রকৃতি)+ অন (কৃৎ-প্রত্যয়) = চলন (বিশেষ্য পদ)।
- চল (ক্রিয়া প্রকৃতি) + অন্ত (কৃৎ-প্রত্যয়) = চলন্ত (বিশেষণ পদ)।

0
Updated: 4 weeks ago
নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
Created: 4 weeks ago
A
বাদী
B
সভানেত্রী
C
জেলেনি
D
পেত্নী
জেলেনি শব্দটি নি প্রত্যয়যোগে গঠিত একটি স্ত্রীবাচক শব্দ। এখানে: জেলে (মূল শব্দ) + নি (স্ত্রীবাচক প্রত্যয়) = জেলেনি। এই শব্দটি জেলে পেশায় নিযুক্ত নারীদের বোঝাতে ব্যবহার হয়।

0
Updated: 4 weeks ago