শুদ্ধ প্রকৃতি প্রত্যয় কোনটি?
A
√কৃ+ অন = করণ
B
√নো + অন = নয়ন
C
√ভৈ + অন = ভুবন
D
√শয় + অন = শয়ন
উত্তরের বিবরণ
সংস্কৃত কৃৎ প্রত্যয় – ‘অন’ (< অনট্)
১. কর্তৃবাচ্যে (Active sense)
ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
---|---|---|---|
নিন্দ্ | অন | নন্দন | প্রশংসনীয় ব্যক্তি/বস্তু |
সাধ্ | অন | সাধন | সাধন করা/সম্পাদন |
তপ্ | অন | তপন | তপস্যা/উপবাস করা |
ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
---|---|---|---|
গম | অন | গমন | যাত্রা/যাওয়া |
শী | অন | শয়ন | শোয়া |
কৃ | অন | করণ | করা/কাজ |
উদ্ + গৃ | অন | উদ্গিরণ | উচ্চারণ/উৎপাদন |
ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
---|---|---|---|
নী | অন | নয়ন | চোখ |
চর্ | অন | চরণ | পদ/পা |
ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
---|---|---|---|
শী | অন | শয়ন | শোয়ার স্থান |
স্থা | অন | স্থান | জায়গা |
ভূ | অন | ভুবন | পৃথিবী |
উদ্ + যা | অন | উদ্যান | বাগান |

0
Updated: 1 month ago
‘বক্তব্য’-এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
Created: 2 weeks ago
A
√বক + তব্য
B
√বক্ত + ব্য
C
√বক্ত + অব্য
D
√বচ্ + তব্য
বক্তব্য (বিশেষণ)। সংস্কৃত শব্দ। প্রকৃতি প্রত্যয় = √বচ্ + তব্য। অর্থ: বলতে হবে বা বলার যোগ্য এমন।

0
Updated: 2 weeks ago
'আ' প্রত্যয়যোগে গঠিত তদ্ধিতান্ত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
বিবিয়ানা
B
পড়া
C
শোনা
D
চোরা
‘আ’ প্রত্যয়যোগে গঠিত কিছু শব্দ
মূল শব্দ | প্রত্যয় | গঠিত শব্দ | শব্দের শ্রেণি |
---|---|---|---|
চোর | আ | চোরা | তদ্ধিতান্ত |
পড়্ | আ | পড়া | কৃদন্ত |
শুন্ | আ | শোনা | কৃদন্ত |
বিবি | আনা | বিবিয়ানা | তদ্ধিতান্ত |
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)

0
Updated: 1 month ago
প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?
Created: 4 months ago
A
উৎকর্ষতা
B
উৎকর্ষ
C
উৎকৃষ্ট
D
উৎকৃষ্টতা
অপশনে দ্বৈত উত্তর রয়েছে
• উৎকর্ষ (বিশেষ্য পদ)
এই শব্দটি কৃৎ-প্রত্যয়ে গঠিত (উৎ + √কৃষ্ + অ) রূপে।
তবে, এর সঙ্গে যদি ‘তা’ (বিশেষ্য) প্রত্যয় যোগ করা হয়, তাহলে গঠিত হয় ‘উৎকর্ষতা’। কিন্তু এটি দ্বিত্বপ্রয়োগজনিত বাহুল্য দোষে দুষ্ট, কারণ ‘উৎকর্ষ’ নিজেই একটি পরিপূর্ণ বিশেষ্য। অতএব, ‘উৎকর্ষতা’ শব্দটি শুদ্ধ নয়।
• উৎকৃষ্ট (বিশেষণ পদ)
এটি গঠিত হয়েছে (উৎ + √কৃষ্ + ত) রূপে, অর্থাৎ এটি কৃৎ-প্রত্যয় সাধিত একটি বিশেষণ।
এই ‘উৎকৃষ্ট’ শব্দের সঙ্গে ‘তা’ প্রত্যয় যুক্ত হলে গঠিত হয় ‘উৎকৃষ্টতা’, যা একটি বিশুদ্ধ বিশেষ্য পদ। এটি ‘উৎকর্ষ’ শব্দের সমার্থক হিসেবেও ব্যবহৃত হয়।
সারসংক্ষেপে
প্রদত্ত উদাহরণে কেবল ‘উৎকর্ষতা’ শব্দটি শুদ্ধ নয়।
শুদ্ধ কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ দুটি হলো—
১. উৎকর্ষ (উৎ + √কৃষ্ + অ)
২. উৎকৃষ্ট (উৎ + √কৃষ্ + ত)
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 4 months ago