A
Roe-goat
B
Doe-goat
C
Lad-goat
D
Lad-goatNanny-goat
উত্তরের বিবরণ

0
Updated: 1 week ago
Who wrote The Lake Isle of Innisfree?
Created: 2 weeks ago
A
William Butler Yeats
B
Lord Byron
C
Robert Frost
D
T. S. Eliot
ব্যাখ্যা:
The Lake Isle of Innisfree:
-
রচনা করেছেন William Butler Yeats।
-
কবিতার মোট ১২ লাইন।
-
Innisfree হলো আয়ারল্যান্ডের একটি শান্তিপূর্ণ, নৈসর্গিক উপত্যকা।
-
কবি শহরের কোলাহল ও ক্লান্তি থেকে পালিয়ে গ্রামের শান্ত পরিবেশে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।
W. B. Yeats:
-
জন্ম: 1865, মৃত্যু: 1939
-
একজন Irish poet এবং নাট্যকার।
-
১৯২৩ সালে প্রথম আয়ারিশ হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন।
-
Ireland-এর National Poet হিসেবে খ্যাত।
-
সাহিত্যকর্মে আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতির প্রভাব স্পষ্ট।
-
Abbey Theatre প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
Major Poems:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1919
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
Major Plays:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
Prose:
-
A Vision
-
Celtic Twilight (essay)
Source: Britannica

0
Updated: 2 weeks ago
What is the verse style used in John Milton’s Paradise Lost?
Created: 4 weeks ago
A
Free verse
B
Sonnet
C
Blank verse
D
Limerick
• John Milton-এর Paradise Lost কবিতায় ব্যবহৃত ছন্দের ধরন হলো "Blank verse" (গ)। Blank verse হলো একটি বিশেষ ধরনের কবিতা যেখানে নিয়মিত মাত্রা (meter), বিশেষত iambic pentameter, বজায় থাকে, কিন্তু কোনো ছন্দমিল (rhyme) থাকে না। Milton এই শৈলীকে মহাকাব্যিক সাহিত্য রচনার জন্য বেছে নিয়েছিলেন কারণ এটি স্বাভাবিক বাক্যালাপের কাছাকাছি এবং গম্ভীর ও মার্জিত শৈলী বহন করে। অন্য অপশনগুলির মধ্যে, Free verse (ক) ছন্দ ও মাত্রার কোন নির্দিষ্ট নিয়ম মানে না; Sonnet (খ) হলো ১৪ লাইনের ছন্দযুক্ত কবিতা, সাধারণত প্রেম বিষয়ক; আর Limerick (ঘ) হলো পাঁচ লাইনের মজাদার ও ছন্দময় কবিতা, যা হাস্যরসের জন্য ব্যবহৃত হয়। সুতরাং, Milton-এর গুরুগম্ভীর ও ধর্মীয় মহাকাব্যের জন্য Blank verse ছিল সবচেয়ে উপযুক্ত।

0
Updated: 4 weeks ago
Utopia was first written in _______.
Created: 4 months ago
A
Latin
B
English
C
Greek
D
French
"Utopia" বইটি প্রথমে ল্যাটিন ভাষায় লেখা হয়েছিল। এটি Thomas More এর লেখা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সমাজতাত্ত্বিক গ্রন্থ, যা 1516 সালে প্রকাশিত হয়।
Utopia is a work of fiction and socio-political satire by Sir Thomas More.
- 'Utopia' রচনা করে 'Thomas Moore' বিখ্যাত হয়ে আছেন।
- তিনি 'Utopia' লিখেছেন ল্যাটিন ভাষায়।
- 'Utopia' গ্রিক অর্থ হচ্ছে কোথাও না। অর্থাৎ কোথাও কোনোদিন যা ছিল না।
- এর দ্বারা একটি কাল্পনিক দ্বীপকে বোঝানো হয়।
- বইটির কাহিনী দুইটি ভাগে বিভক্ত।
- Sir Thomas Moore এর এই লেখার উপর ভিত্তি করে পরবর্তী তে সাহিত্যে একটি নতুন genre - Utopian fiction তৈরি হয়েছে।
Thomas More কে Sir Thomas More বা Saint Thomas More ও বলা হয়।
- তিনি ১৪৭৮ সালে London এ জন্মগ্রহণ করেন।
- He was an English humanist and statesman, chancellor of England.
- তার রচিত History of King Richard III - কে ইংরেজি ইতিহাস রচনার প্রথম মাস্টারপিস হিসেবে বিবেচনা করা হয়।
Another notable work:
- History of King Richard III (in Latin and in English) between 1513 and 1518.
Source: ইংরেজি সাহিত্যের ইতিহাস , ড. শীতল ঘোষ, goodreads.com and Live MCQ Lecture.

0
Updated: 4 months ago