'বিচিত্র' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
A
একবর্গা
B
বিভক্ত
C
সংহত
D
একবর্ণ
উত্তরের বিবরণ
বিপরীতার্থক শব্দ (Antonyms)
শব্দ | অর্থ | বিপরীতার্থক শব্দ | অর্থ |
---|---|---|---|
বিচিত্র | নানা বর্ণবিশিষ্ট | একবর্ণ | একরঙা |
সংহত | একত্রিত, অভিন্ন | বিভক্ত | ভাগাভাগি, বিচ্ছিন্ন |
একবর্গা | একরোখা, একগুঁয়ে | — | — |
সূত্র:
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
-
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
'সুমতি' এর বিপরীতার্থক শব্দ -
Created: 1 month ago
A
সবুদ্ধি
B
দুষ্ট
C
শিষ্ট
D
মন্দবুদ্ধি
বিপরীতার্থক শব্দ (Antonyms)
-
সুমতি ↔ মন্দবুদ্ধি
-
সুমতি: উত্তম বা সবুদ্ধি, সদিচ্ছা, সৎপ্রবৃত্তি, দয়া।
-
দুর্মতি: অসৎ মনোভাব, মন্দবুদ্ধি, কুবুদ্ধি।
-
-
পথ ↔ বিপথ
-
দুষ্ট ↔ শিষ্ট
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
-
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
অধিত্যকা এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
পার্বত্য
B
সমতল
C
ধিত্যকা
D
উপত্যকা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী, কিছু ভূগোলগত শব্দ এবং তাদের অর্থ ও বিপরীতার্থকতা নিম্নরূপভাবে ব্যাখ্যা করা যায়। তথ্যগুলো হলো:
• অধিত্যকা শব্দের অর্থ হলো পর্বতের সমতল উপরিভাগ বা সানুদেশ।
• উপত্যকা শব্দের অর্থ হলো দুই পর্বতের মধ্যবর্তী সমতল বা নিম্নভূমি।
• তাই, অধিত্যকা শব্দের বিপরীতার্থক শব্দ হলো উপত্যকা।
অন্যদিকে,
• সমতল শব্দের অর্থ হলো এমন স্থান যা উঁচু-নিচু নয় এবং পৃষ্ঠদেশ সমান।
• সমতল শব্দের বিপরীতার্থক শব্দ হলো অসমতল।

0
Updated: 1 month ago
ক্ষীয়মাণ-এর বিপরীত শব্দ কী?
Created: 2 months ago
A
বৃহৎ
B
বর্ধিষ্ণু
C
বর্তমান
D
বৃদ্ধিপ্রাপ্ত
ক্ষীয়মাণ শব্দের অর্থ হলো: ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে।
এটির বিপরীত অর্থ হবে: যা ক্রমশ বাড়ছে বা উন্নতির দিকে যাচ্ছে।
সেই অনুযায়ী সঠিক উত্তর হবে:
খ) বর্ধিষ্ণু ✅
অর্থ: সমৃদ্ধিশালী, উন্নতিশীল, ক্রমবর্ধমান।

0
Updated: 2 months ago