A
You, I, and she were responsible for the mistake.
B
She, You, and I were responsible for the mistake.
C
I, you, and she were responsible for the mistake.
D
She, I, and you were responsible for the mistake.
No subjects available.
উত্তরের বিবরণ
Correct Sentence:
-
I, you, and she were responsible for the mistake.
Explanation:
-
যখন কোনো দোষ বা দায়িত্ব স্বীকার করতে হয়, তখন pronouns সাধারণত '123' বা '132' নিয়মে বসে:
-
1 → I (first person)
-
2 → you (second person)
-
3 → he/she/they (third person)
-
-
Verb সর্বদা plural হয়।
-
উদাহরণ:
-
I, you, and he committed the crime.
-
She, I, and you were late for the meeting.
-
Notes:
-
অন্য pronoun ক্রমগুলো যেমন '231' বা '31' সাধারণ বাক্যে ব্যবহার হয়, কিন্তু দোষ স্বীকার বা দায়িত্ব গ্রহণে '123/132' নিয়ম মেনে বসানো হয়।

0
Updated: 1 week ago
Doctor Faustus was written during -
Created: 2 weeks ago
A
Elizabethan period
B
Restoration period
C
Middle English period
D
Victorian period
সঠিক উত্তর: ক) Elizabethan period
বিস্তারিত ব্যাখ্যা:
Doctor Faustus:
-
পুরো নাম: The Tragicall History of D. Faustus
-
রচয়িতা: Christopher Marlowe
-
প্রকাশকাল: ১৬০৪
-
কাঠামো: ৫টি acte বিশিষ্ট ট্র্যাজেডি
-
কাহিনী সংক্ষেপ: Faustus একজন পণ্ডিত ডাক্তার, যিনি অসীম জ্ঞান ও ক্ষমতা অর্জনের জন্য শয়তান Mephistopheles-এর সঙ্গে চুক্তি করেন। নাটকে ভালো এবং খারাপ ফেরেশতা তাকে প্রভাবিত করার চেষ্টা করে। Faustus শেষ পর্যন্ত বুঝতে পারেন যে সে ফিরে আসতে পারবে না।
-
Mephistopheles নাটকে পাপ ও শয়তানের প্রতীক।
কিছু বিখ্যাত সংলাপ:
-
"Pluck up your hearts, since fate still rests our friend."
-
"Hell is just a frame of mind."
-
"Fools that will laugh on earth, most weep in hell."
-
"He that loves pleasure must for pleasure fall."
-
"The stars move still, time runs, the clock will strike."
Christopher Marlowe:
-
একজন Elizabethan poet এবং University Wit
-
Shakespeare-এর আগে ইংরেজি নাটকের অন্যতম প্রধান ব্যক্তিত্ব
-
ড্রাম্যাটিক ব্ল্যাঙ্ক ভার্স প্রতিষ্ঠায় বিশেষভাবে পরিচিত
অন্যান্য উল্লেখযোগ্য রচনা (plays):
-
Edward II
-
Hero and Leander
-
Tamburlaine the Great
-
The Jew of Malta

0
Updated: 2 weeks ago
'Paradise Lost' attempted to
Created: 2 weeks ago
A
Justify ways of man to God
B
Justify the ways of God to men
C
Show Satan and God have equal power
D
Explain why good and evil are necessary
John Milton – Paradise Lost
-
সঠিক উত্তর: খ) Justify the ways of God to men
-
Milton প্রথম বইতেই স্পষ্টভাবে ঘোষণা করেছেন:
"That, to the height of this great argument
I may assert eternal providence,
And justify the ways of God to men"
Paradise Lost:
-
রচয়িতা: John Milton
-
প্রকাশ: ১৬৬৭ সালে, মোট বারো খণ্ডে
-
ধরণ: Epic poem, Blank verse
-
মূল বিষয়: আদি মানব Adam ও Eve-এর স্বর্গ থেকে মর্ত্যে পতন, শয়তানের বিদ্রোহ, এবং ঈশ্বরের ন্যায় প্রতিষ্ঠা
-
থিম: ঈশ্বরের পথ মানুষদের কাছে ন্যায্য প্রমাণ করা
কাহিনী সংক্ষেপ:
-
শয়তান স্বর্গ থেকে বহিষ্কারিত হয়
-
সে প্রতিশোধ নিতে মানুষকে খোদাদ্রোহে প্ররোচিত করে
-
ইডেন বাগানে এসে ইভকে নিষিদ্ধ ফল খেতে প্রলুব্ধ করে
-
Adam ও Eve ফল ভক্ষণ করে অপরাধ বুঝে স্বর্গ থেকে বহিষ্কার হন
John Milton (1608–1674):
-
জন্ম: লন্ডন, ইংল্যান্ড
-
পরিচিতি: English poet, pamphleteer, historian
-
বিশেষত্ব: Epic poet, master of blank verse
-
উল্লেখযোগ্য রচনা:
-
Paradise Lost (Epic)
-
Paradise Regained (Epic)
-
Of Education (Prose)
-
Lycidas (Elegy)
-

0
Updated: 2 weeks ago
Choose the antonym of “Adversity”:
Created: 2 weeks ago
A
Misfortune
B
Hardship
C
Prosperity
D
Calamity
Correct Answer
গ) Prosperity ✅
Explanation:
-
Adversity (Noun)
-
Bangla Meaning: নিদারুণ দুর্দশা, দৈবদোষ, দুঃখযন্ত্রণা।
-
English Meaning: a state or instance of serious or continued difficulty or misfortune.
-
-
Prosperity (Noun)
-
Bangla Meaning: সমৃদ্ধি, শ্রীবৃদ্ধি, সৌভাগ্য, সাফল্য, উন্নতি।
-
English Meaning: the condition of being successful or thriving.
-
Other Options
ক) Misfortune → দুর্ভাগ্যজনক ঘটনা; অনর্থপাত।
খ) Hardship → কষ্টকর পরিস্থিতি; suffering।
ঘ) Calamity → দুর্দৈব, বিপর্যয়, চরম দুর্দশা।

0
Updated: 2 weeks ago