We (not have) a holiday since the beginning of the year. - Which of the following verb forms best completes the above sentence?
A
did not have
B
have not had
C
are not having
D
had not had
উত্তরের বিবরণ
সম্পূর্ণ বাক্য: We have not had a holiday since the beginning of the year.
বিষয়বস্তু:
যখন বাক্যে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ থাকে, তখন বুঝা যায় এটি Present Perfect Continuous Tense হওয়া উচিত।
তবে have, be, see, watch, understand এর মতো মূল ক্রিয়া (main verbs) থাকলে Present Perfect Continuous এর পরিবর্তে Present Perfect Tense ব্যবহৃত হয়।
গঠন:
Subject + have/has + past participle + ... + for/since + time
উদাহরণ:
-
He has not had much free time since the beginning of the month.
-
We have not had much workload for a few days.

0
Updated: 2 months ago
Stockings are _____ socks.
Created: 1 week ago
A
long
B
small
C
big
D
short
• Stockings are long socks.
• Stockings
English Meaning: A long sock worn by men.
Bangla Meaning: নাইলন, সুতি, রেশম বা উলের তৈরি আঁটসাঁট হাঁটু পর্যন্ত লম্বা মোজা।
• Long - লম্বা; দীর্ঘ।
• অন্য অপশনগুলোর মধ্যে -
খ) small - ক্ষুদ্র; ছোট; অল্প।
গ) big - বড়ো; বৃহৎ; বিশাল; আকারে/পরিধিতে/ক্ষমতায়/গুরুত্বে বড় বোঝাতে।
ঘ) short - হ্রস্ব; খাটো; খর্ব; ছোট; বেটে; অনুচ্চ; অল্প; স্বল্পস্থায়ী; স্বল্পায়ু।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.

0
Updated: 1 week ago
They travelled to Savar __________.
Created: 5 days ago
A
on foot
B
by walking
C
on their feet
D
by foot
• শূন্যস্থান পূরণের সঠিক উত্তর: on foot
-
সম্পূর্ণ বাক্য: They travelled to Savar on foot.
• on foot মানে কী?
-
on foot মানে হলো পায়ে হেঁটে।
-
যখন কেউ হাঁটতে হাঁটতে কোথাও যায়, তখন আমরা on foot বলি।
• উদাহরণ:
-
পায়ে হেঁটে যেতে প্রায় ৩০ মিনিট লাগে, আর গাড়িতে মাত্র ১০ মিনিট।
(It takes about 30 minutes on foot, or 10 minutes by car.) -
আমার বন্ধু সব সময় হেঁটে বাসায় যায়।
(My friend always goes home on foot.)

0
Updated: 5 days ago
Only after I ____ home, did I remember my doctor's appointment.
Created: 6 days ago
A
going
B
go
C
went
D
gone
✅ "Only after", "Only if", "Only in this way" ইত্যাদি বাক্যের শুরুতে বসলে—
এরপরের বাক্যে (Clause-2) Auxiliary verb (সহকারি ক্রিয়া) Subject-এর আগে বসে।
এই নিয়মকে বলা হয় Inversion (উল্টানো বাক্যগঠন)।
উদাহরণ দিয়ে সহজভাবে বোঝাই
-
সাধারণভাবে বললে:
➤ You could play only after lunch.
➤ I would accept this position only if everybody agreed. -
কিন্তু "Only after" বা "Only if" বাক্যের শুরুতে এলে বাক্য হবে:
✅ Only after lunch could you play.
✅ Only if everybody agreed would I accept this position.
এখানে দেখা যাচ্ছে, "could" ও "would" Subject ("you", "I") এর আগে চলে এসেছে।
Past tense + After → বিশেষ নিয়ম
যদি বাক্যে Past tense থাকে এবং After ব্যবহার হয়, তখন সাধারণভাবে "after"-এর পরে Past Perfect ব্যবহার হয়। যেমন:
➤ After I had gone home, I remembered my doctor’s appointment.
কিন্তু যদি "Only after" বাক্যের শুরুতে বসে, তখন Past Indefinite ব্যবহার করলেই হয়:
✅ Only after I went home did I remember my doctor’s appointment.
এখানে "did I remember" এই অংশটি Inversion-এর উদাহরণ।
যখন "Only after", "Only if", ইত্যাদি দিয়ে বাক্য শুরু হয়, তখন পরের অংশে Auxiliary verb (did, could, would) Subject-এর আগে বসে। আর Past tense থাকলে "Only after" এর পরে Past Indefinite হলেই চলে।
উদাহরণগুলো আবার দেখে নেই:
-
✅ Only after lunch could you play.
-
✅ Only if everybody agreed would I accept this position.
-
✅ Only after I went home did I remember my doctor’s appointment.

0
Updated: 6 days ago