A
masculine
B
feminine
C
common
D
neuter
উত্তরের বিবরণ
Swain
-
Gender: Masculine
-
Bangla meaning: গ্রাম্য যুবক
-
Feminine form: Nymph (রূপসী নারী)
Source: Accessible Dictionary

0
Updated: 1 week ago
Which of the following was not created by John Keats?
Created: 2 weeks ago
A
Ode on a Grecian Urn
B
Ode on Melancholy
C
Dejection: An Ode
D
Ode on Indolence
"Dejection: An Ode" একটি বিখ্যাত কবিতা যা লিখেছেন Samuel Taylor Coleridge।
মূল তথ্য:
-
লেখক: Samuel Taylor Coleridge
-
ধরণ: Autobiographical poem
-
প্রকাশ: 1802
-
পরিস্থিতি: কবি তখন অপিয়ামের আসক্ত, দাম্পত্য জীবনে অসন্তুষ্ট এবং Sara Hutchinson-এর প্রেমে পড়েছিলেন
কবিতার বিষয়:
-
কবিতাটি Coleridge-এর ব্যক্তিগত বিষণ্ণতা, হতাশা এবং প্রকৃতির প্রতি তার অনুভূতির প্রতিফলন।
-
এটি মনস্তাত্ত্বিক গভীরতা এবং আত্মচিন্তনের কবিতা।
Samuel Taylor Coleridge:
-
British poet, English lyrical poet, critic ও philosopher
-
Lyrical Ballads (William Wordsworth-এর সাথে) ইংরেজি Romantic movement শুরু করে
-
Biographia Literaria (1817) ইংরেজি Romantic period-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্য সমালোচনা
উল্লেখযোগ্য কাজসমূহ:
-
Biographia Literaria (Critical Autobiography)
-
Christabel (Poem)
-
Dejection: An Ode (Poem)
-
Frost at Midnight (Poem)
-
Kubla Khan (Poem)
-
Lyrical Ballads (Book)
-
The Rime of the Ancient Mariner (Poem)
অন্যান্য উল্লেখযোগ্য কবি (প্রসঙ্গ):
John Keats — Romantic lyric poet, ‘Poet of Beauty’, লিখেছেন:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman's Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci
সারসংক্ষেপ: "Dejection: An Ode" Coleridge-এর লেখা; John Keats-এর লেখা নয়।

0
Updated: 2 weeks ago
What is the significance of Darcy’s letter to Elizabeth?
Created: 20 hours ago
A
It proposes marriage again
B
It explains his past actions
C
It criticizes Bennet family
D
It praises Jane
Darcy Elizabeth-কে একটি দীর্ঘ চিঠি লেখে প্রথম প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর। এতে সে দুটি বিষয় ব্যাখ্যা করে—(১) কেন সে Jane ও Bingley-এর সম্পর্ক ভেঙে দেয়, (২) Wickham-এর আসল চরিত্র। এই চিঠি Elizabeth-এর জীবনের টার্নিং পয়েন্ট। সে Darcy-এর নৈতিক সততা দেখে মুগ্ধ হয় এবং নিজের ভুল বুঝতে পারে। Austen এখানে চিঠিকে সত্য প্রকাশের প্রতীক করেছেন, যা গল্পকে নতুন দিকে মোড় দেয়।

0
Updated: 20 hours ago
P.B. Shelley's 'Adonais' is an elegy on the death of-
Created: 1 month ago
A
John Milton
B
S.T. Coleridge
C
John Keats
D
Lord Byron
Adonais
-
Adonais হলো বিখ্যাত ইংরেজি কবি P. B. Shelley-এর লেখা একটি কবিতা।
-
এটি একটি pastoral elegy বা গ্রামীণ পরিবেশভিত্তিক শোকগাথা, যেখানে কারও মৃত্যুকে কেন্দ্র করে শোক প্রকাশ করা হয়।
-
এই কবিতাটি তিনি লিখেছিলেন তার প্রিয় বন্ধু John Keats-এর মৃত্যুতে শোক প্রকাশ করার জন্য।
-
Adonais নামটি এসেছে গ্রীক পুরাণ থেকে; সেখানে তিনি ছিলেন এক তরুণ বীর।
-
কবিতাটিতে দেখা যায়, Keats-এর মৃত্যুতে শুধু মানুষ নয়, প্রকৃতি ও দেবতাদেরকেও শোক প্রকাশে আহ্বান করা হয়েছে।
-
এই কবিতাটি অনেক সময় John Milton এর বিখ্যাত elegy "Lycidas"-এর সাথে তুলনা করা হয়।
P. B. Shelley
-
Percy Bysshe Shelley ছিলেন একজন ইংরেজ রোমান্টিক যুগের কবি।
-
তিনি ভালোবাসা ও সমাজের ন্যায়বিচার নিয়ে কবিতা লিখতেন।
-
তার স্ত্রীর নাম ছিল Mary Shelley, যিনি “Frankenstein” উপন্যাসের লেখিকা।
Shelley-এর কিছু বিখ্যাত রচনা
-
Adonais (শোকগাথা কবিতা)
-
Mont Blanc
-
Ode to the West Wind
-
Ozymandias
-
Peter Bell the Third
-
Prometheus Unbound (নাটক)
-
Queen Mab
-
Rosalind and Helen
-
The Cenci (নাটক)
-
The Cloud
-
The Masque of Anarchy
উৎস: Encyclopedia Britannica

0
Updated: 1 month ago