Choose the correct sentence.
A
You, I, and she were responsible for the mistake.
B
She, You, and I were responsible for the mistake.
C
I, you, and she were responsible for the mistake.
D
She, I, and you were responsible for the mistake.
উত্তরের বিবরণ
Correct Sentence:
-
I, you, and she were responsible for the mistake.
Explanation:
-
যখন কোনো দোষ বা দায়িত্ব স্বীকার করতে হয়, তখন pronouns সাধারণত '123' বা '132' নিয়মে বসে:
-
1 → I (first person)
-
2 → you (second person)
-
3 → he/she/they (third person)
-
-
Verb সর্বদা plural হয়।
-
উদাহরণ:
-
I, you, and he committed the crime.
-
She, I, and you were late for the meeting.
-
Notes:
-
অন্য pronoun ক্রমগুলো যেমন '231' বা '31' সাধারণ বাক্যে ব্যবহার হয়, কিন্তু দোষ স্বীকার বা দায়িত্ব গ্রহণে '123/132' নিয়ম মেনে বসানো হয়।

0
Updated: 1 month ago
Choose the correct sentence:
Created: 3 weeks ago
A
My wife reminded me to go my appointment.
B
My wife reminded me of my appointment.
C
My wife reminded me to my appointment.
D
My wife reminded me my appointment.
Correct sentence: My wife reminded me of my appointment.
Remind someone of something/someone (phrasal verb)
-
English Meaning: To be similar to, and make someone think of, something or someone else
-
Bangla Meaning: স্মরণ/মনে করিয়ে দেওয়া
Examples:
-
This song reminds me of our wedding day.
-
Your hair and eyes remind me of your mother.
উৎস:

0
Updated: 3 weeks ago
Which of the following is a synonym for "perennial"?
Created: 3 weeks ago
A
Obsolete
B
Magnify
C
Impulsive
D
Everlasting
Perennial একটি adjective, যা বোঝায় কোনো বিষয় দীর্ঘস্থায়ী বা বারবার ঘটতে থাকা। এটি গাছপালা, পছন্দ বা কোনো অবস্থা বোঝাতে ব্যবহৃত হয় যা সময়ের সঙ্গে ধ্রুব বা পুনরাবৃত্তি হয়।
-
Perennial (adjective)
English Meaning: Lasting a long time, or happening repeatedly or all the time
Bangla Meaning: (১) বারোমেসে, (২) দীর্ঘস্থায়ী, (৩) (গাছ) দুই বছরের বেশি জীবৎকালীন -
Correct Answer: ঘ) Everlasting
-
Synonyms: Everlasting (চিরস্থায়ী), Perpetual (ধারাবাহিক), Eternal (অবিরাম), Abiding (স্থায়ী), Ageless (শাশ্বত), Timeless (নিরবধি)
-
Antonyms: Antiquated (অপ্রচলিত), Obsolete (অপ্রচলিত; সেকেলে), Ceasing (বন্ধ করা), Halting (সাময়িকভাবে বন্ধ), Temporary (অস্থায়ী)
-
Other Forms:
-
Perennially (adverb): স্থায়ীভাবে
-
-
Other Options:
-
Impulsive (আবেগপ্রবণ)
-
Magnify (বড় করা)
-
-
Example Sentences:
-
The food menu changes daily, but the 'Macadamia Nut Crusted Halibut' is a perennial favorite.
-
This variety of oregano is perennial.
-
-
Source:

0
Updated: 3 weeks ago
"An exaggerated statement or an extreme overstatement" means -
Created: 1 month ago
A
Irony
B
Simile
C
Hyperbole
D
None
উত্তর হবে Hyperbole। এটি এমন একটি অলঙ্কার যেখানে ইচ্ছাকৃতভাবে অতিরঞ্জিত বা অতিশয়োক্তিমূলক বক্তব্য ব্যবহার করা হয়, যাতে আবেগ বা ভাবকে প্রবলভাবে ফুটিয়ে তোলা যায়। সাহিত্যে বিশেষ করে কমেডি ও প্রেমের কবিতাতে Hyperbole বহুল ব্যবহৃত। কখনো এটি হাসির উদ্রেক ঘটায়, আবার কখনো তীব্র সমালোচনা প্রকাশ করতেও ব্যবহৃত হয়।
Hyperbole
-
একটি exaggerated statement বা extreme overstatement।
-
বাংলা অর্থ: অতিশয়োক্তি, অত্যুক্তি, অতিরঞ্জন।
-
কমেডিতে হাস্যরস সৃষ্টির জন্য এটি ব্যবহৃত হয়।
-
প্রেমের কবিতায় প্রিয়জনকে তীব্রভাবে প্রশংসা করতে Hyperbole প্রায়শই দেখা যায়।
-
এটি কখনো comic effect তৈরি করে, আবার কখনো serious criticism প্রকাশ করে।
উদাহরণ
-
William Wordsworth-এর Daffodils কবিতায়—
“Ten thousand saw I at a glance.”
এখানে কবি মুহূর্তেই হাজার হাজার ফুল দেখেছেন বলে অতিশয়োক্তি করেছেন।
অন্য বিকল্পগুলো কেন নয়
-
Irony: এমন একটি অভিব্যক্তি যেখানে প্রকৃত অর্থ আড়ালে রাখা হয় বা উল্টোভাবে প্রকাশ করা হয়।
-
Simile: দুটি বস্তুকে তুলনা করার অলঙ্কার, যেখানে সাধারণত as বা like ব্যবহৃত হয়।

0
Updated: 1 month ago