'You' is -
A
Personal pronoun
B
Demonstrative pronoun
C
Relative pronoun
D
Indefinite pronoun
উত্তরের বিবরণ
Personal Pronoun:
-
সংজ্ঞা: কোন ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে Pronoun ব্যবহার করা হয়।
-
Examples: I, you, they, we, he, she, me, him, us
Pronoun-এর ৮টি প্রকার:
-
Personal pronoun: I, we, me, it, you, he, she, they, him, us
-
Demonstrative pronoun: this, that, these, those
-
Interrogative pronoun: what, who, which, whom
-
Relative pronoun: who, whom, whose, which, that
-
Indefinite pronoun: one, none, some, any, all, many, few, several
-
Distributive pronoun: each, every, either, neither
-
Reflexive pronoun: myself, yourself, himself, herself, itself, ourselves, themselves
-
Reciprocal pronoun: each other, one another

0
Updated: 1 month ago
What is the primary meaning of the verb "propitiate"?
Created: 3 weeks ago
A
To deliberately anger someone
B
To ignore someone's feelings
C
To challenge a deity or authority
D
To please and calm a god or person who is annoyed
Propitiate একটি transitive verb, যা বোঝায় কোনো রাগান্বিত ব্যক্তি বা দেবতাকে শান্ত করা, সন্তুষ্ট করা বা প্রসন্ন করার জন্য কিছু করা। সাধারণত এটি আনুষ্ঠানিক বা ধর্মীয় প্রেক্ষাপটে ব্যবহৃত হয়।
-
Propitiate (Verb transitive)
English Meaning: To please and calm a god or person who is annoyed with you
Bangla Meaning: (আনুষ্ঠানিক) ক্রোধ উপশমের জন্য কিছু করা; প্রসাদিত/প্রসন্ন করা -
Correct Answer: To please and calm a god or person who is annoyed
-
Synonyms: Placate (শান্ত/আশ্বস্ত করা), Mollify (শান্ত/প্রশমিত করা), Satisfy (সন্তুষ্ট করা), Appease (পরিতুষ্ট করা), Assuage (আশ্বাস দেওয়া)
-
Antonyms: Anger (রাগানো), Enrage (ক্রুদ্ধ করা), Incense (কোপান্বিত করা), Infuriate (রাগান্বিত করা), Outrage (ক্ষুব্ধ করা)
-
Other Forms:
-
Propitiation (noun): প্রসাদন; প্রায়শ্চিত্ত
-
Propitiatory (adjective): প্রসন্ন করার উদ্দেশ্যে; প্রসন্নকর; শান্তিক
-
-
Example Sentences:
-
In those days, people might sacrifice a goat or sheep to propitiate an angry god.
-
He made an offering to propitiate the angry gods.
-
-
Source:

0
Updated: 3 weeks ago
The feminine form of Masseur is -
Created: 1 month ago
A
Masseus
B
Massese
C
Masseuse
D
None of these
Masseur (masculine)
-
English meaning: A person whose job is giving people massages.
-
Bangla meaning: অঙ্গমর্দক; যে পুরুষ অঙ্গমর্দন করিয়া দেয়।
-
Feminine form: Masseuse
Examples:
-
The chef and masseur will keep you well-fed and relaxed.
-
As a professional masseur, he specializes in sports massage for athletes recovering from injuries.
Note: উল্লিখিত অন্য অপশনগুলো এখানে প্রাসঙ্গিক নয়।
Source: Cambridge & Accessible Dictionary

0
Updated: 1 month ago
A chart was appended to the report. Here 'appended' means-
Created: 1 month ago
A
changed
B
removed
C
joined
D
shortened
শব্দ: Append (ক্রিয়া, পারস্পরিক নয়)
ইংরেজি অর্থ: কোনো লেখা বা নথির শেষে কিছু যোগ করা।
বাংলা অর্থ: লেখায় বা নথিতে সংযুক্ত করা; (কোনো কিছু) পরিশেষে যোগ করা।
উদাহরণ: The results of the survey are appended to this chapter.
(বাংলা: জরিপের ফলাফলটি এই অধ্যায়ের সাথে সংযুক্ত করা হয়েছে।)
প্রশ্নের বিকল্পগুলোর অর্থ:
-
ক) changed: পরিবর্তিত বা ভিন্ন করা; অন্য কিছু দিয়ে পরিবর্তন করা।
-
খ) removed: সরানো বা বাদ দেওয়া।
-
গ) joined: দুটি জিনিসকে মিলিয়ে সংযুক্ত করা।
-
ঘ) shortened: ছোট বা সংক্ষিপ্ত করা।
ব্যাখ্যা:
যদি বলা হয় “A chart was appended to the report,” এখানে appended শব্দের অর্থ হচ্ছে “joined” বা সংযুক্ত করা। অর্থাৎ, একটি চার্ট রিপোর্টের শেষে যোগ করা হয়েছে।
সূত্র: Accessible Dictionary, Bangla Academy, Oxford Learner's Dictionary.

0
Updated: 1 month ago