A
Bachelor
B
Drake
C
Stag
D
Boar
উত্তরের বিবরণ
লিঙ্গ অনুযায়ী প্রাণী ও মানুষদের নাম
Masculine (পুরুষ) | Feminine (স্ত্রী) | অর্থ / বর্ণনা |
---|---|---|
Colt | Filly | অশ্বশাবক |
Hart | Roe | পুরুষ হরিণ |
Ram | Ewe | ভেড়া / স্ত্রী-ভেড়া |
Drone | Bee | পুরুষ মৌমাছি / স্ত্রী মৌমাছি |
Bullock | Heifer | এঁড়ে বাছুর / বকনা বাছুর |
Spinster | — | (পুরুষ: Bachelor) অবিবাহিতা মহিলা / চিরকুমারী |
Drake | Duck | পাতিহাঁস / স্ত্রী হাঁস |
Stag | Doe | পুরুষ হরিণ / স্ত্রী হরিণ |
Boar | Sow | শূকর / স্ত্রী শূকর |
Source: Accessible Dictionary

0
Updated: 1 week ago
Fill in the blank with appropriate use of tense : I couldn't mend the computer myself, so I ____ at a shop.
Created: 4 days ago
A
had it mended
B
had it mend
C
did it mend
D
had mended
Causative Verb এর নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had it mended.
- Complete sentence: I couldn't mend the computer myself, so I had it mended at a shop.
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।
• Causative verb হিসেবে ‘Have’ এর ব্যবহার -
- Subject + have/has + object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
- বস্তুর ক্ষেত্রে - Akhi got her work done by Pakhi.
- উল্লিখিত বাক্যে had এরপর ব্যবহৃত it দ্বারা Computer কে নির্দেশ করছে, অর্থাৎ বস্তুবাচক object তাই verb এর past participle had it mended হয়েছে।
• তবে, ব্যক্তির ক্ষেত্রে bare infinite verb বসে।
- যেমন - The teacher has the students complete the project on time.

0
Updated: 4 days ago
"By and by" means-
Created: 6 days ago
A
By the by
B
On the whole
C
Before long
D
Essentially
Idiom: “By and by”
-
Meaning:
-
English: before long; eventually; soon; ultimately; a future time or occasion
-
Bangla: দেখতে দেখতে, অবিলম্বে, অবশেষে, অনতিকাল মধ্যে; পরবর্তী কালে; পরে
-
-
Correct Option: গ) Before long
Related Idioms / Phrases:
-
By the by
-
English: incidentally; by the way (used as a sentence connector)
-
Bangla: প্রসঙ্গক্রমে, যাই হোক
-
-
On the whole
-
English: by and large; mostly; in general
-
Bangla: মোটের উপর
-
-
By nature
-
English: essentially or innately
-
Bangla: স্বভাবতঃ বা সহজাত
-
Sources:
-
Oxford Dictionary
-
Merriam-Webster Dictionary

0
Updated: 6 days ago
Select the word that is the most closely opposite in meaning to the capitalized word : DELETERIOUS
Created: 3 days ago
A
toxic
B
spurious
C
harmless
D
lethal
Deleterious (adjective)
English Meaning: Causing harm or damage.
বাংলা অর্থ: শরীর বা মনের জন্য ক্ষতিকর, অপকারী বা ক্ষতি করে এমন।
🔹 সমার্থক শব্দ (Synonyms): harmful, damaging, detrimental, injurious, inimical, hurtful, bad, adverse, disadvantageous, unfavourable, undesirable।
🔹 বিপরীতার্থক শব্দ (Antonyms): beneficial, advantageous, harmless ইত্যাদি।
অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ:
-
toxic → বিষাক্ত; বিষসংক্রান্ত
-
spurious → মিথ্যা; জাল; ভেজাল
-
harmless → ক্ষতি করে না এমন
-
lethal → প্রাণঘাতী; মারাত্মক
এখান থেকে বোঝা যাচ্ছে, প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে harmless শব্দটি Deleterious-এর বিপরীতার্থক।
উৎস: বাংলা একাডেমি অ্যাক্সেসেবল ডিকশনারি, Oxford Dictionary, Cambridge Dictionary।

0
Updated: 3 days ago