Let ______ solve the problem together.
A
you, him, and me
B
him, you, and me
C
me, you, and him
D
him, me, and you
উত্তরের বিবরণ
Correct sentence:
Let you, him, and me solve the problem together.
বাংলা: চল সবাই মিলে সমস্যাটার সমাধান করি।
মূল নিয়ম:
-
Let এর পর সবসময় objective pronoun ব্যবহার করতে হবে।
-
Objective pronouns: me, him, her, us, you
-
Subjective pronouns ব্যবহার করা যায় না (I, he, she, we ❌)
-
-
বাক্যে একাধিক pronoun থাকলে বসানোর ক্রম:
-
সাধারণত 231 নিয়মে:
-
প্রথমে second person (you)
-
তারপর third person (him/her/them)
-
শেষে first person (me/I)
-
-
বিকল্প নিয়ম: 23, 21, 31
-
Examples:
-
Let you, him, and me join the team. ✅
-
Let him and me handle the task. ✅
-
Subjective form হবে: he and I, কিন্তু Let-এর পরে ব্যবহার করা যাবে না। ❌
এই নিয়ম মনে রাখলে Let-এর পর pronoun-ব্যবহার সবসময় সঠিক হবে।

0
Updated: 1 month ago
Choose the correct sentence:
Created: 2 weeks ago
A
Each student and each teacher have submitted their documents.
B
Each student and each teacher has submitted his or her document.
C
Each student and each teacher has submitted their documents.
D
Each student and each teacher have submitted his document.
সঠিক উত্তর হলো খ) Each student and each teacher has submitted his or her document।
-
"Each student and each teacher"—এখানে "each" প্রতিটি noun-এর আগে ব্যবহার হওয়ায় subject singular হিসেবে গণ্য হবে।
-
Singular subject-এর জন্য verb হবে has, এবং possessive pronoun হবে his or her, কারণ student ও teacher উভয়ই পুরুষ বা নারী হতে পারে।
-
Their একটি plural pronoun, যা singular subject-এর জন্য formal English-এ ব্যবহার করা উচিত নয়।
-
তাই ব্যাকরণগতভাবে সঠিক, স্পষ্ট এবং gender-inclusive বাক্য হলো: "Each student and each teacher has submitted his or her document"। এটি subject-verb agreement এবং pronoun agreement উভয় ক্ষেত্রেই সঠিক।
Other options:
-
ক) Each student and each teacher have submitted their documents
-
ভুল, কারণ subject singular হওয়া সত্ত্বেও have (plural verb) এবং their (plural pronoun) ব্যবহার করা হয়েছে।
-
-
গ) Each student and each teacher has submitted their documents
-
ভুল, কারণ their singular subject-এর সাথে formal grammar অনুযায়ী সঠিক নয়।
-
-
ঘ) Each student and each teacher have submitted his document
-
ভুল, কারণ have (plural verb) singular subject-এর সাথে ব্যবহার করা হয়েছে এবং his gender-exclusive।
-

0
Updated: 2 weeks ago
Needle : Sewing :: Knife : ?
Created: 1 month ago
A
Cutting
B
Farming
C
Sleeping
D
Reading
Correct Answer: ক) Cutting
ব্যাখ্যা:
-
Needle (সূই) দিয়ে Sewing (সেলাই) করা হয়।
-
Knife হলো ছুরি, যা দিয়ে Cutting (কাটা) করা হয়।
-
সম্পর্ক: tool : function
A needle is used for sewing; a knife is used for cutting.
-
তাই analogical relation অনুযায়ী সঠিক উত্তর হলো Cutting।
Options:
-
ক) Cutting – কাটা ✅
-
খ) Farming – কৃষি কাজ করা
-
গ) Sleeping – ঘুমানো
-
ঘ) Reading – পড়া
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 month ago
He would be rich now if he ____ that business last year.
Created: 1 month ago
A
starts
B
had started
C
started
D
has started
বিশ্লেষণ:
-
Structure: would + be (present result) + if + past perfect (past action)
-
এটি একটি Mixed Conditional Sentence—অতীতের কোনো কাজ বর্তমানকে প্রভাবিত করছে।
✔ Present Result → He would be rich now (এখন ধনী হতো)
✔ Past Condition → if he had started that business last year (যদি সে গত বছর ওই ব্যবসা শুরু করত)
তাই if-clause-এ past perfect tense (had + past participle) ব্যবহার করা বাধ্যতামূলক।

0
Updated: 1 month ago