A
Hart
B
Ewe
C
Filly
D
Drone
উত্তরের বিবরণ
লিঙ্গ অনুযায়ী প্রাণীর নাম
Masculine (পুরুষ) | Feminine (স্ত্রী) | অর্থ |
---|---|---|
Colt | Filly | অশ্বশাবক |
Hart | Roe | পুরুষ হরিণ |
Ram | Ewe | ভেড়া / স্ত্রী-ভেড়া |
Drone | Bee | পুরুষ মৌমাছি / স্ত্রী মৌমাছি |
Source: Accessible Dictionary

0
Updated: 1 week ago
One of the four sentences, given below is grammatically wrong. Choose the wrong sentence:
Created: 3 weeks ago
A
The land is belonged to an old lady.
B
They parted from one another suddenly.
C
The leader expressed himself forcibly.
D
Mother bought me an ice cream.
ভুল বাক্য: The land is belonged to an old lady.
কারণ: এখানে is belonged ভুল, কারণ belong ক্রিয়াটির passive form হয় না।
সঠিক বাক্য: The land belonged to an old lady.
বাংলা অর্থ: জমিটি একজন বৃদ্ধা মহিলার ছিল।
বাকি বাক্যগুলো সঠিক:
খ) They parted from one another suddenly.
বাংলা অর্থ: হঠাৎ করেই তারা একে অপরের থেকে আলাদা হয়ে গেল।
গ) The leader expressed himself forcibly.
বাংলা অর্থ: নেতা জোর দিয়ে নিজের কথা প্রকাশ করলেন।
ঘ) Mother bought me an ice cream.
বাংলা অর্থ: মা আমাকে একটি আইসক্রিম কিনে দিলেন।

0
Updated: 3 weeks ago
Who wrote The Lake Isle of Innisfree?
Created: 2 weeks ago
A
William Butler Yeats
B
Lord Byron
C
Robert Frost
D
T. S. Eliot
ব্যাখ্যা:
The Lake Isle of Innisfree:
-
রচনা করেছেন William Butler Yeats।
-
কবিতার মোট ১২ লাইন।
-
Innisfree হলো আয়ারল্যান্ডের একটি শান্তিপূর্ণ, নৈসর্গিক উপত্যকা।
-
কবি শহরের কোলাহল ও ক্লান্তি থেকে পালিয়ে গ্রামের শান্ত পরিবেশে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।
W. B. Yeats:
-
জন্ম: 1865, মৃত্যু: 1939
-
একজন Irish poet এবং নাট্যকার।
-
১৯২৩ সালে প্রথম আয়ারিশ হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন।
-
Ireland-এর National Poet হিসেবে খ্যাত।
-
সাহিত্যকর্মে আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতির প্রভাব স্পষ্ট।
-
Abbey Theatre প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
Major Poems:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1919
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
Major Plays:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
Prose:
-
A Vision
-
Celtic Twilight (essay)
Source: Britannica

0
Updated: 2 weeks ago
Which Old English epic poem tells the story of a heroic warrior battling monsters and dragons?
Created: 4 weeks ago
A
Beowulf
B
The Odyssey
C
Gilgamesh
D
The Song of Roland
• পুরনো ইংরেজি মহাকাব্য "Beowulf" একটি বীর যোদ্ধার গল্প বলে, যে দানব ও ড্রাগনের বিরুদ্ধে লড়াই করে। এই কাব্যে বীর বিওউল্ফ প্রথমে দানব Grendel-কে পরাজিত করে, তারপর Grendel-এর মা-কে হত্যা করে। পরে বৃদ্ধ বয়সে, সে একটি ভয়ঙ্কর ড্রাগনের বিরুদ্ধে লড়াই করে নিজের প্রাণ বিসর্জন দেয়। এটি বীরত্ব, আত্মত্যাগ ও নৈতিকতার প্রতীক। কাব্যটি ইংল্যান্ডের সাহিত্যের প্রাচীনতম নিদর্শনগুলোর একটি এবং অষ্টম থেকে একাদশ শতাব্দীর মধ্যে রচিত হয়। তাই প্রশ্নে উল্লেখিত সঠিক উত্তর "ক) Beowulf"।
• বিস্তারিত আলোচনা:
• Beowulf is Old English literature's earliest epic and highest achievement.
- It is the first long poem in English literature
- এটি ৬ শতকের একটি প্রায় ৩ হাজার লাইনের long Heroic poem, যার লেখক এর নাম খুঁজে পাওয়া যায় নি।
- Beowulf কে highest achievement of Old English literature হিসাবে বিবেচনা করা হয়ে থাকে।
- এছাড়াও, এটাকে Earliest European vernacular epic ও বলা হয়।
• এই Epic টি দুইটি ভাগে বিভক্ত।
- এই কবিতার প্রধান চরিত্র Beowulf একজন Scandinavian hero.
- Beowulf এর তিনটি দু:সাহসিক অভিযানকে কেন্দ্র করে কাহিনী এগিয়ে চলে।
- ধারনা করা হয় এই Epic এর প্রধান চরিত্র Beowulf এর নাম অনুযায়ী এর নামকরণ করা হয়েছে।
- It opens in Denmark, where King Hrothgar has a splendid mead hall known as Heorot, a place of celebration and much merriment.'
- There is no evidence of a historical Beowulf, but some characters, sites, and events in the poem can be historically verified
- It is also the first monument in English literature.
Source: Live MCQ Lecture and Britannica.com

0
Updated: 4 weeks ago